নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার দেখা মাতৃভূমি

গ্রামীণ সমাজের বাস্তবতা আর অশ্লীলতার বিপক্ষে অবস্থান।

ময়নামতি

দেশ প্রেম ইমানের অঙ্গ

ময়নামতি › বিস্তারিত পোস্টঃ

কেমন হয় যদি আপনার মরিচ গাছে একসাথে পাঁচশত মরিচ ধরে, তাও একেকটি ছয় ইঞ্চি লাম্বা সারা বছর জুড়ে ।

২১ শে আগস্ট, ২০১১ রাত ৮:৩০



প্রথমে আসুন কোথায় পাবেন বীজ, দাম কত, কেমন করে চাষ করবেন।



চলে যান ঢাকার সিদ্দিক বাজারে মল্লিকা সীড কম্পানীতে ৫ গ্রাম (যমুনা) মরিচ কিনুন। দাম ২৫০ টাকা। এক গ্রামও আছে। মেয়াদ উত্তির্ণ কিনা দেখে নিন। নামধারী মালীক কম্পানীর এন, এস ১৭০১ ও কিনতে পারেন।

এখানে আপনার বাড়ীর আঙ্গিনায় বা ছাদে শোভাবর্ধনকারী অথবা আপনার বাৎসরিক চাহিদা মেটাতে পাঁচটি মরিচ গাছের উৎপাদন কৌশল বর্ননা করা হল।



প্রথমে বীজগুলী পত্রিকার উপর ছিটিয়ে ছয় ঘন্টা রোদে শুকান তারপর ছয় ঘন্টা ঠান্ডা করুন,

যেহেতু আপনি স্বল্প পরিসরে করবেন ২০/৩০ টি বীজ ৩০ ঘন্টা ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন,



তার পর একটি চটের বস্তাকে ভাল করে পানিতে ভিজিয়ে নিন, পানি থেকে উঠিয়ে ভাল করে ঝেড়ে নিন। তার পর চটের বস্তাকে চার ভাজে ভাজ করুন , দুভাঁজের মাঝ খানে বীজ গুলো ছিটিয়ে দিন।

কোন এক নিরাপদ জায়গায় রাখুন , পিপড়ার আক্রমন থেকে বাচার জন্য ভাঁজ করা বস্তার চার পাশে পিপড়ার ঔষধ ছিটিয়ে দিন।



তিন দিন পর বস্তার ভাঁজ উল্টালে দেখবেন বীজ গুলির অধিকাংশ এর অংকুর উদ্গম ঘটেছে।



দশটি ৪ইঞ্চি ও ৬ ইঞ্চি সাইজের পলি ব্যাগ সংগ্রহ করুন , দুই ভাগ মাটি ও এক ভাগ গোবর সার মিশ্রণ ঘটিয়ে ব্যাগ ভর্তি করুন। পলি ব্যাগের এক ইঞ্চি পরিমান যায়গা খালি রাখুন। অবশ্যই পলি ব্যাগ ছিদ্র যুক্ত হতে হবে নচেত নিজেই ছিদ্র করে দিন যাতে পানি জমে না থাকতে পারে।



এক মুষ্ঠি বালি , এক মুষ্ঠি শুকনো মাটি, এক মুষ্টি শুকনো গোবর সার মিশ্রণ ঘটিয়ে আলাদা করে রাখুন।

মাটি ভরাট পলি ব্যাগ গুলি সারি করে সাজিয়ে রাখুন , মাঝখানে দুটি করে বীজ ফেলুন , গোবরসার,বালি,মাটির মিশ্রণ দিয়ে আধা ইঞ্চি পুরত্ব করে ঢেকে দিন। হালকা পানি দিন, চটের বস্তা দিয়ে ঢেকে দিন , চারদিকে পিপড়ার ঔষধ ছিটিয়ে দিন। প্রয়োজনে চটের বস্তার উপর পানি দিন।



তিন চার দিন পর বস্তা উল্টিয়ে দেখুন মাটি ভেদ করে বীজের অংকুর উদগম ঘটেছে কিনা। দুটি অংকুরিত বীজের দুটি চারা হলে একটি নস্ট করে ফেলুন বা অন্যত্র সরিয়ে কাজে লাগান। মাঝে মাঝে পানি দিন রৌদ্রে রাখুন। ১৫ দিন অপেক্ষা করুন।



পাঁচটি বড় সাইজের টব নিন অথবা ১৫ লিটার পানি ধারন সম্পন্ন প্লাস্টিক বালটি নিন, নিচে একটি ছোট ছিদ্র করুন।

ছিদ্রের উপর দেড় ইঞ্চি সাইজের ইটের টুকরা দিন।

প্রতিটি টবের জন্য অর্ধেক দোয়াশ মাটি অর্ধেক শুকনো গোবর সার অথবা কম্পোস্ট সার দশ গ্রাম টি,এস,পি, দশ গ্রাম মিউরিয়েট অব পটাশ সার,চায়ের চামচে এক চামচ ইউরিয়া ভাল করে মিশিয়ে টব ভর্তি করে দশ দিন রেখে দিন।



বি:দ্র: রুটেন নামক শিকড় বর্ধনকারী একজাতীয় পাউডার পরিমান মত ব্যবহার করুন, মাটিগুলোকে শোধন করতে কড়াইয়ে রেখে ভেজে নিতে পারেন অথবা ফরমাল ডি হাইড দিয়ে শোধন করুন।



দশদিন পর প্রতি টবের মাটি বের করে উল্টিয়ে পাল্টিয়ে আবার ভরাট করুন , এক ইঞ্চি পরিমান খালি রাখুন।

এপর্যায়ে আপনার চারা বয়স ২৫ দিন অথবা ৩০ দিনের চারা রোপন উপযোগী হবে। অবশ্যই টবের নিচে ছিদ্রে এক টুকরা ইট দিয়ে ঢেকে দিন।



পলি ব্যাগ ব্লেড দিয়ে কেটে ফেলে দিয়ে , প্রতিটি টবে একটি করে সতেজ , শক্তিশালী চারা টবের মাঝখান বরাবর লাগিয়ে দিন এবং তিন ফুট উচ্চতা বিশিষ্ট একটি করে বাঁশের খুঁটি পুটে দিন। প্রয়োজন মত হালকা পানি সেচ দিন।

পলিব্যাগ কাটার সময় খেয়াল রাখতে হবে যাতে চারা গোড়া হতে মাটি সরে না যায়।



আস্তে আস্তে পরিচর্যা করুন। গরু ছাগলের পাশাপাশী মুরগীর আক্রমন হতে রক্ষা করুন , কারন মুরগী পাতা খেয়ে ফেলতে পারে।

গাছের সতেজতার উপর নির্ভর করে ইউরিয়া প্রয়োগ করতে হবে , এক্ষত্রে ইউরিয়া দ্রবণ দিতে পারেন ,

দেড় লিটার ¯স্প্রে মেশিনে এক টেবিল চামচ ইউরিয়া মিশিয়ে ¯স্প্রে করুন তবে মাটিতে প্রয়োগ করলে ভাল ফল পাওয়া যায় । গাছের গোড়া হতে ছয় ইঞ্চি দুরে টবের মাটি খুড়ে এক টেবিল চামচ ইউরিয়া ভাগ করে দিতে পারেন।

প্রয়োজনে লিবরেল জিংক ও লিবরেল বোরন নির্দেশনা অনুযায়ী দিতে পারেন। ভাল ফলাফল পাবেন।

মরিচ গাছে ফুল আসা আরম্ভ করলে হরমন প্রয়োগ করুন মেগডোনাল্ড কম্পানীর (এগনল) নামক হরমন নির্দেশনা অনুযায়ী দিন , তাতে ফুল ঝরা কমে যাবে ফুল ফলে পরিনত হবে।



মাঝে মাঝে পানি সেচ দিন , গাছের অবস্থা বুঝে পরিমান মত সার প্রয়োগ করুন। বাশেঁর খুটির সাথে গাছকে বেধে রাখুন। পোকা মাকড়ের আক্রমন হতে রক্ষা পেতে নগজ বা সুমিথিয়ন নির্দেশনা অনুযায়ী মাঝে মাঝে প্রয়োগ করুন।



বি:দ্র: দেশের উন্নয়নের জন্য প্রয়োজন কৃষি পেশায় শিক্ষিত নাগরিকের অংশগ্রহন।







মন্তব্য ২০৫ টি রেটিং +১০৪/-০

মন্তব্য (২০৫) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১১ রাত ৮:৩৭

এস এইচ খান বলেছেন: ভাল লেগেছে আপনার এ সুন্দর পোস্ট। ধন্যবাদ।

২১ শে আগস্ট, ২০১১ রাত ৯:৩৩

ময়নামতি বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

২| ২১ শে আগস্ট, ২০১১ রাত ৮:৩৯

সরল মানুষ বলেছেন: কাজের পোষ্ট :-B :-B



কেমন আছেন??

২১ শে আগস্ট, ২০১১ রাত ৯:৩৪

ময়নামতি বলেছেন: ভাল আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৩| ২১ শে আগস্ট, ২০১১ রাত ৮:৪১

নাহুয়াল মিথ বলেছেন: +

২১ শে আগস্ট, ২০১১ রাত ৯:৩৫

ময়নামতি বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৪| ২১ শে আগস্ট, ২০১১ রাত ৮:৫৫

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ভাল লাগল :)

২১ শে আগস্ট, ২০১১ রাত ৯:৪২

ময়নামতি বলেছেন: আপনার ভাল লাগায় অনুপ্রেরণা পেলাম।

৫| ২১ শে আগস্ট, ২০১১ রাত ৮:৫৫

মদন বলেছেন: আমি মরিচ চাষের জন্য মরিচ লাগানোর পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। :(
আল্লাহ জানে কপালে কি আছে? জীবনের প্রথম কৃষি কাজেই যদি ধরা খাই, তাইলে বিপদ :(

২১ শে আগস্ট, ২০১১ রাত ৯:৪৫

ময়নামতি বলেছেন: আসলে প্রাকৃতিক দুর্যোগের জন্য আল্লাহর সাহায্য চাওয়া ছাড়া কিছু করার নাই তার পরও মাটির বুনট যদি হালকা হয় , জৈব সারের পরিমান বেশী হয় তাহলে রক্ষা পাওয়া যায়।

ধন্যবাদ।

৬| ২১ শে আগস্ট, ২০১১ রাত ৮:৫৯

আমি সুফিয়ান বলেছেন: চমৎকার বর্ণনা, ভালো লাগলো। আপাতত প্রিয়তে, পরে হাতে কলমে করব।

২১ শে আগস্ট, ২০১১ রাত ৯:০১

ময়নামতি বলেছেন: আপনাদের সুবিদার্থে সহজ সরল বর্ননা করলাম।

ধন্যবাদ।

৭| ২১ শে আগস্ট, ২০১১ রাত ৯:০১

মুসাফির... বলেছেন: হায়রে প্রিয় কাঁচা মরিচ.... পোস্ট ভাল লেগেছে..ট্রাই করতে হবে ইনশাআল্লাহ্..

২১ শে আগস্ট, ২০১১ রাত ৯:৪৭

ময়নামতি বলেছেন: কাঁচা মরিচের গুণাগুণ অতুলনীয়।
ধন্যবাদ।

৮| ২১ শে আগস্ট, ২০১১ রাত ৯:০৫

মারুফ৫৭১ বলেছেন: ভাল পোস্ট...ধন্যবাদ...

২১ শে আগস্ট, ২০১১ রাত ৯:৫০

ময়নামতি বলেছেন: অনুপ্রেরণাদায়ক ভাল মতামত।
ধন্যবাদ।

৯| ২১ শে আগস্ট, ২০১১ রাত ৯:০৬

মাহমুদ... বলেছেন: এ রকম অনেক লেখা চাই। দারুন!!!

২১ শে আগস্ট, ২০১১ রাত ৯:৫৩

ময়নামতি বলেছেন: ভাইজান সামনে হাইব্রীড টমেটো চাষের উপর একটি লেখা দেব।

মতামত প্রদানের জন্য ধন্যবাদ।

১০| ২১ শে আগস্ট, ২০১১ রাত ৯:০৬

ফলে পরিচয় বলেছেন: কেউ মরিচ নিয়ে কিছু বললেই আমার শুধু সাদা মরিচের কথা মনে হয়। যখন ছোট ছিলাম তখন বাসায় একটা মরিচ গাছ ছিল। মরিচগুলো সাদা রঙের এবং মিনি সাইজের।খেতে মারাত্মক ঝাল। আর প্রচুর মরিচ হত। আমি এতটুকুই জানি। আপনি কি এই টাইপের সাদা মরিচ সম্পর্কে বিস্তারিত কিছু জানেন?? জানালে একটু উপকৃত হতাম।

পোস্ট ভালো লাগল।+++++++

২১ শে আগস্ট, ২০১১ রাত ৯:৫৫

ময়নামতি বলেছেন: আমাদের গ্রাম গঞ্জে এধরনের মরিচ গাছ দেখতে পাওয়া যায় প্রচুর ঝাল।

ধন্যবাদ।

১১| ২১ শে আগস্ট, ২০১১ রাত ৯:১১

স্বাধীন শোয়েব বলেছেন: ami chadey kumra, korolla, potol lagate cai.......plz instruction cai....

২১ শে আগস্ট, ২০১১ রাত ৯:৫৭

ময়নামতি বলেছেন: স্বল্প পরিসরে এগুলো চাষ করা কষ্টকর।

ধন্যবাদ।

১২| ২১ শে আগস্ট, ২০১১ রাত ৯:১৪

এ হেলাল খান বলেছেন:
কাজের পোষ্ট। এ ধরনের পোষ্ট আরো বেশী বেশী চাই। লেখককে ধন্যবাদ।

২১ শে আগস্ট, ২০১১ রাত ৯:৫৮

ময়নামতি বলেছেন: আপনার অনুপ্রেরণা আগামী দিনে আমার এ বিষয়ে লেখার সাহসিকতা বাড়াবে।

ধন্যবাদ।

১৩| ২১ শে আগস্ট, ২০১১ রাত ৯:২৪

৪২০ বলেছেন: দারুন প্রিয়তে নিলাম

২১ শে আগস্ট, ২০১১ রাত ১০:১০

ময়নামতি বলেছেন: আপনিও প্রিয় হয়ে রইলেন।

১৪| ২১ শে আগস্ট, ২০১১ রাত ৯:৩৬

কান্টি টুটুল বলেছেন: ভাই ক্যাপসিক্যাম এর উপর লেখা চাই,+++

২১ শে আগস্ট, ২০১১ রাত ১০:১২

ময়নামতি বলেছেন: পরবর্তি পর্বে হাইব্রীড ক্যাপসিক্যামের উপর একটি লেখা দিব তবে এই পদ্ধতিও অনুসরন করতে পারেন।
ধন্যবাদ।

১৫| ২১ শে আগস্ট, ২০১১ রাত ৯:৩৭

সায়েম মুন বলেছেন: এরকম হলে বাজারে কষ্ট করে আর মরিচ কিনতে হবে না। এক মরিচ দিয়েই বোধয় তরকারীর একপদ হয়ে যাবে।

২১ শে আগস্ট, ২০১১ রাত ১০:১৪

ময়নামতি বলেছেন: যদি তিনটি মরিচ গাছ করতে পারেন তবে ছোট একটা পরিবারের চাহিদা মিটতে পারে।

ধন্যবাদ।

১৬| ২১ শে আগস্ট, ২০১১ রাত ৯:৪৩

স্বপ্নবিলাসী আমি বলেছেন: পিরিওতে নিলাম!!! :D

২১ শে আগস্ট, ২০১১ রাত ১০:১৫

ময়নামতি বলেছেন: ধন্যবাদ আপনিও প্রিযতে।

১৭| ২১ শে আগস্ট, ২০১১ রাত ১০:১১

লাভ ভাই বলেছেন: ভাল লেগেছে আপনার এ সুন্দর পোস্ট। ধন্যবাদ। :-B :-B :-B :-B :-B

২১ শে আগস্ট, ২০১১ রাত ১০:১৭

ময়নামতি বলেছেন: ধন্যবাদ আপনার অনুপ্রেরণাদায়ক মতামতের জন্য।

১৮| ২২ শে আগস্ট, ২০১১ রাত ১২:০৭

সুইট টর্চার বলেছেন: চমৎকার পোস্ট। ধন্যবাদ আপনাকে।

২২ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:২৪

ময়নামতি বলেছেন: আপনার মতামত আমার লেখার অনুপ্রেরণা দান করবে।
ধন্যবাদ।

১৯| ২২ শে আগস্ট, ২০১১ রাত ১২:১৯

শারমিন আসমা বলেছেন: চমৎকার! প্রিয়তে নিলাম, চেষ্টা করে দেখব। আমার ধৈর্য খুবই কম :(

২২ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:২৫

ময়নামতি বলেছেন: সিসটার আপনিও প্রিয়তে থাকলেন।

ধন্যবাদ।

২০| ২২ শে আগস্ট, ২০১১ ভোর ৬:১১

নাআমি বলেছেন: খুবই দরকারী পোস্ট ! নিয়ে গেলাম সাথে করে।

অনেক ধন্যবাদ।

২২ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:২৬

ময়নামতি বলেছেন: আপনার যদি উপকার হয় তাহলে আমি ধন্য হব।
ধন্যবাদ।

২১| ২২ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:১৪

Observer বলেছেন: এই মরিচ গাছ বাড়িতে না লাগালে জীবন বৃথা।
দারুণ একটি পোস্টের জন্য ধন্যবাদ।

২২ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:২৭

ময়নামতি বলেছেন: অবশ্যই চেষ্টা করবেন যা আপনার পারিবারিক চাহিদা মেটাতে সাহায্য করবে।
ধন্যবাদ।

২২| ২৫ শে আগস্ট, ২০১১ রাত ১১:৩০

জিসান শা ইকরাম বলেছেন:
ভালো পোষ্ট।
এটা সৌখিন বা পেশাদারী দুধরনের মানুষের জন্য কাজে লাগবে :)

২৬ শে আগস্ট, ২০১১ সকাল ১০:১৩

ময়নামতি বলেছেন: জিসান ভাই মরিচ চাষে একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে আশা করি।

২৬ শে আগস্ট, ২০১১ সকাল ১০:১৩

ময়নামতি বলেছেন: জিসান ভাই মরিচ চাষে একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে আশা করি।

২৩| ২৫ শে আগস্ট, ২০১১ রাত ১১:৩২

সাকিন উল আলম ইভান বলেছেন: কাজের পোষ্ট :)

২৬ শে আগস্ট, ২০১১ সকাল ১০:১২

ময়নামতি বলেছেন: ধন্যবাদ কেমন আছেন।

২৪| ২৬ শে আগস্ট, ২০১১ সকাল ১০:১৭

মুখোশে ঢাকা আমি মুকিত বলেছেন: খুব দরকারি পোস্ট। কাজে দেবে অনেক।

২৬ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:২৯

ময়নামতি বলেছেন: ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামতের জন্য।

২৫| ২৬ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:০৮

মাসুদ চৌধুরী বলেছেন: ভালা পোস্ট দিচেন মিয়াভাই,,,,,,,

২৬ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:৩১

ময়নামতি বলেছেন: আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই।

২৬| ২৬ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:৪৮

গ্রামের মানুষ বলেছেন:
চমৎকার পোষ্ট! ঝাল ঝাল!!

২৬ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:৩৩

ময়নামতি বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য।

২৭| ২৬ শে আগস্ট, ২০১১ দুপুর ১:২১

আইরিন সুলতানা বলেছেন: এটা তো কেবল মরিচ না ! মরিচ লতা মনে হচ্ছে!

২৬ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:৩৫

ময়নামতি বলেছেন: সিসটার আপনাকে অসংখ্য ধন্যবাদ , আপনি চেষ্টা করে দেখতে পারেন আশা করি ভাল ফলাফল পাবেন।

২৮| ২৬ শে আগস্ট, ২০১১ দুপুর ১:৪৩

জোনাকি বলেছেন: ওরে.....কত্তো মরিচ রেএএএএএএএএএএএএএএএএএএ....পোষ্টটা প্রিয় পোষ্টে এড করলাম :)

২৬ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:৩৬

ময়নামতি বলেছেন: ধন্যবাদ প্রিয়তে রাখার জন্য।

২৯| ২৬ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:০৮

সপ্নীল বলেছেন: sorasori priote nilam. onek dhonnobad. amar nijer 3 ta morchi gach ache tobe e jater na. amar hocche baranda bagan, puishak gach o ache kichu, morch o dhoreche 5-7 ta.

onek dhonobad sundor r kajer post debar jonno.

২৬ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:১৭

ময়নামতি বলেছেন: ধন্যবাদ এভাবে ট্রাই করে দেখুন।

৩০| ২৬ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:২৪

সপ্নীল বলেছেন: vai, icche thakleo parbo na try korte karon thaki desher baire. tobe deshe asle hoyto biij niye asbo asa korchi. abaro dhonnobad apnake

২৬ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:২৮

ময়নামতি বলেছেন: দেশের বাইরে থেকেও আপনি দেশের চাষাবাদে একটি বিপ্লব কামনা করেন তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৩১| ২৬ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:৪০

কাঙাল বলেছেন: সরাসরি প্রিয়তে। আচ্ছা আপনি অনেককে সিস্টার বলছেন এখানে। সিস্টার না বলে আপু বললে অসুবিধা কি?

ধন্যবাদ লেখাটার জন্য

২৬ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:৫৫

ময়নামতি বলেছেন: ধন্যবাদ প্রিয়তে রাখার জন্য,

আসলে সম্মানের সহিতই আমার বোনদের এমন সম্বোধন করি। আর্শয্য হই সেখানে কোন পুরুষ ব্লগার মেয়েদের নামে ব্লগিং করে!

শুভকামনা সকল সময়ের জন্য।

৩২| ২৯ শে আগস্ট, ২০১১ দুপুর ২:৫০

মোরশেদ পারভেজ বলেছেন: কুরিয়ার যোগে বীজ পাবার কোনো উপায় আছে? আমি সিলেট থাকি।

২৯ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:৪৮

ময়নামতি বলেছেন: না ভাইজান আমি একজন লেখক মাত্র যা শেয়ার করলাম। ধন্যবাদ।

৩৩| ২৯ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:৪৪

জামিনদার বলেছেন: হা হা হা মরিচের পোস্ট দিয়ে ব্যপক আলোড়ন সৃষ্টি করছেন দেখি ভাই।

২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৩১

ময়নামতি বলেছেন: তাইতো ভাই বেডাটাও মনে হয় মরিচের গাট্রি নিয়া কই যেন যাইতাছে........................
ধন্যবাদ।

৩৪| ২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৪২

লেডি বার্ড বলেছেন:

এক গাছে এত মরিচ! :-*

২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৪৭

ময়নামতি বলেছেন: একেবারে সম্পুর্ন বাস্তব , আমার লেখা অনুযায়ী ট্রাই করে দেখেন আশা করি ভাল ফলাফল পাবেন।

ধন্যবাদ।

৩৫| ২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৪৯

মিঠাপুর বলেছেন: দারুন ভাই ---















মরিচ ভাল পাই =---- আমার তো মাঝে মাঝে মরিচের জুস বানাইয়া খাইতে ইচ্ছা করে-----তয় এখন কার মরিচে আর আগের মত ঝাল নাই--

২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৫৯

ময়নামতি বলেছেন: পরিমান গত দিক দিয়ে এ মরিচগুলোরও ঝাল তুলনামূলক মোটামোটি, আপনি এটা ট্রাই করে দেখতে পারেন আশা করি ভাল করবেন।

ধন্যবাদ।

৩৬| ২৯ শে আগস্ট, ২০১১ রাত ৮:১৩

এবিসি১০ বলেছেন: প্রিয়তে। দেখি গ্রামের বাড়িতে চাষ করতে হবে মরিচ।

২৯ শে আগস্ট, ২০১১ রাত ৮:২৯

ময়নামতি বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য , চাষ করে দেখতে পারেন আশা করি ভাল ফলাফল পাবেন।

৩৭| ২৯ শে আগস্ট, ২০১১ রাত ৮:২৮

ময়নামতি বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য , চাষ করে দেখতে পারেন আশা করি ভাল ফলাফল পাবেন।

০৬ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:০৩

ময়নামতি বলেছেন: ধন্যবাদ।

৩৮| ২৯ শে আগস্ট, ২০১১ রাত ৮:৩৪

রকিং মিঠু বলেছেন: এখন মরিচের যেই দাম তাতে এই মরিচ লাগানো বাধ্যতামূলক

২৯ শে আগস্ট, ২০১১ রাত ৮:৫৩

ময়নামতি বলেছেন: বাড়ীর শোভাবর্ধনকারী অথবা পারিবারিক চাহিদা মেটাতে পারে ধন্যবা।

৩৯| ২৯ শে আগস্ট, ২০১১ রাত ৮:৩৭

রকিং মিঠু বলেছেন: ছয় ইঞ্চি লম্বা মরিচ OMG :(( :(( :((


ছোট মরিচ খাইতে জান বাইর হইয়া যায়..............আর ছয় ইঞ্চি লম্বা মরিচ!!!!!!!

২৯ শে আগস্ট, ২০১১ রাত ৮:৫৪

ময়নামতি বলেছেন: দেখতেও ভাল ধন্যবাদ।

৪০| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ৯:৪৮

ফাইরুজ বলেছেন: আমি পুরা মুগ্ধ এত চমত্‍কার মরিচ দেখে। ঈদ মোবারক ভাইয়া।

৩০ শে আগস্ট, ২০১১ রাত ১০:০১

ময়নামতি বলেছেন: ধন্যবাদ।

৪১| ৩১ শে আগস্ট, ২০১১ সকাল ১১:০৮

জাকিয়া তানজিম বলেছেন: আমি তো মরিচ পাগল ! ভাল লাগলো লেখাটা। কাজে লাগবে আশা করি।

ঈদ মোবারক!

৩১ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:৪৪

ময়নামতি বলেছেন: সিসটার এখন থেকে মরিচ পাগল হলে চলবে না মরিচ গাছ পাগল হতে হবে।

ঈদ মোবারক।

৪২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:১৭

মনিরুল ইসলাম বাবু বলেছেন:
যদিও হয়েছে দেরি, কেটে গেছে গোটা দুয়েক দিন,
তবুও ঈদের অকৃত্রিম শুভেচ্ছা নিন;

দারুণ বিষয় শেয়ার করেছেন ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:২৫

ময়নামতি বলেছেন: ধন্যবাদ বাবু ভাই ঈদের শুভেচ্ছা রইল।

৪৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:৩৩

জাহিদুল হাসান বলেছেন: আপনার বর্ননা অনুযায়ী চেষ্টা করবো। সরসরি কৃষি জমিতে এর ফলন কেমন হবে ? আর কোন নিদৃষ্ট সিজন আছে এই মরিচের ?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:০৮

ময়নামতি বলেছেন: ধন্যবাদ আসলে এটি সরাসরি কৃষি জমিতে চাষ করার মত ফসল এটি , ব্লগের চাহিদা অনুযায়ী পাঁচটি গাছে সিমাবদ্ধ রেখেছি,
জমিতে করলে এটি আড়াই ফুট আড়াআড়ী রোপন করতে হবে এটি সারা বছর চাষযোগ্য ।

ধন্যবাদ ভাল থাকবেন।

৪৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:২৪

কাগজের পাতা বলেছেন: অসাধারন ভাল লাগা ধন্যবাদ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:০৪

ময়নামতি বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

৪৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৩৭

তিতা করোলা বলেছেন: বাসার মরিচ গাছগুলাতে সাদা সাদা ছএাক এর আক্রমন হয়। কি করলে ছএাক থেকে বাচা ্যাবে?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৪১

ময়নামতি বলেছেন: ধন্যবাদ প্রথমে পোকা নাশক নগজ স্প্রে করুন নির্দেশনা অনুয়ায়ী ।
তার ছত্রাক দমনের জন্য কার্বেন্ডাজিম ও মেটালেক্সিল গ্রুপের (ম্যাকডোনাল্ড) কম্পানীর নো ইন ব্যবহার করুন।
ধন্যবাদ।

৪৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৩২

রেজোওয়ানা বলেছেন: আমি আমার ছাদের টবে মাঝে মাঝে মরিচ গাছ লাগাই, তবে এই প্রজাতিটা কখনো লাগাইনি। আর একটা সমস্যা হয়, গাছ লাগালাম, মরিচও ধরে, কিন্তু তারপর পাতায় সাদা সাদা একরমক পোকা হয় আর পিপড়া গাছ খেয়ে ফেলে! এটার সমাধান কি বলেন তো?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৫২

ময়নামতি বলেছেন: সিসটার টবের চারপাশে সেভিন পাউডার ছিটিয়ে রাখুন, এগনল নামক হরমোন ব্যবহার করুন।

ধন্যবাদ প্রথমে পোকা নাশক নগজ স্প্রে করুন নির্দেশনা অনুয়ায়ী ।
তার ছত্রাক দমনের জন্য কার্বেন্ডাজিম ও মেটালেক্সিল গ্রুপের (ম্যাকডোনাল্ড) কম্পানীর নো ইন ব্যবহার করুন।
ধন্যবাদ।

৪৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:০৩

সুরঞ্জনা বলেছেন: রেজোয়ানার মত সমস্যা আমার মরিচ গাছেও। পোস্টটি প্রিয়তে নিলাম চেষ্টা করে দেখবো।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৪০

ময়নামতি বলেছেন: লেখক বলেছেন: সিসটার টবের চারপাশে সেভিন পাউডার ছিটিয়ে রাখুন, এগনল নামক হরমোন ব্যবহার করুন।

ধন্যবাদ প্রথমে পোকা নাশক নগজ স্প্রে করুন নির্দেশনা অনুয়ায়ী ।
তার ছত্রাক দমনের জন্য কার্বেন্ডাজিম ও মেটালেক্সিল গ্রুপের (ম্যাকডোনাল্ড) কম্পানীর নো ইন ব্যবহার করুন।
ধন্যবাদ।

সিসটারকে অসংখ্য ধন্যবাদ আমার লেখা পড়বার জন্য।

৪৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:১২

ইউনুস খান বলেছেন: অসাধারণ পোস্ট। প্রিয়তে রেখে দিলাম।

ঢাকার সিদ্দিক বাজার কোথায়? আমি বাণিজ্যিকভাবে আমার গ্রামে চাষ করতে চাচ্ছি। আরো কোন পরামর্শ থাকলে দিয়ে বাধিত করবেন ভাই।

০৫ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৮:৩৪

ময়নামতি বলেছেন: ধন্যবাদ ইউনুস ভাই আপনি বাণিজ্যিক ভাবে চাষ করলে এন, এস ১৭০১ জাতের মরিচ করবেন এটি তিন ফুট্ উচু হবে প্রচুর ফলন, আর নিয়ম গুলো ফলো করবেন।

ধন্যবাদ।

৪৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২৫

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন:
আপনার প্রচেস্টাকে সাধুবাদ জানাই । অবশ্যই চেস্টা করব, আমার বাসার ছাদে অনেক গাছ / টব আছে । মিশন মরিচ ইনিশিয়েটিং !

০৫ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:২৬

ময়নামতি বলেছেন: ধন্যবাদ আপনার ভাল লাগার জন্য, ছাদে এবং টবে এগুলি ভাল ফলাফল দেবে আশা করি।

৫০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:০৮

রাশমী বলেছেন: ভাইয়া আমিও মরিচ গাছ লাগিয়েছিলাম কিন্তু সেই গাছে সাদা ফুল এসে আবার ঝরে গিয়েছিল, পরে গাছ টাও মরে গেল।:( পাতা গুলো ফুটো হয়ে হয়ে এমন হয়েছিলো। আর ৫ম তলায় থাকি আমি ভেবেছি যে মাটির চেয়ে অনেক উপরে তাই এমন হল। ভাল লাগলো আপনার এই পোস্ট!

০৯ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:২০

ময়নামতি বলেছেন: ধন্যবাদ আপনাকে লেখাটি পড়বার জন্য।

আসলে দেখুন এক শতাংশ জায়গায় কোন ফসল চাষাবাদ করা আর দু একটি টবে করার পার্থক্য অনেক আর সিস্টেমেটিক,
মাটি, পরিবেশ, আলো এ তিনটি চাষাবাদের পরিপুরক এর কোন টির যদি তারতম্য ঘটে তাহলে উৎপাদন ব্যাহত হবে,
সারের পরিমান আমার এখানে যা সাজেস্ট করা আছে সে ভাবে করবেন,
ফুল ঝঁড়ে যাওয়ার জন্য উল্লেখিত হরমন দিবেন, গাছের অবস্থা বুঝে ইউরিয়া দিবেন।

ধন্যবাদ।

৫১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ২:৩৪

রাষ্ট্রপ্রধান বলেছেন: ঝাল কিমুন B:-) B:-)

০৯ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:২২

ময়নামতি বলেছেন: ঝাল মোটামোটি তবে কোন অংশে কম নয়,

বিগ ব্লগারের আগমনে ধন্য হল আমার ব্লগ.............................................

আসসালামু আলাইকুম্।

৫২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:১২

শিপু ভাই বলেছেন: অসম্ভব ভাল লাগল পোস্টটা।
প্রিয়তে রাখলাম।


দেশের উন্নয়নের জন্য প্রয়োজন কৃষি পেশায় শিক্ষিত নাগরিকের অংশগ্রহন।
১০০০% সহমত।

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

০৯ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:২৩

ময়নামতি বলেছেন: ধন্যবাদ শিপুভাই কেমন আছেন।

৫৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৩৩

জুন বলেছেন: প্রিয়তে নিলাম ময়নামতি ভাই। আচ্ছা এটার চারা কি কোথাও কিনতে পাওয়া যায় ??
কাঁচা মরিচ ছাড়া আমার একদিনও চলে না :(

১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৫০

ময়নামতি বলেছেন: না সিসটার এটার চারা পাওয়া যায় না হাইব্রীড প্রজাতির কিনা তাই এগুলো মূলত একটু রিক্স চারা করতে আপি যে ভাবে সুপারিশ করেছি সেভাবে একটু চেষ্টা করুন আশা করি ভাল ফলাফল পাবেন।

ধন্যবাদ।

৫৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৫৭

শত রুপা বলেছেন:
বেশ ঝাল!:)

১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৫১

ময়নামতি বলেছেন: ধন্যবাদ আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসবার জন্য।

৫৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:৩০

সুপান্থ সুরাহী বলেছেন:
নজরুল ভাই কেমনাছেন...

মরিচের চাষ কি আপনি করেন...?


একটা ভাল পোস্ট ও কাজের পোস্ট...


প্রিয়তে রাখলাম...

১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:২৯

ময়নামতি বলেছেন: কেমন আছেন ভাই ,এই মরিচের চাষ একবার করেছিলাম এবং ভাল ফলাফল পেয়েছিলাম তাই শেয়ার করলাম।
ধন্যবাদ।

৫৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:৪২

জুল ভার্ন বলেছেন: নজরুল ভাই, এই মরিচ গাছের একটা চারা গাছ চাইই চাই। আমাকে একটা চার দিলেই হবে, আমি চারা লাগাবো, মরিচ ধরবে, পাকবে-সেই মরিচের বিচিতে বীজতলা বানাবো। কথা দিচ্ছি-আপনার এই পোস্ট পড়ে যারা যারা চারা চেয়েছে আমিই তাঁদের সবাইকে চারা করে দেবো।

২১ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:৩০

ময়নামতি বলেছেন: আপনার প্রচেস্টা সফল হউক ।

ধন্যবাদ।

৫৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:৩৭

বৃস্টি বলেছেন: সিদ্দিক বাজারটা ঢাকার কোথায় ?

মৌচাক/ মালিবাগের আশে পাশে কোনো নার্সারীর ঠিকানা জানা থাকলে শেয়ার করুন দয়া করে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:৫৯

ময়নামতি বলেছেন: এটি গুলিস্তানের ফুলবাড়ীয়া বাসস্টেন্ড এর পাশে এখানে বাংলাদেশের সর্ববৃহত বীজমার্কেট,

আর এগুলি কোন নার্সারীতে পাবেন না আপনাকে নিজেই আমার নির্দেশনা মোতাবেক করতে হবে।

ধন্যবাদ।

৫৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:৪৭

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: দারুন পোষ্টতো



প্রিয়তে

১২ ই অক্টোবর, ২০১১ সকাল ১০:১৮

ময়নামতি বলেছেন: ধন্যবাদ।

৫৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৫

মুদ্রা সংগ্রাহক বলেছেন: মরিচে ঝাল কেমুন ? ? ?

১৩ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৭

ময়নামতি বলেছেন: মোটামোটি ভাল কমও নয় বেশীও নয়।
ধন্যবাদ।

৬০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:১৮

অগ্নির বলেছেন: মরিচ আমার খুবই প্রিয় ফল । কিন্তু চাষ করার মত জায়গাও নাই এসব মাটিও জোগাড় করতে পারবনা । :(

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৮:০৯

ময়নামতি বলেছেন: কখনো আল্লাহপাক ব্যবস্থা করে দিতেও পারে তখন করবেন।

ধন্যবাদ।

৬১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৬

পুরাতন বলেছেন: দারুন পোষ্ট, সুযোগ পেলে করব :)

৫৩+

১৯ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫২

ময়নামতি বলেছেন: ধন্যবাদ।

৬২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০১

স্বল্পজ্ঞানী বলেছেন: মরিচ এবার ২০০০ টাকা মণ ছিল। আগে যদি এই পোস্ট পেতাম তাইলে তো মরিচ লাগিয়ে লাল করে দিতাম।

১৯ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩০

ময়নামতি বলেছেন: ধন্যবাদ।

৬৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ২:৩৪

শিশিরের বিন্দু বলেছেন: এই সার তারপর মাটি কোথায় পাবো?

দারুন পোস্ট। প্রিয়তে রাখলাম। সময় পেলেই ছাদে একবার চেষ্টা করা যেতে পারে। ওহ ভালো কথা রোদ সহ্য করতে পারবে তো?

ছাদে যা রোদ। :(

২১ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:১৮

ময়নামতি বলেছেন: সবই পাবেন আর রোদ সহ্য করতে না পারলে তো গাছই হবে না। ধন্যবাদ।

৬৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ৭:৪২

ময়নামতি বলেছেন: সবই পাবেন আর রোদ সহ্য করতে না পারলে তো গাছই হবে না। ধন্যবাদ।

০১ লা জানুয়ারি, ২০১২ সকাল ১০:৩৩

ময়নামতি বলেছেন: ধন্যবাদ।

৬৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৩২

সোহেল সি এস ই বলেছেন: ++++

২৬ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৩৭

ময়নামতি বলেছেন: অনেক ধন্যবাদ।

৬৬| ০৫ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:৩৫

যাযাবরমন বলেছেন: শোকেসে

০৫ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:৪৩

ময়নামতি বলেছেন: ধন্যবাদ।

৬৭| ০৫ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:০০

এস.কে.ফয়সাল আলম বলেছেন: প্রিয়তে রাখলাম আপাতত। ভাবছি সামনে ঈদে বাড়ি যাবার সময় এই বীজ কিনে নিয়ে যাব।

এই ধরনের পোষ্ট আসলেই ব্লগের শ্রী বৃদ্ধি করে।

১৫ ই অক্টোবর, ২০১১ সকাল ৯:৩৬

ময়নামতি বলেছেন: ধন্যবাদ।

৬৮| ০৮ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৫১

এবার তোরা মানুষ হ বলেছেন: ভাই আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই ,,খুব দরকার.।কোনো উপায় আছে কি ?

০৮ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:০৪

ময়নামতি বলেছেন: ধন্যবাদ, কি জন্য বললে যোগাযোগ হবে সমস্যা কি...........................

৬৯| ১১ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:৩২

এবার তোরা মানুষ হ বলেছেন: ভাই আমার খুব ইচ্ছা আমি চাষাবাদ করবো বড় আকারে .এজন্য আপনার সাহায্য দরকার.আর ক্যাপসিকাম চাষের বিস্তারিত জানালে খুশি হতাম

২৬ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:৩০

ময়নামতি বলেছেন: ক্যাপসিকামের উপর একটি পোস্ট দেব আশা করি।
ধন্যবাদ।

৭০| ১১ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:৫৯

েমেেঘলা আকাশ বলেছেন: দারুন পোষ্ট সহজ-সরল বিবরণ দেখে মরিচ চাষ করতে ইচছা হচেছ....মনে হয় রোজার একমাস আগে এই project হাতে নেয়া ভালো..। :D :D :D...।রোজায় মরিচের ঝালের চেয়ে দামের ঝালই বেশী হয়... =p~ =p~ =p~ =p~

২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৫৭

ময়নামতি বলেছেন: ধন্যবাদ।

৭১| ১২ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:৪৭

জাওয়াদ তাহমিদ বলেছেন: জটিল ত। আমিও বাসার ছাদে করি অল্প সল্প। তবে এত বড় বড় মরিচ না। আমার মরিচ গুলা ২-৩ ইঞ্চি হয়। তয় আপ্নের গুলা জোস। পিলাচ নেন +++

১৩ ই অক্টোবর, ২০১১ সকাল ৭:৪০

ময়নামতি বলেছেন: ধন্যবাদ।

৭২| ২৪ শে অক্টোবর, ২০১১ সকাল ১১:৩২

চতুষ্কোণ বলেছেন: বেশ বড় একটা কমেন্ট করেছিলাম। হারিয়ে গেল। যাই হোক অসাধারণ পোষ্ট। ঢাকা গেলে অবশ্যই জোগাড়ের চেষ্টা করব। নিয়ে গেলাম পোস্টটি।

৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:১১

ময়নামতি বলেছেন: ধন্যবাদ আপনার ভাল লাগার জন্য।

ভাল থাকবেন।

৭৩| ২৩ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:৫৮

ইশাতের দুনিয়া বলেছেন: করব নাকি শুরু আজকে থেকে মরিচ চাষ......

মরিচের একটি কৌতুক:

আগের (১৯৯০-১৯৯৯) দিনের হাইজাকার পথে থামিয়ে নিত হাতঘড়ি, মানিব্যাগ ইত্যাদি। মধ্যযুগের (২০০০ - ২০১০) হাইজাকার নেয় মোবাইল, ল্যাপটপ, গয়না আর এখন কাচা মরিচের এত দাম...., বাজার থেকে ফেরার সময় অন্য সব বাদ দিয়ে কাচা মরিচ হাইজ্যাক করে।

০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ৮:১৯

ময়নামতি বলেছেন: ভাই আপনি হাসালেন , ধন্যবাদ।

৭৪| ০১ লা ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৪৯

সজল৯৫ বলেছেন:

সুন্দর আর কাজের পোষ্ট, ধন্যবাদ।

৩০ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৩

ময়নামতি বলেছেন: ধন্যবাদ।

৭৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ২:১৮

মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: এত মন্তব্য!
আমরা আসলেই কৃষিকে ভালোবাসি।
আশার কথা...

০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৩

ময়নামতি বলেছেন: কৃষি প্রধান দেশ হিসেবে আমাদের উচিৎ এ বিষয়ে লেখালেখি করা।

ধন্যবাদ।

৭৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ২:২৩

কলম.বিডি বলেছেন: আপনি কি কৃষি নিয়ে কাজ করেন? কিছু পরামর্শ দরকার ছিলো

১৫ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৫৪

ময়নামতি বলেছেন: কিছু কিছু করি , কি পরামর্শ চান জানাবেন।

ধন্যবাদ।

৭৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ২:৩৫

যে আছো অন্তরে বলেছেন: লম্বা মরিচ বুঝলাম, ঝাল হয়?

০৪ ঠা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৫

ময়নামতি বলেছেন: ঝাল হয় তবে তুলনামূলক কম, প্রয়োজনের তুলনায় কম নয়।

ধন্যবাদ।

৭৮| ০৩ রা এপ্রিল, ২০১২ ভোর ৫:২৪

আমন শাহ বলেছেন: ভাই,একটি গাছে ৫০০ মরিচ কি একসাথে ধরে নাকি সারা বছরে ৫০০ মরিচ ধরে?আমি ৪০ শতক জায়গাতে চাষ করতে চাই।সারা বছরে একটি গাছে আনুমানিক কতগুলি মরিচ ধরবে?

০৩ রা এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৪৮

ময়নামতি বলেছেন: পর্যায়ক্রমিক ভাবে একটা সময় গুনে দেখেছি এক সাথে ৫০০ শতের উপরেও দেখা গেছে।

ধন্যবাদ।

৭৯| ১২ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:১৬

Dhoom0071 বলেছেন: Sundorsss....

২৪ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:২৬

ময়নামতি বলেছেন: ধন্যবাদ।

৮০| ১৪ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:৪২

হাসান আল-আমিন বলেছেন: শেষ লাইনটা সবচেয়ে ভালো লেগেছে ।
"দেশের উন্নয়নের জন্য প্রয়োজন কৃষি পেশায় শিক্ষিত নাগরিকের অংশগ্রহন"

স্যালুট আপনাকে ভাই ।
অবশ্যই ট্রাই করবো ।
শুভ নববর্ষ ।

২৬ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৪০

ময়নামতি বলেছেন: ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামতের জন্য।

৮১| ০৫ ই মে, ২০১২ রাত ৩:২৬

পিচ্চি পোলা বলেছেন: থ্যাংকু মামা। অনেক সুন্দর পোস্ট। টেরাই দিমুনে একখান।

৩০ শে মে, ২০১২ রাত ৯:০৩

ময়নামতি বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য।

শুভকামনা সকল সময়ের জন্য।

৮২| ০৫ ই মে, ২০১২ রাত ৩:৫৭

মামুন হতভাগা বলেছেন: ওয়াও

২৬ শে মে, ২০১২ রাত ৯:২২

ময়নামতি বলেছেন: ধন্যবাদ।

৮৩| ২৬ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৫০

রিফাত হোসেন বলেছেন: + প্রিয়তে

কিন্তু আমার সরাসরি চারা দরকার কোথায় পাব ? সঠিক ঠিকানা ও ফোন নাম্বার দিলে ভাল হয় :)

আমি বাসায় এত কিছু করার সময় পাব না । :(

২৬ শে মে, ২০১২ রাত ৮:০৬

ময়নামতি বলেছেন: ধন্যবাদ,

চারা আপনাকে নিজেই করে নিতে হবে , এভাবে কোন নার্সারীতে এটা পাবেন না।

ভাল থাকবেন।

৮৪| ২৬ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৫০

রিফাত হোসেন বলেছেন: প্রচুর ঝাল আছে তো `?

২৭ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:২৩

ময়নামতি বলেছেন: ধন্যবাদ।

৮৫| ২৬ শে মে, ২০১২ রাত ১০:৩৮

রিফাত হোসেন বলেছেন: ঠিকাছে গাছই সই, কই কিন্তে পাব বলেন ?

বলেন তুইলা নিয়া আসি । =p~

আপনার কি এক্সট্রা আছে ? আমার আম্মার এই রকম গাছের খুব দরকার , বোনেরও । :) আমারও :)

০৬ ই জুন, ২০১২ রাত ৮:৫২

ময়নামতি বলেছেন: ধন্যবাদ।

৮৬| ২৭ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৩৫

ভজঘট বলেছেন: দর্কার নাই বাবা অমন ধন্বন্তরি মরিচ গাছের। সারা জীবন শুধু মরিচ দিয়েই ভাত খাইতে হইবে :)

৩০ শে মে, ২০১২ রাত ৯:২১

ময়নামতি বলেছেন: ধন্যবাদ।

৮৭| ৩০ শে মে, ২০১২ রাত ৯:৩৩

পাকা খোকা বলেছেন: ভাল হয়।

৩১ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৭

ময়নামতি বলেছেন: ধন্যবাদ।

৮৮| ১০ ই জুন, ২০১২ রাত ১:৪৭

এম আবু জাফর বলেছেন: ফলন কতদিনে পাওয়া যায়?

১৭ ই জুন, ২০১২ রাত ৮:৩৪

ময়নামতি বলেছেন: অন্যান্য মরিচের মতই।

ধন্যবাদ।

৮৯| ১৭ ই জুন, ২০১২ রাত ৩:৪৭

মোঃ মোতাহার হোসেন বলেছেন: ভাই এই পোস্টের কোন জবাব নাই। তবে অনেক ধৈর্য্যের প্রয়োজন। আমি যদি আজ বাড়ীতে থাকতাম তাহলে আপনার পোস্টটি প্রিন্ট করে দেখে দেখে আমি কাজটি করতাম। খুব ইচ্ছা ছিল সবজি আর ফুলের বাগান করার। ফুলের বাগান বিষয়ে বাংলা কোন টিউটোরিয়াল থাকলে আমাকে একটু লিংটা দিয়ে দিয়েন। আপনার অসাধারণ পোষ্টের জন্য আপনাকে গোল্ডেন এ+ সহ লক্ষাধিক ধন্যবাদ

৩০ শে আগস্ট, ২০১২ রাত ১০:০০

ময়নামতি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৯০| ২৮ শে জুন, ২০১২ রাত ১১:৩৪

আলফা-কণা বলেছেন: +

৩০ শে আগস্ট, ২০১২ রাত ১০:০০

ময়নামতি বলেছেন: ধন্যবাদ

৯১| ০৮ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১৯

মহিসন খান বলেছেন: আমি চাই মরিচের বীজ আমার কাছে থাকবে এবং দরকার মত চাষ করবো। হাইব্রিড কোম্পানীর কাছে ধরা থাকতে চাই না।

ক্যাপসিকাম বীজ কোথায় পাওয়া যাবে ???

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:০৬

ময়নামতি বলেছেন: যে ঠিকানা দিয়েছি ক্যাপসিকামে বীজ সেখানে পাবেন।

ধন্যবাদ।

৯২| ২৪ শে আগস্ট, ২০১২ দুপুর ১:১৪

যাযাবর৮১ বলেছেন: ভাল পোস্ট ও কাজের পোস্ট...


প্রিয়তে রাখলাম... :)

শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

১১ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:৩৮

ময়নামতি বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকবেন।

৯৩| ২৯ শে অক্টোবর, ২০১২ রাত ৯:২৭

শ্রাবণ জল বলেছেন: সিদ্দিক বাজার টা কোথায়?

০৭ ই নভেম্বর, ২০১২ সকাল ৮:০৯

ময়নামতি বলেছেন: গুলিস্তান মাজারের একটু দক্খিন পূর্ব কোনে।

ধন্যবাদ ভাল থাকবেন।

৯৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

আল-রোমান বলেছেন: ১০০তম লাইক! প্রিয়তে।

২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:০০

ময়নামতি বলেছেন: ধন্যবাদ ভাল থাকবেন। শুভকামনা রইল সকল সময়ের জন্য।

৯৫| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:৪২

শান্তা273 বলেছেন: দারুন পোস্ট!
++++ সহ প্রিয়তে।

০৩ রা মে, ২০১৩ রাত ১০:৩৬

ময়নামতি বলেছেন: ধন্যবাদ পোস্টটি যত্ন সহকারে পড়বার জন্য।

শুভ কামনা সকল সময়ের জন্য।

৯৬| ০১ লা মে, ২০১৩ ভোর ৫:৫০

বর্ণান্ধ বলেছেন: ১০১ তম + :D :D :D

২২ শে মে, ২০১৩ রাত ৯:৪৪

ময়নামতি বলেছেন: ধন্যবাদ ভাল থাকবেন।

৯৭| ২৫ শে মে, ২০১৩ রাত ৮:৪৪

রাখালছেলে বলেছেন: মরিচের সাইজ ছোট হচ্ছে কি করা যায় । আগে বড় ছিল কিন্তু পরেরবার ফলনের সময় মরিচ ছোট হয়ে গেছে । কোন সমাধান আছে কি । জানাবেন দয়া করে ।

২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

ময়নামতি বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাই, পরের বৎসর ফলন কমে যাওয়ার কারন অনেকটা মাটির শক্তির উপর নির্ভর করে, প্রচুর পরিমানে জৈব সার ব্যবহার করুন পরিমান মত সার দিন (মরিচ চাষের জন্য এম.ও.পি সার সব চাইতে কার্যকরি।

ভাল থাকবেন।

৯৮| ২৫ শে মে, ২০১৩ রাত ৮:৪৮

রাখালছেলে বলেছেন: আরেকটা ব্যাপার বাগানের জন্য টি কম্পোষ্ট দিতে চাই । উপাদান কোথায় পাওয়া যাবে মানে ব্যাকটেরিয়া বাড়ানোর জন্য এক ধরনের তরল পাওয়া যাওয়া । কোথায় পাওয়া যাবে । ধন্যবাদ কারন আপনার পোষ্টের কারনে আমার খালি পরে থাকা ছাদ এখন সবুজে একাকার । বাগান করার উপকরন ঢাকার কোথাও নিশ্চই পাওয়া যাওয়ার কথা ।

২৬ শে মে, ২০১৩ সকাল ১১:২৭

ময়নামতি বলেছেন: ধন্যবাদ ভাই, পরের বৎসর ফলন কমে যাওয়ার কারন অনেকটা মাটির শক্তির উপর নির্ভর করে, প্রচুর পরিমানে জৈব সার ব্যবহার করুন পরিমান মত সার দিন (মরিচ চাষের জন্য এম.ও.পি সার সব চাইতে কার্যকরি।

ভাল থাকবেন।

২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:০৭

ময়নামতি বলেছেন: তরল যে সারের কথা বলেছেন এটা আসলে অনুখাদ্য বিভিন্ন কম্পানী এগুলো বের করেছে তবে মালেশিয়ার কিছু তরল সার আছে খুজে দেখবেন।

ধন্যবাদ।

৯৯| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৬

প্রত্যাবর্তন@ বলেছেন: ++++++++

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৩

ময়নামতি বলেছেন: ধন্যবাদ ভাল থাকবেন।

১০০| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪৬

না পারভীন বলেছেন: টবের মাটি কোথায় পাওয়া যাবে ?

৩০ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৪

ময়নামতি বলেছেন: টবের মাটি রেডিমেট পাওয়া যায় কিনা জানিনা তবে প্যাকেটজাত কম্পোস্ট সার পাওয়া যায়।
ঢাকা সিদ্দিক বাজারে পাবেন।

তাছাড়া বিভিন্ন নার্সারীতে মনে হয় রেডিমেট টবে চাষ উপযোগী মাটি পেতে পারেন।

ধন্যবাদ ভাল থাকবেন।

১০১| ০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯

জাগতিক ভালবাসা বলেছেন: টবে কি ধরবে?

০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

ময়নামতি বলেছেন: অবশ্যই সে ক্ষেত্রে টব বড় সাইজের হতে হবে।

১০২| ২৩ শে মে, ২০১৪ বিকাল ৫:৪০

কিয়ামওুলাহ বলেছেন: কিছু বলবেন আমাকে ??

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

ময়নামতি বলেছেন: ধন্যবাদ ভাল থাকবেন।

১০৩| ১১ ই জুন, ২০১৪ দুপুর ১:০৩

আরশী বলেছেন: সুন্দর পোষ্ট+++++

১০৪| ১১ ই জুন, ২০১৪ দুপুর ১:০৪

আরশী বলেছেন: ভালো লাগলো।

১০৫| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩০

খেপাটে বলেছেন: কাজের পোষ্ট,,,,++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.