নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Think Positive!

isanur.blogspot.com

ইসানুর

কিছু বলার নাই!আমার ইমেইল : isanur[at]gmail.comআমার বাংলা ব্লগ: isanur.blogspot.comআমার ইংরেজী ব্লগ: isanur.wordpress.comআমার টুইটার: twitter.com/isanur

ইসানুর › বিস্তারিত পোস্টঃ

ব্লগস্পটে এডসেন্স কোড কোথায়/কিভাবে পেস্ট করব? সাহয্য করুন প্লিজ!!

১০ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৪৩





কয়েকদিন আগে ব্লগস্পটে একটা একাউন্ট খুলছি। একাউন্ট সাজানো মোটামুটি কমপ্লিট হয়েছে। এখন এডসেন্স বসাইতে চাই। কিন্তু কোথায় কোড বসাবো/পেস্ট করব? কিছুই বুঝতেছিনা।



আগে শুনেছিলাম পেজ লেআউটে Add a Page Element নামে লিংক পাওয়া যাবে এবং ওখানে ক্লিক করলে একটি পপআপ উইন্ডোতে পেজ এলিমেন্ট গুলো দেখা যাবে। ওখানে HTML/JavaScript নামে একটি অপশন নাকি দেখা যাবে। সবশেষে এডড টু ব্লগ বাটনে ক্লিক কর্তে হবে। কিন্তু Layout >Page Elements এ যাওয়র পর "Add a Page Element" নামে কোন লিংক দেখতে পাচ্ছি না।



তবে Page Elements>Fonts and Colors >Edit HTML নামে একট অপশন দেখা যায়। ঐখানে কোড পেস্ট করলে এরার দেখা যায়।



আমার ব্যাক্তিগত ওয়েবসাইটে গতকাল গুগল এডসেন্স বসাইছি কোন সমস্যা ছাড়াই। কিন্তু ব্লগস্পটে পারতেছিনা । অভিজ্ঞরা একটু পরামর্শ দিন প্লিজ।



আমার ব্লগস্পট এড্রেস: http://isanur.blogspot.com

আমার ওয়েবসাইট : http://www.isanur.co.cc

আমার তৈরি একটি ওয়েব ডিরেক্টরি: http://www.webaddress.co.cc



মন্তব্য ৪৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:০৭

রূপক  বলেছেন: Add a gadget বাটনে ক্লিক করুন, তারপর সেখান থেকে AdSense গ্যাজেট টা এড করুন। এড করার সময় বিভিন্ন অপশন দেবে। সেখান থেকে নির্ধারন করুন কি ধরনের এড আপনি ব্লগে দেবেন। ব্যাস শেষ :)

আমার ব্যক্তিগত সাইট:

http://www.rupok.net/forum

http://www.rupok.net/blog

১০ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:১২

ইসানুর বলেছেন: ধন্যবাদ কিন্তু Add a gadget >AdSense গ্যাজেট টা এড করলে আমি কি রেভুনিউ পাবো?এক্ষেত্রে রেভুনিউ পাব না মনে হয় কারন যেহেতু এডগুলো আমার এডসেন্স কোড থেকে আসতেছেনা।

সঠিক বিষয় জানিনা। আরও জানলে বলুন।

২| ১০ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:১৬

ভেংচুক বলেছেন: ওরে ভাইডিরা, আহেন আমরা নিজেকে মধ্য সাইট গুলা শেয়ার করি , দুগা পয়সা কামাই,
যত বেশি মেম্বার তত ভালো হৈবেক

এখানে একটা চিটি পাটান
[email protected]

মেইলে আহেন, তারপর দুটো কতা কমু

১০ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:২০

ইসানুর বলেছেন: আচ্চা কিন্তু এখনই আমার এডসেন্স বিজ্ঞাপনে দয়া করে ক্লিক কইরেন না (নতুনতো)।

বেশি ক্লিক হইলে গুগল মামা আমারে প্যাদানি (ব্যান) দিবো ।

১০ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:২২

ইসানুর বলেছেন: ভেংচুক ভাই/বোন, আমার ইমেইল [email protected]

কি করব? মেইল দেন।

৩| ১০ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:২৫

রূপক  বলেছেন: হা হা হা :), অ্যাডসেন্স গুগলের নিজের জিনিস। তাছাড়া আপনি যেই গুগল একাউন্ট দিয়ে ব্লগস্পটে রেজিস্ট্রেশন করেছেন, সেই একাউন্ট দিয়েই যদি আপনি এডসেন্সে রেজিস্ট্রার করে থাকেন তাহলে কোন সমস্যা নাই। কারন গুগলের কাছে আপনার আইডেন্টিটি হিসেসে একটা পাবলিশার আইডি থাকে। তবে যদি আপনি এডসেন্সে, আপনার ব্লগার এ ব্যবহৃত গুগল একাউন্ট এর বদলে অন্য কোন গুগল একাউন্ট দিয়ে লগিন করেন তাহলে Switch to a different publisher ID কথাটি যেখানে আছে সেখানে ক্লিক করে প্রদত্ত নির্দেশাবলী অনুসরন করুন।

১০ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৩২

ইসানুর বলেছেন: রূপক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।

আসলে আমি এই লাইনে খুবই কাচা :(

১০ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৩৯

ইসানুর বলেছেন: তবে এক্ষেত্রে আমার ব্লগস্পটের জন্য আলাদা চ্যানেল (যেটা আলাদাভাবে ব্লগস্পটের রেভিনিউ দেখাবে ) করব কিভাবে?
যেহেতু আমি কয়েকটি ওয়েবসাইটে এডসেন্স বসাইছি।

৪| ১০ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:২৭

রূপক  বলেছেন: আপনার যদি ব্লগের জন্য আলাদা চ্যানেল থাকে তাহলে সেই চ্যানেল অনুযায়ী রিপোর্ট দেখতে পারবেন।



তাছাড়াও এডসেন্সে আরো অনেক ভাবে রিপোর্ট ফিল্টারিং করা যায়।

১০ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৩২

ইসানুর বলেছেন: ধন্যবাদ আপনাকে। ব্লগের জন্য আগে চ্যানেল করি নাই। এখন করলে কি হবে?

৫| ১০ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৩১

রূপক  বলেছেন: সবচেয়ে বেটার হয় এড বানানোর সময় আলাদা আলাদা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা চ্যানেল বানালে, তাহলে রিপোর্ট বুঝতে অনেক সুবিধা হয়।

১০ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৩৯

ইসানুর বলেছেন: ঠিক বলেছেন। আমার অন্যান্য ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা চ্যানেল বানাইছি। কিন্তু ব্লগস্পটের জন্যতো কোন এডই বানাইনাই তাই চ্যানেল বানাবো কিভাবে?

একটা এডসেন্স গ্যাজেট যুক্ত করছি। একটু দেখে আসুন।

http://isanur.blogspot.com/

৬| ১০ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৩৪

ভেংচুক বলেছেন: এতো ক্লিক করলে তো গুগল সন্দেহ করবোই , বিস্তারিত পরিকল্পনা মেইলে বলবো।
যদি পারেন, আরো দুই একজন যুগান

দেহি চুরি চামারি কিচু হয় কিনা

১০ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪১

ইসানুর বলেছেন: হা হা হা :)

৭| ১০ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৩৯

ভেংচুক বলেছেন: তুমিতো এ লেভেলে পড়?
এই সাইট টা মনে হয় তোমার দরকার হতে পারে

http://bdeconomy.blogspot.com/

১০ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪৩

ইসানুর বলেছেন: হ্যা, এ লেভেলে পড়ি।

সাইটটা দেখতেছি।

৮| ১০ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫১

ইসানুর বলেছেন: রূপক ভাইয়ের ব্লগে (এডসেন্সে) দুইটা ক্লিক করে আসলাম :)

৯| ১০ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩২

রূপক  বলেছেন: অনেক ধন্যবাদ, কিন্তু ভাই এভাবে ক্লিক করতে থাকলে তো দুই দিনের মধ্যে আমি ব্যান খাবো :(

আসলে আপনি হয়তো এডসেন্সে নতুন, তাই বিষয়গুলো জানেন না। এ্যাডে ফাকা ক্লিক থাকলে গুগল একাউন্ট ব্যান করে দেয়। এছাড়াও আরো অনেক বিষয় আছে।

ক্লিকের জন্য অনেক ধন্যবাদ কিন্তু একটু সাবধানে...আর আপাতত ক্লিক না করাই ভালো :)

১০ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০২

ইসানুর বলেছেন: রূপক ভাই, ১/২টা ক্লিক করলে গুগল কিছু করবেনা মনে হয়। ("আমার ব্লগে"র ওয়েবমাস্টারতো তাই বললো)

তবে বেশি ক্লিক করলে ব্যান করবে এটা জানি :)

১০| ১০ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩৮

রূপক  বলেছেন: আপনার ব্লগ টা দেখলাম। ভাই, একটা বড় ভুল করেছেন। কোন ভাবে গুগলের এ্যাডের অংশ ঢাকা পড়ে এমন কোন কিছু গুগল ভালো চোখে দেখে না, এমনকি একাউন্ট ব্লক পর্যন্ত করে দিতে পারে।

আপনি তো স্কয়ার এ্যাড দিয়েছেন, আপনি বরং ভার্টিক্যাল বাটন বা ভার্টিক্যাল ব্যানার শেইপের অ্যাড দিন।

আপনাকে একটা ভালো টিপস দেই, আপনি গুগল ডট কমে দিয়ে "এডসেন্স site:somewhereinblog.net" এই কথাটা লিখে এন্টার করুন। অনেকগুলো দরকারি পোষ্ট পাবেন। আশা করি কাজে লাগবে।

ঈদ মোবারক।

১০ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০৫

ইসানুর বলেছেন: রূপক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে বহুত কষ্ট দিলাম।

আপনাকেও ঈদের শভেচ্ছা :)

১০ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৯

ইসানুর বলেছেন: Add a gadget থেকে এডসেন্স বসানোর সময় এডের সাইজের(Height) পিরবর্তন করার অপশন ছাড়া আর কোন অপশন দেখতেছিনা।

আপতত এডসেন্স গ্যাজেট মুছে ফেললাম( ঠিকমত বসাইতে পারিনা বলে)।

পরে ভালভাবে জানার পর ট্রাই করব।

১১| ১০ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১৪

আন্ধার রাত বলেছেন:
একটু দেখুন এ্যাডে ক্লিক করে, দুইটা পয়সা যদি আসে ;)
http://www.allsylhet.blogspot.com/

[email protected]

১০ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০৯

ইসানুর বলেছেন: আপনার এডেও একটা ক্লিক করে আইছি :)

১২| ১০ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:১৩

ইসানুর বলেছেন: Page CTR ও Page eCPM দ্বারা কি বুঝায়?

১৩| ১০ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৫

আরিফ থেকে আনা বলেছেন: গুগল বাংলা ভাষার সাইট সাপোর্ট করেনা। তাই ব্লগস্পটের সাইটটাতে অ্যাড না বসালেই ভাল হবে

১০ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৩

ইসানুর বলেছেন: ধন্যবাদ আপনাকে। কিন্তু অনেকেতো ব্লগস্পটে এডসেন্স বসাইছে!!

১৪| ১০ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৬

রূপক  বলেছেন:

এখান থেকে অ্যাডের সাইজ পরিবর্তন করতে পারবেন।

সাইটের প্রাইমারী ল্যাংগুয়েজ বাংলা দেয়া না হলে, সাইটে যদি বাংলা কন্টেন্ট থাকে, তাহলে গুগল পাবলিক সার্ভিস অ্যাড দেখায়।

CTR = Click Through Rate ( এর মানে হল আপনার সাইটের ভিজিটরদের মধ্যে শতকরা কত জন ক্লিক করেছেন )

eCPM এর মানে হল প্রতি ১০০০ ইমপ্রেশনের বিপরীতে আপনি কত আয় করেছেন।

১০ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:১৫

ইসানুর বলেছেন: Add a gadget থেকে AdSense gadget যোগ করলে Configure Gadget অপশন আসে কিন্তু আপনার দেয়া স্ক্রিনশটের মত Configure Adsense অপশন আসেনা।

Configure Adsense অপশনটাই খুজে পচ্ছিনা !!

১৫| ১০ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০০

রূপক  বলেছেন: :| এটা তো হবার কথা না। Add a gadget থেকে AdSense gadget এর পাশের নীল প্লাস চিহ্ন টাতে ক্লিক করলেই তো উপরের উইন্ডোটা আসে...

আপনি বরং ব্রাউসার চেন্জ করে দেখেন, গুগোল ক্রোম দিয়ে ট্রাই করেন।

১৬| ১০ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০১

ইসানুর বলেছেন: সরি রূপক ভাই, আসলে আমি ক্লাসিক থিম ইউজ করতেছিলামনা । এই কারনে Adsense অপশন খুজে পচ্ছিলামনা। এখন ক্লাসিক থিমে ফিরে গেয়ে Adsense অপশন খুজে পাইছি।

অনেক ধন্যবাদ আপনাকে।

১৭| ১০ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৪

রূপক  বলেছেন: যাক..........

হ্যাপি ব্লগিং অন ব্লগার :)

১০ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৩

ইসানুর বলেছেন: ধন্যবাদ রূপক ভাই!

১৮| ১০ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৬

ইরতেজা বলেছেন: আপনার ব্লগস্পটের সাইটটা দারুন লেগেছে। আমি নিজেও ব্লগস্পটে সাইট খুলেছি। http://www.irtejaali.com/

১০ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২২

ইসানুর বলেছেন: ধন্যবাদ। আপনার ওয়েবসাইটও খুব ভাল।

১৯| ১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:০৫

রাশেদ বলেছেন: অ্যাডসেন্সের ব্যাপারে কোনো আইডিয়া নাই। ইউজ করি না আমি। :)

১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৬

ইসানুর বলেছেন: রাশেদ ভাই, আপনাকে ধন্যবাদ।

আপনার পরামর্শে কাজ হয়েছে।

২০| ১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩৬

আকাশনীল বলেছেন: হ্যাপি ব্লগিং অন ব্লগার :)

২০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৩০

ইসানুর বলেছেন: থ্যাংকু।

২১| ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৫

'লেনিন' বলেছেন: আপনি ক্লাসিক থিমে ফিরে গেছেন কিন্তু এডসেন্স ব্যবহার করতে ক্লাসিক থিম-এ যাবার কোনো প্রয়োজন নেই।

০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:২১

ইসানুর বলেছেন: 'লেনিন' ভাই, আমি একাধিক এডসেনস্স এড বসালে প্রথমটা বদে নতুনগুলোর এড শো করেনা। শুধু খালি জাগা দেখায়। সমস্যা কি?

২২| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৯

ছদ্মবেশী ভূত বলেছেন: ব্লগস্পট সাইটে এডসেন্স দেখানোর জন্য Add a gadget থেকে AdSense gadget যোগ করলে কোন সমস্যা হওয়ার কথা না। এটাতে আপনার একাউন্টেই টাকা যাবে যদি আপনি একই গুগোল একাউন্ট ব্যবহার করেন এবং এডসেন্স এর ড্যাশবোর্ডে আপনার সাইট যোগ করা থাকে। এছাড়া এডসেন্স থেকে সরাসরি এড Create করে সেটা Add Gadget থেকে HTML/Javascript Gadget যোগ করে সেখানে কোড বসাতে পারেন। আশা করি ব্লগস্পট সাইটে এডসেন্স দেখাতে আর সমস্যা হবে না।
আর আগে কোড বসালে ফাকা জায়গা দেখাতো, এখন দেখায় না। কারণ, বাংলা সাইটে এখন সাপোর্ট করে, যেটা আগে করত না।

২৩| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৫

ছদ্মবেশী ভূত বলেছেন: আরেকটা কথা, এডসেন্স একাউন্ট না থাকলে- বাংলা ব্লগস্পট সাইটে এডসেন্স এর জন্য আবেদন করে এপ্রুভ এডসেন্স পেতে পারেন। এজন্য কমপক্ষে ২০ টি পোস্ট এবং সাইটের বয়স ৬ মাস হতে হবে।

২৪| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৪৯

ভূত গোয়েন্দা বলেছেন: এখন এড কোড গুলা বসানো খুবি সহজ। লে আউট অপশন থেকে আপনি যেখানে এডসেন্স কোডটি বসাতে চান সেখানে এড এ গেজেট ক্লিক করে প্রথম অপশন এডসেন্স বসিয়ে নিন সেখানে থেকেই আপনি গুগলের দেওয়া ডিফল্ট সাইজ গুলা পাবেন। ভালো হয় রিসপন্সিভ এড কোড ইউজ করা। আমার বাংলা সাহিত্যপ্রেমী ব্লগে [url=http://bhootgoyenda.blogspot.com/]ভালোবাসার গল্প[/url] দেখতে পারেন কিভাবে আমি এড গুলা বাসাইছি।
আমার ব্লগ http://bhootgoyenda.blogspot.com

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.