নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

দীপনের বাবাকেই গ্রেফতার করা হোক!

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১০:১৪

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
-শুনে বড়ই প্রীত হলাম৷

সব দেশেই এ রকম বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে: স্বরাষ্ট্রমন্ত্রী
-জানতে মন চায় কতগুলো ঘটনা নিয়মিত ঘটলে সেটাকে অবিচ্ছিন্ন ঘটনা বলা হয়?

এরকম হামলা থেকে আমিও নিরাপদ নই: তথ্যমন্ত্রী
-একজন মন্ত্রীই যখন নিরাপদ নয় সেখানে সাধারণ জনগণের কথা নাই বললাম৷

দীপনের বাবা হয়তো হত্যাকারীদের ‘মতাদর্শে’ বিশ্বাসী: হানিফ
-তাহলে হত্যাকারীদের মতাদর্শী হওয়ায় দীপনের বাবাকেই গ্রেফতার করা হোক৷

মন্তব্য ৪৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৩

সচেতনহ্যাপী বলেছেন: মরার উপর খাড়ার ঘা!! আমাদের মাননীয় এবং বিজ্ঞ নেতৃবৃন্দ!! কালই সবাই বলবেন ভুল ব্যাখ্যা করা হয়েছে।।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১:১৬

প্রবাসী ভাবুক বলেছেন: তারা তো যা মনে আসে তাই বলে৷ এজন্য কারও কাছে কৈফিয়ত দিতে হয় না৷ ফলে লাগামহীন কথাবার্তা বলেই যায়৷ মনগড়া ব্যাখ্যা দিতেও কোন সমস্যা নাই৷ মন চাইলে জনগণ শুনবে কি শুনবে না এটাতে তাদের কোন মাথাব্যথা নাই৷

২| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:৫০

গেম চেঞ্জার বলেছেন: গ্যানির কথাবার্তা দেখছি। অবশ্য অভ্যস্ত হয়ে গেছি। এটাই হওয়া স্বাভাবিক। ঠিক যেমনটি তাঁরা বলবার কথা তোতাপাখির ন্যায় তা-ই বলছেন।

১ম জন যেটা বলেছেন সেটা একদম খাসা কথা।

২য় জন বোঝাচ্ছেন জনগণের আতংকিত হওয়ার কোনই কারণ নেই। এরকম ১ টা কেন পাঁচটা কেন হাজারটাও বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে-

৩য় জন একটু ভাব নিতে চাইলেন আর কি।

৪র্থ জন একদম ঠিক ঠিক কথাই বলেছেন। উনার মতো বিস্ময়কর প্রতিভা বাংলাদেশ আর কখনো পায়নি। বরং আমি তো পারলে উনাকে একটা ১...... টাকার কাপ ধরিয়ে দিতেম।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১:২৩

প্রবাসী ভাবুক বলেছেন: অভ্যস্ত হওয়াটাই তো স্বাভাবিক৷ যেকোন ঘটনার পর প্রত্যেকেই তো তাদের অদ্ভুত বক্তব্য দিয়ে আলোচনায় থাকতে চায়৷ জবাবদিহিতার তো কোন বালাই নেই যে লাগামহীন বক্তব্য থেকে বিরত থাকবে৷ এমনকি জনগণের কাছেও এদের যাওয়ার প্রয়োজন হয় না৷ সুতরাং কোন ব্যাপার না৷ আমরা এভাবে নিয়মিতই শুনতে থাকব বলেই মনে হয়৷

৩| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১:৩৪

কিরমানী লিটন বলেছেন: দূর হ-দুঃশাসন,ভণ্ডামি-চকচকে মিথ্যের ডিজিটাল মুলো ...

শুভকামনা জানবেন ...

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ২:১২

প্রবাসী ভাবুক বলেছেন: ডিজিটাল বলতে আসলে কি বুঝায় দেশের মানুষ সেটাই বোঝে না৷ আর তাই মরীচিকাময় মূলার দিকে প্রথম দিকে চাইলেও এখন বুঝতে পারে এটা একটা ধোঁকাবাজি৷ কিন্তু এখন বুঝলেও কিছু করার নাই৷

৪| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:৫১

সোহানী বলেছেন: দীপনের বাবা হয়তো হত্যাকারীদের ‘মতাদর্শে’ বিশ্বাসী: হানিফ
-তাহলে হত্যাকারীদের মতাদর্শী হওয়ায় দীপনের বাবাকেই গ্রেফতার করা হোক৷

হাঁ হাঁ.... বাবাই তো ছেলে হত্যার মদদদাতা... এবার তাঁকে গ্রেফতার করে ষোলকলা পূর্ন হোক..........

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫১

প্রবাসী ভাবুক বলেছেন: একজন বাবা কত কষ্টে এই কথা বলতে পারে সেটা কি হানিফ সাহেবের মাথায় ছিল? বিচার চাইলে পাবেনা বলেই তিনি বলেছিলেন, 'আমি আমার ছেলের হত্যার বিচার না৷' অথচ তাকেও রাজনৈতিক প্রতিপক্ষ বানিয়ে ফেলা হল৷

৫| ০২ রা নভেম্বর, ২০১৫ ভোর ৪:২৪

কলাবাগান১ বলেছেন: ঘোলা জলে সবাই মাছ শিকারে ব্যস্ত..... আপনারা যারা বেকুব হানিফের কথা কে টুইস্ট করে আসল ঘটনা থেকে চোখ ফেরাতে ব্যস্ত তারা কোন দিন ই মৌলবাদীদের চাপাতির বিরদ্ধে কিছু বলছেন না .....এটা বুঝতে অসুবিধা হবার নয় যে কেন ধর্মের দোহাই দিয়েই এদের মারা হচ্ছে.....সরকার যদি এদের মারবে, তাহলে তার কাছে আরো টার্গেট আছে ......দেশে অস্হিরতা তৈরী করে সরকারের কি লাভ

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:০০

প্রবাসী ভাবুক বলেছেন: কারা ঘোলা পানিতে মাছ শিকার করছে? গতকাল বিবিসি প্রবাহতে শুনলাম সজীব ওয়াজেদ জয় সাক্ষাৎকারে বলেছে, 'সরকার সুতার উপর দিয়ে হাটছে৷ কোন অবস্থায় সরকার নাস্তিক ট্যাগ নিতে রাজি নয়৷' যাইহোক সন্তানের হত্যার মত ঘটনা নিয়েও নিজের পিতার উপর একজন কেন্দ্রীয় নেতা মজা করল৷ তিনি পাগল হলে কেন্দ্রীয় নেতা হলেন কিভাবে ?

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৭

প্রবাসী ভাবুক বলেছেন: আপনি শুধু হানিফেরটা দেখলেন অন্য উক্তিগুলো দেখলেন না৷ নিয়মিত বিরতিতে এই হত্যাকাণ্ড চলার পরও এটাকে কি অবিচ্ছিন্ন বলার সুযোগ আছে? এসব বলে, আর কোন হত্যাকাণ্ডের সঠিক বিচার না করায় পক্ষান্তরে হত্যাকান্ড উৎসাহিত হচ্ছে৷

৬| ০২ রা নভেম্বর, ২০১৫ ভোর ৫:৫৯

কেএসরথি বলেছেন: কলাবাগান১ বলেছেন: "সরকার যদি এদের মারবে, তাহলে তার কাছে আরো টার্গেট আছে ......দেশে অস্হিরতা তৈরী করে সরকারের কি লাভ "

অস্থির অবস্থা তৈরি করে লাভ হলো, তখন নেপাল ভূটানের মতো বাংলাদেশও একটা নামে মাত্র রাষ্ট্র হয়ে যাবে। তখন দেশের অস্থিরতা দুর করতে প্রতিবেশী রাষ্ট্রের কাছে হাত পাতা হবে। প্রতিবেশী রাষ্ট্র সাহায্যের বিনিময়ে বিভিন্ন নিয়ম কানুন বাংলাদেশের ওপর চাপিয়ে দেবে, আমরা পাকিস্তানের অধীনে ছিলাম, তখন ভারতের অধীনস্থ হব - বুঝলেন কলাবাগান ভাই।

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:০২

প্রবাসী ভাবুক বলেছেন: আসলে কি হচ্ছে, আমরা কেউই জানি না৷ আমি আমাদের রাজনৈতিক নেতাদের মত তদন্ত ছাড়াই কি হবে তা বলে দেওয়ার ক্ষমতা রাখি না৷ তবে কি ঘটেছে সেগুলো নিয়ে কয়েকটি উক্তি উল্লেখ করলাম৷

৭| ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৭:১৯

মিতক্ষরা বলেছেন: @কলাবাগান১, এ পর্যন্ত কয়েকজন ব্লগারকে ঘরের ভেতরে ঢুকে নৃশংস কায়দায় হত্যা করা হয়েছে। দু জন বিদেশীকে আপাত মোটিভ ব্যতিরেকেই হত্যা করা হয়েছে। ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন। অথচ সরকার যেন সম্রাট নীরোর মত নির্লিপ্ত। বিরোধী দলের লোকজনকে উল্টো হয়রানি করা ব্যতিরেকে কি উদ্যোগ সরকার নিয়েছে?

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:১০

প্রবাসী ভাবুক বলেছেন: এর ফলে হত্যাকারীরা মিটমিটিয়েই হাসছে৷ তারা ভাবছে এরকম হত্যাকান্ড ঘটালেও দোষ বর্তাবে সরকার বিরোধীদের উপর৷ সুতরাং তারা হত্যাকাণ্ডে উৎসাহিত না হয়ে যায় কোথায়?

৮| ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৭:২৫

কলাবাগান১ বলেছেন: "দেশের অস্থিরতা দুর করতে প্রতিবেশী রাষ্ট্রের কাছে হাত পাতা হবে।"

৪৪ বছরে কোন সরকার সাহস করে নাই অন্য রাস্ট্রের কাছে হাত পাতার.........আপনাদের এই কন্সপিরউসী থিয়োরীর মাথা যদি জ্ঞান-বিজ্ঞান চর্চায় ব্যয় করতেন, তাতে দেশের উপকার হত

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৭

প্রবাসী ভাবুক বলেছেন: না, ভাই৷ আমার কথায় ষড়যন্ত্র ফন্ত্র কিছু বুঝাতে চাইনি৷ আমি বুঝাতে চেয়েছি৷এসব হত্যাকাণ্ড নিয়ে বিচার বা তদন্ত না করে উচ্চ পর্যায়ের নেতাদের শুধু উল্টাপাল্টা বক্তৃতা বিচার কার্যের অনীহাই প্রকাশ পায়৷ আগের মন্তব্যে বলেছিলেন কেন এই হত্যাকান্ডের নিন্দা করছি না? যারা হত্যা করছে তারা নিন্দা করলেই হত্যাকাণ্ড বন্ধ করে দিবে? আপনি তো রাজনীতিবিদদের মত নিন্দা জানিয়ে খালাস৷ আর আমরা চাই হত্যাকারীদের খুঁজে বের করে এর সঠিক বিচার৷

৯| ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: চিড়িয়াখানা বা যাদুঘরের চীজ একেক পিস!!!!!!!!!!!!!!!!!!!!!

আমাদের দূভার্গ্য!!

@ কলাবাগাস- আপনিও যদি আপনাদের মেধা কে অনির্বাচিত স্বৈরাচারী ডিজিটাল বাকশালীদের অন্ধ সমর্থনের পিছনে ব্যয় না করে জ্ঞান-বিজ্ঞান চর্চায় ব্যয় করতেন দেশ কিছূ না পাক আপনার পরিবার অন্তত কিছূ পেত!!!!!
বুশকে দেখৈননি- যখনই তার সরকার চাপে পড়ত- লাদেনের ভিডিও বের হতো.. বুশ ঐটাকে ব্যাকাপ হিসাবে বব্যবহার করে চাপ কাটিয়ে উঠত! এর বাংলা ভার্সন চলছে এখানে! জঙ্গি জঙ্গি বলে মূলত কি দেশের ধর্মপ্রাণ কোটি কোটি মানুষের বিরুদ্ধ এবং মানুষকে বিপদে ফেলছে না তারা!
আর যে কয়টা জঙ্গী ধরা হয়েছে সবই আওয়ামী বাই প্রোডাক্ট!!!!!
শঅয়খ আবদুর রহমান জঙ্গি গুরু মির্ঝা আজমের দুলাভাই!! মুফতি হান্নান- আওয়ামী নেতার চাচাত ভাই... আনসারুল্লাহ বাংলাটীম.. আওয়ামী ওলামা লীগের একাংশ!!!!
সো ভন্ডামী ছাড়াই বুদ্ধিমানের জন্য উত্তম!!!

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:২২

প্রবাসী ভাবুক বলেছেন: উপরের উক্তি গুলো বলে বিচারের ব্যাপারে উদাসীনতা৷ নিয়মিত বেছে বেছে ব্লগার হত্যাকাণ্ডকে কেউ বিচ্ছিন্ন ঘটনা, আবার কেউ পুত্রশোকে কাতর পিতাকে উদ্দেশ্য করে উল্টাপাল্টা কথা বলেই বিচারের কাজ শেষ করতে চায় বলে মনে হয়৷

১০| ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১০:১১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ক্লু পেয়ে গেছি আমরা; প্রফেসর সাহেব অর্থাৎ দীপনে বাবা হত্যাকারীদের ‘মতাদর্শে’ বিশ্বাসী অতএব হত্যাকারীদের মতাদর্শী হওয়ায় দীপনের বাবাকেই গ্রেফতার করা হোক ৷ তাহলেই সব হত্যাকারীদের খুঁজে পাওয়া যাবে।

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৫

প্রবাসী ভাবুক বলেছেন: আসলে একজন শোকাহত পিতার মনের অবস্থা আমরা বুঝিনা বা বুঝতে চাইনা৷ তার উক্তিটি কি সরকারের বিপক্ষে চলে গেল কিনা এটা বুঝতে পারলেই তেলেবেগুনে জ্বলে উঠা যে নিজেদের দেউলিয়াত্ব বুঝায় সেটা হয়তো বুঝতে পারেন না হানিফ সাহেবরা৷ এরকম করলে নিজেদের জনপ্রিয়তা কমতে থাকে সেই হুশ আছে বলে মনে হয় না৷

১১| ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৯

ফ্রিটক বলেছেন: দেশে যে কোন হত্যাকান্ডের পরে সবাই একটু বিচলিত হয়ে। তদন্ত কমিটি হয়। কয়েক দিন লেখালেখি হয়ে। মন্ত্রীরা কথার মালা সাজায়। কিছু লোক দেখানো গ্রেপ্তার হয়। মন্ত্রী, উকিল, পুলিসের কিছু ইনকাম হয়ে। ফলাফল বাদি বিবাদি ঋনগ্রস্ত। আর রায় কবে হবে সেটা কেউ জানো না। এইতো চলছে।

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৭

প্রবাসী ভাবুক বলেছেন: রায় কবে হবে সেটা তো পরের ব্যাপার হত্যাকারী কে সেটাই তো জানা যায় না৷ আর এরকম হত্যাকাণ্ডগুলোর বিচার হয়নি এবং ভবিষ্যতে হবেও এরকম আশা না দেখে দীপনের বাবা বলেছিলেন, "আমি বিচার চাই না৷"

১২| ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯

পাঠক মানব বলেছেন: এর ফলে হত্যাকারীরা মিটমিটিয়েই হাসছে৷ তারা ভাবছে এরকম হত্যাকান্ড ঘটালেও দোষ বর্তাবে সরকার বিরোধীদের উপর৷ সুতরাং তারা হত্যাকাণ্ডে উৎসাহিত না হয়ে যায় কোথায়? [/sb
সহমত

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৭

প্রবাসী ভাবুক বলেছেন: বিচার প্রক্রিয়া ঠিকমতো চললে হয়তো হত্যাকারীরা পুনরায় হত্যা করতে গেলে একশবার ভাবত৷ এখন তারা তো দেখে যতই তারা হত্যা করুক তাদের গ্রেফতারের কথাও কেউ ভাববে না৷ শুধু স্টেজে কিছু নেতার বক্তৃতা শোনা যাবে৷ এই পর্যন্তই শেষ৷

১৩| ০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৯

নাঈম রেজা বলেছেন: বাংলাদেশে আইন সব সময় একটি ঘটনাকে অন্য ইসু দিয়ে ঢেকে দিয়েছে দীপন হত্যা তাদের কাছে কিছুনা, সাভার ভবন ধস থেকে চলে এলো , শাপলাচত্তর,৫ জানুয়ারী, তারপর ইলিয়াস গুম, নারায়নগঞ্জে ৭ খুন, কাদের মোল্লা ফাসি, জামাতের নিবন্ধন বাতিল, এভাবে একের পর এক ঘটনা বিচার একটাও নেই। বিভিন্ন কথা বলে সাক্ষাতকারে নেতারা সূত্রকে পরিবর্তন করে মুল ঘটনাকে অন্য ঘটনা দিয়ে চাপা দেয়। এগুলো বাদ দিয়ে সময় চেটা বলে সেটা করুন, সঠিক তদন্ত আর সঠিক বিচার তার জন্য দরকার সঠিক দ্বীন বুজদার মুমিন বাদশা। দীপন হত্যার বিচার/ তদন্ত করুন। দীপরে বাবার কথা কিছু বলব না আপনার সন্তান যদি কোন দিন আপনার ঘাড়ে লাশ হয় সে দিন উত্তর খুজে নিবেন আপনি নিজে।

০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:০১

প্রবাসী ভাবুক বলেছেন: সন্তানের লাশ পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা পিতার নিকট৷ এর চেয়ে ভারী ও কষ্টকর কোন বোঝা পৃথিবীতে কিছু নাই৷ আমরা গত বেশ কয়েক বছর যাবত এসব ঘটনা দেখে আসছি৷ আপনার উল্লেখিত ঘটনাগুলোর আগেও ছিল শেয়ারবাজার, হলমার্ক, পদ্মাসেতু কেলেঙ্কারি আর সম্প্রতি বিদেশী হত্যা, তাজিয়া মিছিলে হামলা এবং সর্বশেষ এই হত্যা৷ এভাবে হয়ত চলতেই থাকবে একের পর এক ঘটনা পূর্বের ঘটনাকে ঢেকে দিবে৷ বিচার হবে না কোনটার৷

১৪| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯

নাঈম রেজা বলেছেন: এটাই কি সমাধান ভাই? লাশ চাপা দিলে গন্ধ বন্ধ হয়। কিন্তু অপরাধ চাপা দিলে?

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১:২৭

প্রবাসী ভাবুক বলেছেন: অপরাধ আগুনের মত ভয়ঙ্কর৷ এটাকে চাপা দিলে এটি আর বেশি ও ভয়ঙ্কর রূপ ধারণ করে৷

১৫| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১২

খোলা মনের কথা বলেছেন: অন্ধ রাজনীতি। জনগনের কষ্ট না বুঝে তার উপর আবার রাজনীতির খেলা। এটাকেই বলে কাটা ঘায়ে লবনের ছিটা।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১:৩১

প্রবাসী ভাবুক বলেছেন: বিচার ব্যবস্থার উপর আস্থা হারিয়েই একজন পিতা তার সন্তানের হত্যার বিচার চাইতে সাহস করে না৷ এটা বুঝার ক্ষমতা হানিফ সাহেবের আছে বলে মনে হয় না৷

১৬| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

অগ্নি সারথি বলেছেন: সহমত।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১:৩২

প্রবাসী ভাবুক বলেছেন: আপনাকে ধন্যবাদ অগ্নি সারথি৷

১৭| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:১৪

সোহানী বলেছেন: সহমত বিদ্রোহী ভৃগু ............. উনি সবার ব্লগে ঢুকে অপ্রয়োজনীয় মন্তব্য করে নিজের জ্ঞান নাকি বেকুবি জাহির করে এখনো বুঝলাম না...........

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১:৪৯

প্রবাসী ভাবুক বলেছেন: তার দুনিয়ার বুদ্ধি সবকিছুতে আওয়ামী লীগকে সাপোর্ট করার মধ্যেই সীমাবদ্ধ৷ যত বড় অন্যায়ই করুক সরকার যেটা করেছে ঘুরিয়ে পেঁচিয়ে সেটাকেই সঠিক হিসেবে উত্থাপনের ব্যর্থ চেষ্টা করে৷দলমত নির্বিশেষে অন্যায়কে অন্যায় এবং ন্যায়কে ন্যায় বলার মত বিবেক নেই৷ তার জ্ঞান বর্তমান সরকারের সবকিছু ঠিক আর পৃথিবীর সবকিছুই বেঠিক এই চিন্তার মধ্যেই সীমাবদ্ধ৷

১৮| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:২৯

গেম চেঞ্জার বলেছেন: গোয়েন্দা সংস্থাগুলো কি এতই দূর্বল যে কোথায় কোথায় জঙিদের ঘাটি আছে, টাকা পয়সা লেনদেন হয়, ট্রেইন আপ হয়, ব্রেইন ওয়াশ হয়, জনশক্তি সংগ্রহ হয়...... কিছু জানে না??

যদি মনে করেন আমাদের গোয়েন্দারা জানে না তবে আপনি একটি মহা ফাঁপরে পড়ে গেছেন। আপনি নিজেকে ব্যাকডেটেড হিসেবে দাখিল করলেন। নিশ্চিত।

নিশ্চয়ই আমাদের গোয়েন্দারা ৬০-৮০% তথ্য রাখে এইসব কুচক্রীদের সম্পর্কে। বিশ্বাস না হলে পুলিশে জিজ্ঞেস করে দেখতে পারেন।

আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো সরকারের সদিচ্ছা আদতে নেই এবং হবেও না। বিচার ব্যবস্থার নামে জাস্ট একটা আইওয়াশ হবে এবং সেখানেই শেষ।

সরকার একটি খেলা খেলছে, উদোর পিন্ডি নির্লজ্জভাবে বুধোর ঘাড়ে চাপিয়ে সংকীর্ণ স্বার্থ উদ্ধার করছে। তবে এই খেলার শেষবেলায় কি দেখা যাবে সেটা ইতিহাস থেকে খুঁজে দেখুন, একই পরিণতি হবে। আমি নিশ্চিত।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১:৫৬

প্রবাসী ভাবুক বলেছেন: সময়ই বলে দিবে এর পরিণতি কি হবে৷ তবে এটা যে একটা খেলা তা সবাই জানে এবং বুঝে৷ সরকার নিজেদের নাস্তিক ট্যাগ দূর করার আপ্রাণ চেষ্টার অংশ হিসেবে এটা হয়ত চালিয়ে যেতে পারে আরও কিছু দিন৷

১৯| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

প্রামানিক বলেছেন: দারুণ দারুন কথা তুলে ধরেছেন। ধন্যবাদ

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১:৫৬

প্রবাসী ভাবুক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রামাণিক ভাই

২০| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

কলাবাগান১ বলেছেন: ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারলে তো জামাতি রা আমার মন্তব্য কে অপ্রয়োজনীয় ই ভাববে।

আমার ব্রেইন ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টায়ই জ্ঞান-বিজ্ঞান চর্চায় ব্যয় করি বাকী সময় জামাতি-রাজাকারদের স্ববিরোধীতা ধরতে ই ব্যয় করি (ঘুমানোর সময়ও)........

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১:৫৯

প্রবাসী ভাবুক বলেছেন: আপনি মনে হয় ভুল বললেন৷ আপনার ব্রেনটা আসলে ব্যয় করেন সরকার ভালমন্দ যাই করুক সেটার সপক্ষে এবং সরকারের বিপক্ষে যায় এমন যেকোন কিছুর বিপক্ষে যুক্তি খুঁজতে খুঁজতে৷

২১| ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৪

চলতি নিয়ম বলেছেন: আহা আজকে দিপনের বাবার জন্য এমন কিছু লোকের কস্ট হচ্ছে যারা কিনা অভিজিতের হত্যাকে জায়েজ করেছে এই ব্লগেই। কেউকেউ আবার একটু ত্যানা প্যাচায়া বলত তাকে হত্যা করা ঠিক হয়নাই কিন্তু তারও উচিত হয়নাই অমন লেখালেখি করা। মানে কি দাড়ায়?

দিপনের বাবার সাথে আমিও একমত, এই হত্যার বিচার চাই না। চেয়ে কি হবে? কখনই বিচার হবে না। কেন হবে না জানেন? লেখক বলেছেন: সরকার নিজেদের নাস্তিক ট্যাগ দূর করার আপ্রাণ চেষ্টার অংশ হিসেবে এটা হয়ত চালিয়ে যেতে পারে আরও কিছু দিন৷
ঠিক এই কারণে।

এখন কারন খুঁজে দেখেন যে এর জন্য দায়ী কে?
আপনাদের উত্তর: সরকার।
আমার উত্তর: যারা সরকার কে নাস্তিক ট্যাগ দিয়েছে।

আর কলাবাগানের কথা বিদ্রোহী ছাগুরা কখনই বুঝতে পারবে না কারন এরাই সময়ে সময়ে নাস্তিক ব্লগারদের কোপানো গুলোকে জাস্টিফাই করেছে। (ওই সময়ের পোস্ট গুলো খুঁজে দেখুন)

পরিশেষে বলবো, নগর পুড়লে কিন্তু দেবালয় ও বাদ যায় না। তাই এখনো সময় আছে একে অন্যকে দোষ না দিয়ে আসল খুনিদের বিচার চাইতে।

০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১১

প্রবাসী ভাবুক বলেছেন: আপনি বলেছেনঃ 'এখন কারন খুঁজে দেখেন যে এর জন্য দায়ী কে?
আপনাদের উত্তর: সরকার।
আমার উত্তর: যারা সরকার কে নাস্তিক ট্যাগ দিয়েছে।'

বাহ: অদ্ভুত যুক্তি আপনার! সরকার আইনের শাসন বাদ দিয়ে কে কি বলল সেই জন্য হত্যাকাণ্ডকে জায়েজ করে দিবে? সরকারের কাজের জন্যই হয়ত সে নাস্তিক ট্যাগ পেয়েছে৷বিশেষ করে স্বঘোষিত নাস্তিক ব্লগার রাজীব হায়দার ওরফে থাবা বাবার মৃত্যুর পর তাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ ঘোষণা, জাতীয় সংসদে তার শোকে নিরবতা পালন, প্রধানমন্ত্রী তার বাড়িতে গিয়ে পরিবারকে স্বান্তনা, নাস্তিকদের পৃষ্ঠপোষকতা দেওয়া অথচ হেফাজত ইসলামসহ ধর্মভীরুদের উপর নির্যাতনের কারণেই সরকার নাস্তিক ট্যাগ পেয়ে গেছে সাধারণের মনে৷ এখানে দোষটা কার? এখন আবার নাস্তিক ট্যাগ দূর করতে বিচারহীনতা৷ এর সবগুলোই কি তাহলে জনসাধারণের দোষ

২২| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: গোয়েন্দা সংস্থাগুলো কি এতই দূর্বল যে কোথায় কোথায় জঙিদের ঘাটি আছে, টাকা পয়সা লেনদেন হয়, ট্রেইন আপ হয়, ব্রেইন ওয়াশ হয়, জনশক্তি সংগ্রহ হয়...... কিছু জানে না??

যদি মনে করেন আমাদের গোয়েন্দারা জানে না তবে আপনি একটি মহা ফাঁপরে পড়ে গেছেন। আপনি নিজেকে ব্যাকডেটেড হিসেবে দাখিল করলেন। নিশ্চিত।

নিশ্চয়ই আমাদের গোয়েন্দারা ৬০-৮০% তথ্য রাখে এইসব কুচক্রীদের সম্পর্কে।
সহমত

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৩:৫২

প্রবাসী ভাবুক বলেছেন: শুধু গোয়েন্দা নয়, অনেক ক্ষেত্রে থানার পুলিশরাও জানে৷ কিন্তু দেশে গ্রেফতার হয় উপরের নির্দেশে৷ এগুলোতো দুয়েকজন বিতর্কিত ব্যক্তিকে হত্যা, নারায়ণগঞ্জের ৭ খুনের মত চাঞ্চল্যকর হত্যাকান্ডের আসামিকে গ্রেফতারের জন্য তিনদিন পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছিল৷

২৩| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দীপনের বাবা হয়তো হত্যাকারীদের ‘মতাদর্শে’ বিশ্বাসী: হানিফ
-তাহলে হত্যাকারীদের মতাদর্শী হওয়ায় দীপনের বাবাকেই গ্রেফতার করা হোক৷
আমিও তাই বলি...........১৬কলা(কলাবাগান ১ না) পূর্ণ হোক

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৬

প্রবাসী ভাবুক বলেছেন: ভাই, দীপনের বাবা টকশোতে বিভিন্ন সময় যেসব যুক্তিতর্ক উপস্থাপন করেন তা সরকারের বিপক্ষেই যায়৷ এছাড়া এই ধরনের কোন হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় তার বিচার বিভাগের প্রতি অনাস্থা প্রকাশ করায় সরকারি দলের নেতাদের গায়ে আগুন ধরে গিয়েছে৷ আর তাই পুত্রশোকে কাতর পিতাকেও হত্যাকারীদের মতাদর্শী বানাতেও কুন্ঠাবোধ করেনি৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.