নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যদি মানুষের উপকারে না আসে, সেই জীবনের মূল্য নেই। সবার মাঝে বিলিন হতে পারাই জীবনের স্বার্থকতা। কান্না নিজের জন্য আর হাসি সবার জন্য।

ইসমাঈল আযহার

মেইল[email protected], স্বপ্ন দেখি শুদ্ধ মানুষ হওয়ার, সোনার বাংলা গড়ার। শখ, লেখালেখি, ঘুরে বেড়ানো। সঙ্গি বই। ভালবাসি মাকে, নিজেকে, আমার বাবাকে।

ইসমাঈল আযহার › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতার ৪৮ বছর পরও কেন পাকিস্তান বিদ্বেষ?

০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৪




১ ডিসেম্বার। আজ থেকে ৪৮ বছর পূর্বে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছিলাম একটি স্বাধীন দেশ, লাল সবুজের এই পতাকা। পাকিস্তানিদের দমন-পীড়ন থেকে মুক্তি পেয়েছিলাম আজীবনের জন্য। স্বাধীনতার ৪৮ বছর পার হয়ে গেলেও আমাদের কমেনি পাকিস্তানিদের প্রতি বিদ্বেষ-ঘৃণা। তখনকার পাক বাহিনী ও পাকিস্তানি -যারা আমাদের নির্যাতন করেছিল তারা সবাই ইন্তেকাল ফরমালেও ইন্তেকাল ফরমেরেনি আমাদের ঘৃণা বিদ্বেষের।

আজও আমরা পাকিস্তানিদের দেখলে গালি দিই, তাদের গুষ্ঠি উদ্ধার করি। এটা যদি হয় ৪৮ বছর পূর্বের কোনও পাকিস্তানিকে তাহলে সেটি যুক্তিসঙ্গত। কিন্তু দেশটির তরুণ প্রজন্মকে, যুবকদেরকে, যারা তখন ছিল না, যুদ্ধের কাহিনী তারা শুনেছে মাত্র, কেন তাদের বাপ দাদাদের কৃতকর্মের জন্য আমরা তাদের কপালে ঘৃণা ছুড়ে দিই? এটা বুদ্ধিমানের কাজ নয়। ভুলটা তারা করেনি। করেছে তাদের পূর্ব পুরুষরা। সেই পুরনো শত্রুতা জিইয়ে রেখে তাদের এভাবে ঘৃণা করা, গালিগালাজ করা আদৌ ঠিক নয়। এই স্বাভাবটা কিন্তু জাহেলিয়াতের বর্বর মানুষের ছিল।

আমাদের দেশটা খুব অদ্ভুত। এখানে কাবলু সেট পরিধান করলে রাজাকার হয়ে যায় মানুষ। শহীদ আফ্রিদিকে ভাল লাগলে দশ বছরের বাচ্চাকেও দেয়া হয় রাজাকারের লকব।

পাকিস্তান উন্নত হল না অউন্নত হল। তারা কোথায় কি করল না করল, আমরা সারাদিন সেটা নিয়ে বসে থাকি। কথায় কথায় বলি আমরা তাদের চেয়ে উন্নত। কখনও ভেবে দেখেছি কি? তারা আমাদের নিয়ে বসে আছে কিনা। তাদের মুখে কি কথায় কথায় বাংলাদেশের কথা উচ্চরণ হয় কিনা। অবশ্য ইমরান খান অনেক বার বলেছে বাংলাদেশ তার বন্ধু। পাকিস্তানের চেয়ে আমরা উন্নত না অউন্নত সারাদিন এটা না মেপে দুর্নীতি বাদ দিয়ে আমাদের আরও উন্নতি করে যাওয়া উচিৎ। এমন মাপামাপি বিদ্বেষের নামন্তর।

যারা আমাদের পূর্ব পুরুষদের রক্ত চুষেছে, আমাদের বাপ দাদাকে নির্যাতন করেছে, আমাদের মা বোনদেন ইজ্জত হরণ করেছে, আমাদের হক্ব থেকে বঞ্চিত করেছে, আমাদের টাকা দিয়ে আমাদের অউন্নত রেখে নিজেরা উন্নতি সাধন করেছে, ঘৃণা বিদ্বেষ হোক তাদের জন্য। ৪৮ বছর আগের সেই পাকিস্তানির জন্য। যদিও তারা সবাই মৃত, মাটি হয়ে গেছে তারা, তাদের আমরা যতোই উচ্চ আওয়াজে গালি দিই তারা শুনবে না, জানবে না।

আমরা শুধু ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি। আমাদের স্বাধীনতা ধরে রাখতে দৃঢ় প্রত্যায় ব্যক্ত করতে পারি। দুর্নীতি থেকে হাত গুটিয়ে নিয়ে নিজের ছোট্ট এই রাষ্টটাকে উন্নত করতে পারি, সুন্দর করে সাজাতে পারি।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৬

চাঁদগাজী বলেছেন:


এই অপ্রয়োজনীয় বিষয় আপনার মাথায় আসলো কেন?
আমরা তো দৈনন্দিন পাকিস্তানী নাগরিকদের সাথে লেনদেন'এ নেই, ওরা আমাদের প্রতিবেশী নন, দেশের ভেতরে ওদের সাথে দেখা হয় না; আপনি অপ্রয়োজনীয় বিষয়কে সমানে আনাতে আপনাকে বুঝাই কষ্টকর হয়ে যাচ্ছে!

০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৯

ইসমাঈল আযহার বলেছেন: মানুষের মুখে যেভাবে পাক পাক জিকির শুনি তাতে এটি অপ্রয়োজনীয় নয়।

বুঝতে কষ্ট হলে আর কী করার আছে

২| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৩

কলাবাগান১ বলেছেন: যারা ১৯৭১ এর পরে জন্ম গ্রহন করেও রাজাকারদের মতবাদকে শ্রদ্ধা করে/মেনে চলে, তাদের কে রাজাকারই বলা উচিত

০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৯

ইসমাঈল আযহার বলেছেন: অবশ্যই

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৩

সুপারডুপার বলেছেন: ১৯৭১ -এর নৃশংসতম গণহত্যা ও ক্ষতির জন্য এখন পর্যন্ত পাকিস্তান ক্ষমা চায় নি ও ক্ষতিপূরণ দেয় নি। দেশটির তরুণ প্রজন্মও তো তাদের বাপ দাদাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে পারতো। বরং বিদেশে যত পাকি দেখলাম , কেউই তাদের অতীত কৃতকর্মের জন্য লজ্জিত না। কুত্তার ল্যাজ কখনো সোজা হয় না! তাই পাকিদের উপর সবসময় ঘৃণার থুতু।

লেখক, পাকিদের উপর আপনার দরদ উঠলে উঠাতে, চাঁদগাজী সাহেবের মত বলতে হয় , '' আপনাকে বুঝাই কষ্টকর হয়ে যাচ্ছে!''

০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪০

ইসমাঈল আযহার বলেছেন: আপনাকে বুঝাই কষ্টকর হয়ে যাচ্ছে

নো প্রবলেম

এটা আমার দরদ নয়।

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৭

হাসান কালবৈশাখী বলেছেন:
পাকিস্তান আমাদের কোন সমস্যা না। পাকিস্তান ৪ হাজার কিলোমিটার দূরে।
পাকিস্তান বা ইমরান এই ইহজনমে বাংলাদেশের কোন উপকারে আসে নি।
আগামীতেও আসার কোন সম্ভবনা নেই।
পাকিস্তান ক্ষমা চাইলে/নাচাইলে এখন আর কিছু আসে যায় না। পাকিস্তান নিজেই এখন ধ্বংশের কাছে।
পাকিস্তান নিয়ে ভাবার টাইম নাই।

সমস্যা হচ্ছে আমাদের বাংপাকিদের নিয়ে।
কাম নাই কাজ নাই 'কিমরান' 'কিমরান' করে গলা শুকিয়ে ফেলতেছিল কিছু দিন আগে। 'কিমরান' নাকি পাঠান!
পাঠান হোক আর পাঁঠা হোক, এই কিমরান দিয়া আমাদের কি কাম? কি উপকার?

বাংপাকিরা ভাবে 'কিমরান' ও পাকিরা সাচ্চা মোসলমান। আমাদের আপন ভাই। কিন্তু পাকিরা কখনোই সেটা ভাবে না।
সোশাল মিডিয়া বা বাস্তবে এজাবৎ কোন একটি পাকিদের বলতে শুনেছেন - বাংলাদেশ বা বাংগালীরা আমাদের ভাই?
আপনি ভাল মনে করে পাকিদের নিয়ে পোষ্ট দিয়েছেন, হাজার হাজার বাংপাকিও দেয়,
কিন্তু কখনো একজন পাকিস্তানি বাংলাদেশীদের জন্য কেঁদে পোষ্ট দেয়?

০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৩

ইসমাঈল আযহার বলেছেন: আমাদের মিডিয়াগু্লো যেভাবে পাক পাক শুনি, ওদের মিডিযাতে সেগুলো চোখে পড়ে না।

ওদের নিয়ে এতো কথা বলার কী দরকার। ওদের বর্তমান প্রজন্ম আমাদের নিয়ে কাঁদে না, হাসেও না। আমরাও ওদের নিয়ে মাথা ঘামাতে চাই না

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: যারা বদ ওরা সারা জীবনই বদ থাকে।
ওরা আজ পর্যন্ত ক্ষমা চায়নি। ওদের অনেক আগেই ক্ষমা চাওয়া উচিত ছিল।

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩১

ইসমাঈল আযহার বলেছেন: ক্ষমা চাওয়া উচিত ছিল
ঠিক বলেছেন

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৫

আবু তালেব শেখ বলেছেন: আপনার কথা গুলো যুক্তিসংগত। দাদার পাপের সাজা তাদের নাতিপুতিরা কেন পাবে? কিন্তু এই প্রজম্ম কি ৭১ এর পৈশাসিক গনহত্যার জন্য ক্ষমা বা দুঃখপ্রকাশ করেছে?

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পাকিস্তানীরা বর্বর জাতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.