নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

কেন এই দ্বিচারিতা?

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯

ছবি ইন্টারনেট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিকী পাকিস্তানের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সম্পর্ক ছিন্ন করে দেশের মুখ উজ্বল করলেন৷ অন্যদিকে আমাদের ক্রিকেটার সাকিব, তামিম, মুস্তাফিজ, মুশফিক পাকিস্তান সুপার লীগে সুযোগ পেয়ে দেশের মুখ উজ্বল করলেন৷

পাকিস্তানী পণ্যসহ সব ধরণের বাণিজ্যিক সম্পর্ক পুনর্বিবেচনার আহবান জানিয়ে আমাদের দেশের মর্যাদা অক্ষুন্ন রাখার চেস্টা করা হয়৷ অন্যদিকে পাকিস্থানী ক্রিকেটার বিপিএলে এনে টুর্নামেন্টের মর্যাদা বাড়ানো হয়৷

রাজাকারদের সামাজিকভাবে বয়কট করে দেশের কলঙ্ক মুক্তি দেওয়ার আহবান জানান হয়৷ অন্যদিকে জাতির পিতার পরিবারের সাথে কুখ্যাত রাজাকার নুরু মিয়া, মুসা বিন শমসের পরিবারের আত্মীয়তার মাধ্যমে রাজাকারদের কলঙ্কমুক্ত করা হয়৷

খুলনার খান এ সবুর রোডসহ সকল রাজাকার ও পাকিস্তানীদের দোসরদের নামের সব কিছু মুছে মুক্তিযোদ্ধাদের নামে বা দেশের ঐতিহ্যবাহী নাম ব্যবহার করা হয়৷ অন্যদিকে কুখ্যাত রাজাকারের নামে 'নুরুমিয়া সড়ক' নামকরণ করে মুক্তিযোদ্ধাদের দাবী উপেক্ষা করা হয়৷

আমরা যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করতে চাই৷ অন্যদিকে তাদের মন্ত্রী বানিয়ে ক্ষমতার জোরে সম্পদের পাহাড় গড়তে সাহায্য করি৷

আমরা রাজাকারদের রাজনীতি থেকে নিষিদ্ধ করে দেশ পরিচালনার ক্ষেত্রে রাজাকারদের অক্ষম করতে চাই৷ অন্যদিকে তাদের কাউকে ধর্ম মন্ত্রী, কাউকে শিল্প মন্ত্রী, কাউকে সমাজকল্যাণমন্ত্রী বানিয়ে দেশ সেবার সুযোগ করে দেই৷

আমরা যাই করি সবই এমনভাবে বিবেচনা করি যেন সেটা নিজের পক্ষে আসে৷ আর একারণেই সব কিছুই দেশের পক্ষে, দেশের মুখ উজ্বল করে এমন কিছুই আমরা করি৷ তবে বাস্তবতা হল, দেশের কি হল না হল নিজের স্বার্থ যেন উজ্বল হয় সেটাই আমরা বিবেচনা করি৷ স্বপ্রেমে মশগুল হয়ে দেশপ্রেমের ভান ধরি৷

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি জানেনে না বুঝি !
''কাষ্ঠের সাথে পিরিত করে লোহা ভাসে জলে''
তেমনি শেখ পরিবারের সাথে পিরিত করে রাজাকার হয় মুক্তিযোদ্ধা !

০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৫

প্রবাসী ভাবুক বলেছেন: চমৎকার উদাহরণ৷ তবে অবাক হলাম সামুর দ্বিচারিতা দেখেও! আমার এই পোস্টটি প্রথম পাতায় স্থান দেয় নাই৷ তারা মুখে বাকস্বাধীনতা বললেও বাস্তবে কতটুকু তা পোস্টটি থেকে৷

২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৬

ঢাকাবাসী বলেছেন: সামুর জান বাচান ফরজ কিনা তাই!

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৭

প্রবাসী ভাবুক বলেছেন: এটাইতো বাকস্বাধীনতা! ভয়ে চুপসে থাকার নামই বর্তমান বাকস্বাধীনতা৷

আপনাকে ধন্যবাদ ঢাকাবাসী ভাই

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৬

সচেতনহ্যাপী বলেছেন: নিজ স্বার্থে মশগুল হয়ে দেশপ্রেমের ভান ধরি৷।।অবাক পৃথিবী।।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪৬

প্রবাসী ভাবুক বলেছেন: জি, ভাই৷ দেশপ্রেমটা বেশিরভাগ ক্ষেত্রেই লোকদেখানো৷ মূল উদ্দেশ্য নিজ স্বার্থ রক্ষা করা৷

আপনাকে ধন্যবাদ সচেতনহ্যাপী ভাই

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৩

অগ্নি কল্লোল বলেছেন:
দূষণ আমাদের রক্তে।
দোষ
কাকে দিব?
আমিও যে একই রক্তের।
ব্যাক্তিকে ঘৃণা করতে পারি না।তাই ঘৃণা ঐ শব্দ গুলোর উপর যা দূষিত করছে আমাদের রক্ত।।।
সাবাশ বাংলাদেশ
এ পৃথিবী অবাক তাকিয়ে রয়
জ্বলে পুরে মরে ছাড়খার
তবু রাজাকারের নেই ক্ষয়।।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩০

প্রবাসী ভাবুক বলেছেন: মন্তব্যের উদ্যেশ্য পরিষ্কার বুঝলাম না৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.