নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

জনগণের জন্য আইন৷আইনের জন্য জনগণ নয়৷

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৪

সরকার শুরু করলটা কি? ভাইবার, হোয়াটসঅ্যাপ এর পর এবার স্কাইপি, ইমো, টুইটার বন্ধের নির্দেশ দিয়েছ৷ আমরা যারা প্রবাসে থাকি তাদের জন্য পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের মাধ্যম বিশেষ করে পরিবারের সদস্যদের দেখার জন্য ভিডিও কলের সব মাধ্যমগুলো একে একে বন্ধ করে দিচ্ছে৷

একবিংশ শতাব্দীতে এসে পৃথিবী যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন বাংলাদেশ হাটছে পিছনে৷ এরা নাকি আবার ডিজিটাল বাংলাদেশ গড়বে৷ এভাবে আধুনিক প্রযুক্তির যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে ডিজিটাল দেশ গড়ার ফর্মূলা কোথা থেকে আমদানি তা আমার ক্ষুদ্র মাথায় আসে না৷

আমরা যারা বিদেশ থাকি তাদের জন্য কোন ব্যবস্থা চালু না করে এভাবে ধীরে ধীরে সবকিছু বন্ধ করে দেওয়ার অর্থ জনগণের সমস্যাকে ড্যামকেয়ার করা ছাড়া আর কিছু নয়৷ এমনিতেই দূরে থেকে পরিবারকে সবসময় ফিল করতে হয়৷ দিন শেষে বা অবসরে পরিবারের সাথে কথা বলে, পরিবারের সদস্যদের ভিডিওতে দেখতে পেরে কিছুটা কষ্ট লাঘব করা যায়৷

প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি৷ কোন সিদ্ধান্ত নেওয়ার আগে এদের কথা বিবেচনায় আনা অতি জরুরী৷ দেশের জনগণের জন্য আইন৷ আইনের জন্য জনগণ নয়৷ কোন সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণের কথা মাথায় রেখেই ব্যবস্থা নেওয়া উচিত৷

যদি নিরাপত্তার জন্য এসব মাধ্যম বন্ধ করতে হয় তাহলে মোবাইল ফোনগুলো কি দোষ করল৷ সব মোবাইল যোগাযোগও বন্ধ করে দেওয়া হোক৷ আমরা সেই আদিম যুগে ফিরে যাই৷ যেখানে কবুতর হবে চিঠি আদানপ্রদানের মাধ্যম৷

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৭

ফুলঝুরি বলেছেন: Kakao talk instl kore nin.sob prob solve

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৫

প্রবাসী ভাবুক বলেছেন: আপনাকে ধন্যবাদ ফুলঝুরি ৷ কোন কিছু ইন্সটল করে হবে কি হবে না সেটা বড় কথা নয়৷ বন্ধ করা হবে কেন? মানুষকে অসুবিধায় রেখে কয়েকদিনের জন্য হয়ত জরুরী ভিত্তিতে কোন কিছু করলে সেটা মেনে নেওয়া যায়৷ কিন্তু দীর্ঘমেয়াদী মানুষকে কষ্ট দেওয়াটা দুরভিসন্ধিমূলক৷

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৭

সচেতনহ্যাপী বলেছেন: জনগণের জন্য আই। ছিল কি?? আমি দেখি নি।। হয়তো সেসময় ঘুমিয়ে ছিলাম!! মাতালরা মদে মত্ত,সুশীলরা ঘুমে!!

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪১

প্রবাসী ভাবুক বলেছেন: সুশীলদের অনেক আগেই চুপ করিয়ে থাকতে বাধ্য করা হয়েছে৷ না হলে কথা বলার সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে৷ তবে যা করে করুক তাতে কিছু আসে যায় না৷ কিন্তু কোন কিছু দীর্ঘমেয়াদে বন্ধ করতে হলে তার বিকল্প ব্যবস্থা রেখে করা উচিত৷

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৮

নতুন বলেছেন: আজও তো স্কাইপে কথা বললাম... বন্ধকরলো কবে?

আর এই ফাইজলামী বন্ধকরা দরকার। প্রবাসীরা দেশের জন্য টাকা পাঠাচ্ছে সেটার জন্য বড় বড় ধন্যবাদ দিচ্ছে সরকার।

আর একজন বাড়ীতে কথা বলতে স্কাইপ,ইমো,ভাইবার ব্যবহার করবে সেটা বন্ধকরবো???

এখন যারা একটু প্রযুক্তি বিষয়ে জ্ঞান রাখে তাদের এই সব বন্ধকরে ব্যবহার বন্ধকরা সম্ভবনা। শুধু শুধু সাধারন মানুষেরাই ভোগান্তিতে পড়বে।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫২

প্রবাসী ভাবুক বলেছেন: রাত নয়টার দিকে বিটিসিএলকে নির্দেশ দিয়েছে সরকার৷ প্রবাসীদের শুধু মুখে মুখেই ধন্যবাদ দেয়৷ এগুলো শুধু লোকদেখানো৷ বাস্তবে এদের কথা ভাববার সময় নাই৷

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪২

গেম চেঞ্জার বলেছেন: সরকার স্কাইপ বন্ধ করে দিলেও খুলে দেবে, সেটা নিশ্চিত। আমার মনে হয় সরকার আমাদের নিয়ে এক্সপেরিমেন্ট করছে। আমাদের রিএকশন দেখতে চায়।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৫

প্রবাসী ভাবুক বলেছেন: রিএকশন আর দেখবে কোত্থেকে৷ কেউ উচ্চ শব্দ করতে গেলে তো তার গলা টিপে ধরা হয়৷ তবে আমার ব্যক্তিগতভাবে কথা সমস্যার মুখে পড়েছি এটা বলে বুঝানো সম্ভব নয়৷ আশাকরি সরকার আমাদের কথা বিবেচনায় নিয়ে দ্রুত এসব খুলে দিবে৷

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৫

সজিব্90 বলেছেন: এদের কাছে গণতেন্ত্রর আশা করা আর হিজড়ার কাছে বাচ্চা চাওয়ার শামিল ।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৭

প্রবাসী ভাবুক বলেছেন: ভাই আমি রাজনীতি নিয়ে কোন কথা বলে বিপদ বাড়াতে চাইনা৷ সরকার যেন আমাদের সমস্যার কথা বিবেচনায় নিয়ে অতি দ্রুত এসব খুলে দেয় সেই আবেদন করি৷

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৩

চাটগাইয়া জাবেদ বলেছেন: জনগণের জন্য আইন৷ আইনের জন্য জনগণ নয়৷
-ডিজিটাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৫

প্রবাসী ভাবুক বলেছেন: ভাই, এটা কোন ধরনের ডিজিটাল? এটাকে এনালগ বললেও অনেক বাড়িয়ে বলা হবে৷ মনে হচ্ছে আমরা আদিম যুগের দিকে ফিরে যাচ্ছি৷

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১০

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: মেনে নিন ভাই। সবই সরকার করতেছে জনগণের নিরাপত্তার জন্য। আগের সব কিছু যখন মেনে নিয়েছেন এইটা মানতে অসুবিধা কোথায়?

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৩৬

প্রবাসী ভাবুক বলেছেন: কেউই এসব মেনে নিচ্ছে না৷ মানতে বাধ্য করা হচ্ছে৷ কদিন পর দেখা যাবে নিরাপত্তার খাতিরে মোবাইল টেলিফোনও বন্ধ করে দিতে হবে৷ সরকারের বুঝা উচিত এসব কেউ ভালভাবে নিচ্ছে না৷ বরং সরকারের প্রতি মানুষের ক্ষোভই বাড়ছে৷

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২১

চাঁদগাজী বলেছেন:


হবু চন্দ্র দেশের সব গবুকে নিয়ে নর রত্নের রাজসভা চালাচ্ছে!

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪৫

প্রবাসী ভাবুক বলেছেন: দেশ যেই চালাক সেসব নিয়ে বলেও খুব লাভ হবে না৷ সবাই সমান এবং কেউই আমাদের সমালোচনা শুনে মিটিমিটি হাসবে ছাড়া ঘৃণায় পদত্যাগ করবে না৷ কিন্তু আমরা তো সরকারের বিরোধীতায়ও নেই পক্ষেও শ্লোগান দিতে যাব না৷ তো আমাদের কষ্ট দিয়ে তাদের কি লাভ? পরিবারের সদস্যদের সাথে সরাসরি দেখতে না পারলেও অন্তত ভিডিও কলের মাধ্যমে কথা বলা যেত৷

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৩৯

অলিসাগর বলেছেন: প্রথম আলো তে অল্প কিছুক্ষনের জন্যে নিউজ টা দেখেছিলাম, এরপর আর খুজে পেলাম না।এক সরকার তথ্য পাচারের ভ্য় এ সাইবার লাইন নিলনা। আরেক সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ছে সব application close করে।সেলুকাস !!!!

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩

প্রবাসী ভাবুক বলেছেন: প্রথম আলো, কালের কন্ঠ,ইত্তেফাক, বাংলামেইলসহ প্রায় প্রতিটি পত্রিকার হেডলাইন ছিল৷ বেশিরভাগ পত্রিকায় এখনও রয়েছে (প্রথম আলো ছাড়া)৷ কোন কিছু বন্ধ করার আগে জনদুর্ভোগের কথা চিন্তা করে বিকল্প কোন পথ না দিয়ে এভাবে বন্ধ করাটা খামখেয়ালিপনা, জনগণকে থোড়াইকেয়ার করা আর কি!

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৫

প্রবাসী ভাবুক বলেছেন: তবে সংবাদটি সত্য এতে কোন সন্দেহ নেই৷ কারণ গতকাল বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টার পর থেকে আর স্কাইপি বা ইমোতে দেশে যোগাযোগ করতে পারছি না৷

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৫৭

অলিসাগর বলেছেন: আশা করছি আমাদের মতো ভুক্তভোগীদের কথা চিন্তা করে পোস্ট টি স্টিকী করা হবে । অনেক প্রবাসী remote area তে কাজ করে, Due to poor mobile network they have to relay on wi fy network supplied by office management. They have no alternative to communicate with family member by skype, imo etc.....

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০১

প্রবাসী ভাবুক বলেছেন: একে তো নেটওয়ার্ক ভাল না থাকলে কথা বলা কঠিন, অন্যদিকে নেটওয়ার্ক ভাল হলেও আপনি মোবাইলে বড়জোর কথা বলতে পারবেন৷ কিন্তু প্রিয়জনদের দেখার সুযোগ নেই, অনেক দেশ থেকে কথা বলতে প্রচুর খরচের ব্যাপার৷

প্রবাসীদের কথা মাথায় রেখে মোডুরা পোস্টটির দিকে নজর দিলেই হয়৷ স্টিকি বা কমপক্ষে আলোচিত ব্লগে স্থান দিলেও অনেকে দেখতে পারবে৷

১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০২

ফয়সাল এম,এফ,কে বলেছেন: সাগর ভাই, আপনি কি এখন দেশে নাকি চলে আসছেন আবার?

১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

লিও কোড়াইয়া বলেছেন: ভাই, এটাই আমাদের ডিজিটাল বাংলাদেশ। এখানে ডিজি মাল খেয়ে টাল হয়ে গেছে, তাই এটা ডিজিটাল।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

প্রবাসী ভাবুক বলেছেন: ভাই, এই টাল হওয়ার কারণেই কখন কোনটা করে নিজেরাও ঠিক জানেনা৷ আজ আবার সবগুলোই খুলে দিয়েছে৷

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:০৬

চাঁদগাজী বলেছেন:

৪৪ বছরে, জনতার পক্ষ থেকে কোন এমপি বিল আনেনি।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০২

প্রবাসী ভাবুক বলেছেন: দেশ স্বাধীন হওয়ার পর থেকেই শাসকগোষ্ঠীর প্রথম যে চিন্তাটা মাথায় থাকে সেটা হল এমন বিল পাস করতে হবে যেন সারাজীবন ক্ষমতায় থাকা যায়৷ জনগণের দাবী দাওয়া নিয়ে আন্দোলন কিভাবে কঠোরহস্তে দমন করা যায়৷

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: তবে আর কি
মনের কষ্টে সিনেমার গান গাইতে থাকুন
কবুতর যা যা যা
কবুতর যা যা যা.. :-/

অসম্ভবকে সম্ভব করা বাংলা বন্ড অনন্ত জলিল হযে গেছে সরকার! :P কল্পনার সীমাকে অতিক্রম করে গেছে বহু আগেই।

এই অচলবস্থার অবসান হোক।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৯

প্রবাসী ভাবুক বলেছেন: কল্পনার সীমা অতিক্রম করার অন্যতম কারণ সরকারের মধ্যে নিরাপত্তা নিয়ে এক ধরণের অস্থিরতা কাজ করছে বলে মনে হয়৷ কোনটা দিয়ে কি করলে কি হবে কিছুই স্থির করতে পারছে না৷ সবধরনের যোগাযোগের সাইট বন্ধ করে দিয়ে আবার ২৪ ঘন্টার মধ্যে সবগুলোই খুলে দেওয়ার অর্থ হল সরকারের মধ্যে এক ধরণের সিদ্ধান্তহীনতা৷

সুতরাং কবুতর নয় যেকোন পরিস্থিতির জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রাখা ভাল৷ আবার কোন ঘোষণা আসে সেটা আমরা কেন যারা ঘোষণা দিবে তারাও হয়ত হয়ত বুঝে উঠতে পারছে না৷

১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২১

প্রামানিক বলেছেন: চিন্তার বিষয়

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৪

প্রবাসী ভাবুক বলেছেন: জি, প্রামাণিক ভাই৷ আপনাকে ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.