নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হওয়ার জন্য ছুটে চলি অবিরাম।

ইশতিয়াক আহমেদ আবীর

লিখতে, পড়তে ও ছবি তুলতে ভালো লাগে তবে অলস বলে পড়া (পাঠ্য বইয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়) ছাড়া কোনটাই হয় না।।

ইশতিয়াক আহমেদ আবীর › বিস্তারিত পোস্টঃ

নন্দিত লেখক হুমায়ূন আহমেদ এর ৬৮তম জন্মদিনে হিমু পরিবহণের কর্মসূচি

১১ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৫


নীল আকাশে ঝকঝকে রোদ। হিমু ছুটছে, পাশে বাদলও। হাঁপাতে হাঁপাতে পেছন পেছন মাজেদা খালাও ছুটছে। আজ মাজেদা খালার মুখে হাসি চুইংগাম এর মতো লেপটে আছে। সাথে খালু, বড় চাচাও আছেন।
তিতলি ও কংকার সাথে অানিসও উপস্থিত। আনিস আবার ভুল করে বাসায় চশমা ফেলে এসেছে। তাই তিতলি ও কংকার আশে পাশে থাকতে হচ্ছে। সবার গন্তব্য ঢাকা মেডিকেল কলেজ এর দিকে।
বাকের ভাই কেন্দ্রীয় শহিদ মিনারের পাশে বসে চা খাচ্ছেন। পাশে বদিও দাঁড়িয়ে আছে। দুই জনের মুখেই চিন্তার রেখা ।
বাকের ভাইঃ বদি
বদিঃ জি, বাকের ভাই
বাকের ভাইঃ হিমু সাহেব দলবল নিয়ে কোথায় যাচ্ছে? টেল মি কুইক।
বদিঃ বাকের ভাই আমি তো কিছুই বুঝতেছি না।
(হিমু, বাদল, মাজেদা খালা, বড় চাচা, খালু, তিতলি, কংকা, আনিস সবাই মিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেট দিয়ে ভিতর ঢুকল)
বাকের ভাইঃ বদি, হিমু সাহেব দলবল নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকলো কেন? আমাকে বলো, টেল মি কুইক।
বদিঃ বিষয়টি আমিও বুঝতেছি না।
বাকের ভাইঃ মিসির আলি সাহেবের হেল্প নাও। কুইক!
মিসির আলি ক্লাসে একা একা বসে আছেন। ক্লাসে আর কেউ নেই। সবাই মিলে ঢাকা মেডিকেলে কলেজে হাসপাতালে গেছে রক্ত দিতে।
এইটা স্বপ্ন।
কিন্তু বাস্তবতা হলো, আগামি ১৩ নভেম্বর বহুল আলোচিত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এর ৬৮তম জন্মদিন। এই উপলক্ষে হিমু পরিবহণ দুই দিনের কর্মসূচী ঘোষণা করেছে।
১২ নভেম্বর, শনিবার
-----------------------
সময় ৯:৩০ থেকে বিকেল ৪ঃ০০ টা।
হিমু, রুপা, মিসির আলি, বাকের ভাইয়ের ভক্তদের আগমন ঘটবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে। সবাই স্বেচ্ছায় রক্ত দিবে।
আপনি রক্ত দিতে চান? তবে চলে আসুন। সঙ্গে নিয়ে আসুন প্রিয় বন্ধুকে।

১৩ নভেম্বর, রবিবার
----------------------
সকাল ৬ঃ০০ টায় কার্জন হল থেকে এক দল হিমু রুপার হেঁটে হেঁটে নুহাশপল্লী উদ্দেশ্যে যাত্রা। যাত্রা পথে ক্যান্সার সচেতনতা মূলক লিফলেট বিতরণ।
বিকেল ৪ঃ০০টায় হুমায়ূন আহমেদ কে নিয়ে বিশেষ আলোচনা সভা। "হিমু পরিবহণ" এর ওয়েব সাইট এর শুভ উদ্বোধন। হুমায়ূন আহমেদ এর জন্ম বার্ষিকী উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র "নক্ষত্র" এর মোড়ক উন্মোচন। কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তন বাংলাদেশ শিশু একাডেমী
কেন্দ্রীয় কার্যালয়, পুরাতন হাইকোর্ট এলাকা ঢাকা-১০০০।
এছাড়া সারা বাংলাদেশের ৫০ টি জেলায় হিমু পরিবহণের কাউন্টারে রকমারি কর্মসূচি পালন করবে।
কোথায় কি হচ্ছে জানতে এখানে ক্লিক করুন
যোগাযোগ
টিম
হিমু পরিবহণ
০১৭৪২৩৪০৬০৮
০১৭১৭৪১২৯৬৯

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৭

সাদা মনের মানুষ বলেছেন: শুভ কামনা।

২| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৩

ডঃ এম এ আলী বলেছেন: লেখাটি পাঠে অনেক পুরানো স্মৃতি মনের গহীনে ভেসে উঠল

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৩

ইশতিয়াক আহমেদ আবীর বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.