নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হওয়ার জন্য ছুটে চলি অবিরাম।

ইশতিয়াক আহমেদ আবীর

লিখতে, পড়তে ও ছবি তুলতে ভালো লাগে তবে অলস বলে পড়া (পাঠ্য বইয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়) ছাড়া কোনটাই হয় না।।

ইশতিয়াক আহমেদ আবীর › বিস্তারিত পোস্টঃ

প্রতিদিন মাত্র ৫ পাতা করে বই পড়ুন।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৮


আমি জানি আমরা সবাই কমবেশি বই পড়ি।কিন্তু কেউ নিয়মিত বই পড়িনা।প্রতিদিন যেভাবে আমরা খাবার খাই ঠিক সেইভাবে আমাদের বই পড়া উচিত।
সারাদিন স্কুল,কলেজ,ভার্সিটি,টিউশন,অফিস আর শত ব্যস্ততা শেষে আমাদের সময় কই বইয়ের পাতায় চোখ বুলানোর।আমাদের মধ্যে এমন কাউকে খুজে পাওয়া দুষ্কর যিনি এত ব্যস্ততার মাঝেও দুই ঘন্টা ফেসবুকে সময় কাটাই না।রাতে বিছানায় শুয়ে ফেসবুকে সময় পার করি না।তাহলে আমাদের বই পড়ার জন্য সময় কেন হয়ে ওঠে না?কারন আমাদের মস্তিককে বসে আনতে পাড়িনি।এ থেকে বের হওয়ার উপায় কি?
উপায় হচ্ছে আমরা যদি প্রতিদিন মাত্র ৫ পাতা করে বই পড়ি তাহলে বছর শেষে আমরা ১৮০০ পৃষ্ঠা বই পড়ে ফেলবো।যা বাংলা একাডেমি থেকে প্রকাশিত প্রায় তিনটি অভিধানের সমান।আর ধীরে ধীরে এই ৫ পাতার সংখ্যাটা যদি বাড়াই তাহলে আমাদের কতগুলো বই পড়া হয়ে যাবে ভাবুন তো একবার।
বই পড়তে সময়ের অযুহাতকে না বলুন।
বইয়ের প্রয়োজনে হিমু পরিবহণ পাঠাগার ঢাকার সাথে যোগাযোগ করুন।এরা ঢাকা মহানগরের মধ্যে বিনামূল্যে আপনার বাসায় বই পৌছে দিচ্ছে।
ঢাকা শহরে যারা থাকি শুধু ট্রাফিক জ্যামে সময়টুকুর কিছু অংশ বই পড়ার পিছনে বিনিয়গ করলেই সেটা হবে নিজের জন্য সেরা বিনিয়োগ।
ব্যবসায় সফল হতে যেমন বিনিয়োগ করতে হয়,সময় দিতে হয়।ঠিক তেমনি নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলতে বই পড়ার জন্য সময় দিতে হবে।
তাহলে আসুন আজকে থেকেই শুরু হোক বই পড়ার এই চর্চা।বেশি তো না মাত্র ৫ পাতা।আশা করি এইটুকুন সময় অপচয় করার মত সময় আপনার আছে।
বইয়ের সাথে থাকুন।
জীবনের সঙ্গে থাকুন।
তাহলে টার্গেট কিন্তু মাত্র ৫ পাতা।

মন্তব্য ২৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০০

চাঁদগাজী বলেছেন:


"প্রতিদিন যেভাবে আমরা খাবার খাই ঠিক সেইভাবে আমাদের বই পড়া উচিত। "

-আপনি কোন "আমাদের" কথা বলছেন? আপনার গ্রামের যারা পড়তে পারে না, তারা কোন বই পড়বে?

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৫

ইশতিয়াক আহমেদ আবীর বলেছেন: এখন সবাই পড়তে পারে।তবে গ্রামে বই পড়ার সেই রকম কোন ব্যবস্থা নেই আসলে।আমি যে গ্রামে বড় হয়েছি সেখানে কোন লাইব্রেরী নেই।স্কুলে থাকতে ক্লাশের বাইরের কোন বই পড়া ভিষন রকমের অপরাধ ছিল।
বইয়ে ছেয়ে যাবে সারা দেশ এই স্বপ্ন দেখছি।
সবার হাতে বই থাকুক।

২| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৫

ভ্রমরের ডানা বলেছেন:



ব্লগে যারা আছে তারা কি পাচ পাতার কম পড়ে?

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১২

ইশতিয়াক আহমেদ আবীর বলেছেন: আমি শুধু নিয়মিত বই পড়ার অভ্যাস কিভাবে করা যায় সেটা লেখার চেষ্টা করেছি।তবে ব্লগে যারা আছেন তারা নিশ্চয়ই বেশি পড়েন।

৩| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৫

শিখণ্ডী বলেছেন: বই পড়ার অভ্যাসটা নেশার মতো কয় দিন বাদ পড়লে আর বই ছোঁয়া হয় না। নেশাটা যেন না কেটে যায় তাই নিয়মিত ধরে রাখা দরকার। কয় দিন বাদ পড়েছে আজ শুরু করব। আপনাকে ধন্যবাদ বই পড়ায় প্ররোচিত করার জন্য।

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৩

ইশতিয়াক আহমেদ আবীর বলেছেন: আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।আনন্দের হোক আপনার প্রতিটা মূহুর্ত্য।
বইয়ের সঙ্গে হোক বন্ধুত্ব।

৪| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৬

অনিক_আহমেদ বলেছেন: প্রতিদিন ৫০ পাতা করে পড়ি। গল্প উপন্যাস পড়া এক চরম অথচ সুন্দর নেশা।

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৭

ইশতিয়াক আহমেদ আবীর বলেছেন: কিছু সুন্দর নেশা জীবনের অর্থ বলে দেয়।আপনার মত সবাই যদি এই নেশায় আসক্ত হত!!
ভালোবাসা আপনার জন্য।

৫| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৭

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ভাই নেগেটিভ কথা না বলি ,পজিটিবলি চিন্তা করে দেখেন উনি কিন্তু দারুন কথা বলেছেন।মাত্র ৫ পাতা।কিন্তু এই ৫ পাতার কমপক্ষে ২ পাতা যেন ধর্মীয় বই হয়।


ভাল লিখেছেন।ভাল থাকবেন।

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৯

ইশতিয়াক আহমেদ আবীর বলেছেন: ভালোবাসা ভাই

৬| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৯

ডঃ এম এ আলী বলেছেন: ভাল বিষয় নিয়ে কথা বলেছেন , এটা খুবই শুভ কাজ ।
সামুর এ ব্লগের পোষ্টগুলি ভরা আছে গল্প, কবিতা , সাহিত্য , রম্য , ভ্রমন , ছবি ব্লগ , বিনোদন ও বিভিন্ন ধরনের গবেশনা প্রবন্ধে , এটা যেন ব্ই এর এক বিশাল জীবন্ত লাইব্রেরী । এখানে দৈনিক দু একটি পোষ্ট দেখলে পাঁচ পৃষ্ঠারো বেশি হয়ে যায় পাঠ বলে মনে করি ।

আপনার প্রফাইলের দিকে তাকিয়ে একটু বিষ্মিত হলাম , এমন আহবান যিনি জানালেন তাঁর এই সামু ব্লগে পাঠের দৈনতা দেখে ।

দেখ গেল :
পোস্ট করেছি: ৬টি
মন্তব্য করেছি: ১টি
মন্তব্য পেয়েছি: ৯টি
ব্লগ লিখেছি: ১ বছর ১০ মাস

এবার নীচে দেখা যাক সামুর কিছু স্বনামধন্য ব্লগারের দিকে , সহজেই অনুমান করা যায় তাঁরা দিনে কত পৃষ্ঠা পড়েন ।

অপ্সরা
• পোস্ট করেছি: ১৩৬টি
• মন্তব্য করেছি: ১৯১৯৮টি
• মন্তব্য পেয়েছি: ২০৪৬৫টি
• ব্লগ লিখেছি: ৯ বছর ২ মাস

শায়মা
• পোস্ট করেছি: ১৬৯টি
• মন্তব্য করেছি: ৫১৮৭৪টি
• মন্তব্য পেয়েছি: ৫১২১৩টি
• ব্লগ লিখেছি: ৭ বছর ৭ মাস

চাঁদগাজী
• পোস্ট করেছি: ৭৪৬টি
• মন্তব্য করেছি: ৩৪৮৬৪টি
• মন্তব্য পেয়েছি: ২৬৭১৫টি
• ব্লগ লিখেছি: ২ বছর ৮ মাস

জুন আপু
• পোস্ট করেছি: ২৫৫টি
• মন্তব্য করেছি: ২৯০২৯টি
• মন্তব্য পেয়েছি: ৩০০৫৫টি
• ব্লগ লিখেছি: ৭ বছর ৭ মাস

আহমেদ জী এস
• পোস্ট করেছি: ২৭৭টি
• মন্তব্য করেছি: ১১০১১টি
• মন্তব্য পেয়েছি: ৮৯২৭টি
• ব্লগ লিখেছি: ৬ বছর ৭ মাস

খায়রুল আহসান
• পোস্ট করেছি: ৩১৩টি
• মন্তব্য করেছি: ৯৬৩১টি
• মন্তব্য পেয়েছি: ৮৯৬৩টি
• ব্লগ লিখেছি: ২ বছর ১ মাস

ডঃএম এ আলী
• পোস্ট করেছি: ১৬৬টি
• মন্তব্য করেছি: ৮৮১০টি
• মন্তব্য পেয়েছি: ৫৪৩৪টি
• ব্লগ লিখেছি: ১ বছর ৭ মাস

মনিরা সুলতানা
• পোস্ট করেছি: ১৬১টি
• মন্তব্য করেছি: ৭৯৩৮টি
• মন্তব্য পেয়েছি: ৬৪৫৪টি
• ব্লগ লিখেছি: ২ বছর ৬ মাস

বিজন রায়
• পোস্ট করেছি: ৩০টি
• মন্তব্য করেছি: ১৫৭৯০টি
• মন্তব্য পেয়েছি: ৩০৯৭টি
• ব্লগ লিখেছি: ২ বছর ৯ মাস

সাদা মনের মানুষ
• পোস্ট করেছি: ৭২০টি
• মন্তব্য করেছি: ১৭২৯৪টি
• মন্তব্য পেয়েছি: ১৮৩২৫টি
• ব্লগ লিখেছি: ৯ বছর ১২ ঘন্টা


আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

• পোস্ট করেছি: ১৬৪টি
• মন্তব্য করেছি: ৯৫৮৬টি
• মন্তব্য পেয়েছি: ৬৪০৩টি
• ব্লগ লিখেছি: ৩ বছর ৯ মাস

এরকম আরো শত শত শ্রদ্ধেয় ব্লগার আছেন যাদের প্রফাইল বেশ সমৃদ্ধ ।
এমন জায়গায় জ্ঞান করিলেন বিতরন যেখানে প্রায় সবাই দৈনিক পাঁচ পৃষ্ঠার থেকেও বেশী করেন বিচরণ ।

যাহোক ভাল বিষয় নিয়ে লিখেছেন ,
সেজন্য ধন্যবাদ ।

অামারও পড়াশুনার অবস্থা তেমন ভাল নয় , বিষয়টা আমারো কিছুটা কাজে লাগবে ।
সেই সাথে কামনা করি সকলের পড়াশুনার মাত্রাটা যেন বাড়ে ।
অপরকে যা বলি তা যেন নীজে আচরী, সে প্রত্যাশাই রইল ।
আমার জন্য দোয়া করবেন ।



১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩০

ইশতিয়াক আহমেদ আবীর বলেছেন: আপনার সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।
প্রথমত আমি চরম মাত্রার অনিয়মিত ব্লগে,তবে পুস্তুকে নয়।
দ্বিতীয়ত কাউকে ছোট করা বা জ্ঞান বিতারন আমার লেখার উদ্দেশ্য নয়।আমি খুব ভালো করেই জানি এখানে বেশিভাগ মানুষই প্রচুর বই পড়েন।লেখাটি আসলে তাদের জন্য নয়,লেখাটি যারা নিয়মিত বই পড়েন না তাদের জন্য।
পাঁচ পাতা শুধু একটা সংখ্যা,বই পড়তে বসলে কেউ হিসেব করে পড়া না বলে আমার বিশ্বাস।
আপনার জন্য ভালোবাসা।

৭| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৯

কালীদাস বলেছেন: উদ্দেশ্য মহৎ। শুভকামনা রইল :)

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩২

ইশতিয়াক আহমেদ আবীর বলেছেন: ভালোবাসা নিবেন

৮| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৯

ডঃ এম এ আলী বলেছেন: এতক্ষন হিমু পরিবহন পাঠাগারে বিচরণ করলাম ।
খুবই গুরুত্বপুর্ণ লিংক দিয়েছেন ।
অনেক উপকার হযেছে
কৃতজ্ঞতা জানবেন
এটা অনেকের উপকারে আসবে ।

লেখাটি প্রিয়তে গেল ।

প্রাণডালা শুভেচ্ছা রইল ।

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৩

ইশতিয়াক আহমেদ আবীর বলেছেন: ভালবাসা নিবেন।

৯| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো কথা। তবে বই-এর চেয়ে বেশী তো পত্রিকাতে পড়া হয়ে যায়। আর যারা ব্লগে সময় দেন তারা বই-এর চেয়ে বেশী সময় কাটিয়ে দেন বিভিন্ন বিষয় পড়ে...

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৪

ইশতিয়াক আহমেদ আবীর বলেছেন: পত্রিকা আর বই দুইটি আলদা জিনিস।পত্রিকা পড়াটা যেমন দরকারি তেমনি আমাদের বইও পড়তে হবে।
ভালোবাসা ।

১০| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৪

বিলুনী বলেছেন: ব্লগের অনেক লেখাই বই এ স্থান পায় , এখান থেকেই অনেক ব্লগারগ তাঁর লেখাগুলি নিয়ে বাধাই করে বই বের করেন । তাই এখানে গল্প কবিতা কিংবা অন্য সকল লেখা পড়লে বই পড়ার কাজ অনেকটাই হয়ে যায় । বই পড়ার সাথে সাথে ব্লগের আর একটি সুবিধা এখানে মতামত সহজেই বিনিময় করা যায় । ব্লগে যারা বিচরণ করেন তারা ভাল পাঠক তাতে সন্দেহ নাই , তারা যে বেশী বেশী বই পড়েন সেটা অনেকের বুক রিভিউ পোষ্ট হতে দেখা যায় । এছাড়া লেখার জন্য প্রয়োজনীয় অনেক জ্ঞান ও কথা উঠে আসে পুথিপুস্তক পাঠ হতেই , তাই ব্লগে সময় দেয়াটাকে গুরুত্বপুর্ণ বলে মনে করা যায় । ফলে বই এর পাশাপাশি এখানেও সময় সুযোগমত দিনে কয়েক পৃষ্ঠা পড়ার কথাও বলা যায় ।

ধন্যবাদ পোষ্টের জন্য ।

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৬

ইশতিয়াক আহমেদ আবীর বলেছেন: ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

১১| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: প্রতিদিন তো প্রচুর পড়ি। তা হিসাব করলে ৫ পাতার অনেক বেশি হবে।

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৭

ইশতিয়াক আহমেদ আবীর বলেছেন: বাহ!শুনে ভালো লাগল।
আসলে পাঁচ পাতার কথা লিখেছি যারা বই পড়তে এখন অভ্যাস্ত না,তাদের জন্য।একবার এই নেশার মধ্যে ঢুকলে কেউ কি আর পাতার হিসেব রাখে!

১২| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৪

ময়না বঙ্গাল বলেছেন: বেশি বই পড়ার চেয়ে অল্প পড়েও মনে রাখা ভালো । চার্লস ল্যাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.