নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসতিয়াক অয়নের ব্লগ

হাসন রাজায় কয়, আমি কিছু নয় রে আমি কিছু নয় !

ইসতিয়াক অয়ন

আমি কে ? কেউ না ...

ইসতিয়াক অয়ন › বিস্তারিত পোস্টঃ

অন্ধ হওয়ার উৎসব

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:২৮

আমরা কজন যাব

মৃত কাঁকড়ার দ্বীপে আসক্ত মাতালের মত

চোখ ছিঁড়ে ছিঁড়ে দেখবো অপহৃত নীল আর নীল

পা ডুবিয়ে বালিমাখা জলের প্রাচীরে ...



লীন চোখে নয়

মাঝিদের লীন চোখে নয়;

জাহাজীর দীর্ঘ চোখে নয়;

কোন প্রেপ্সু জলদস্যুর শীতল কালো ক্রূঢ় চোখে নয়,

চোখ ছিঁড়ে ছিঁড়ে দেখবো অপহৃত নীল আর নীল

আমাদের কজনের চোখে ।

মৃত কাঁকড়ার দ্বীপে

আমাদের কজনের অমূল্য চোখ দেব বেঁচে ...



তারপর রাত্রি নেমে এলে

যখন সমস্ত নীল শুষে নেবে অপরাজিতার নিদ্রোত্থিতা দল

অজস্র নক্ষত্র তারা নীহারিকা ভেঙে

ঝরাবে বৃষ্টির মত রূপালী রঙ ঝরানো আলো

আমরা অন্ধ হওয়ার উৎসবে-

কাঠপোঁড়া অগ্নিকে ঘিরে রব নির্নিমিখে বালুচরে বসে

দূর সমুদ্র হাওয়া ঢেউ, কাঠপোঁড়া গমগমে আগুনের গান

ঠিক ঠিক চিনে নেবে চুপচাপ বসে থাকা অন্ধদের কান ।



আমরা কজন যাবো

চোখ হারাতে মৃত কাঁকড়ার দ্বীপ দারুচিনি দ্বীপের বালিতে

তারপর ফিরে এসে; যদি ফিরে আসি--

ধূসর সাদা ইট কাঠ ধোঁয়ার শহরে

জানি আমরা সত্যি অন্ধ হবো, পুরোনো চোখে কিছু আর লাগবে না ভালো,

অন্ধদের চোখ সব বিক্রি হয়ে গেছে

উপকূলে ঢেউয়ের গভীরে

যেখানে মরেছে সূর্য, সেইখান থেকে

সমুদ্র সেখান থেকে নিঃশব্দে বারংবার ডাকবে আবার

জানি ।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫২

শুঁটকি মাছ বলেছেন: ঐ শালা,তুই সামুতে রেগুলার লেখা পোস্ট করস না ক্যারে???????? X(

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

ইসতিয়াক অয়ন বলেছেন: :D :D

২| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:০৭

আমিনুর রহমান বলেছেন:



শুঁটকি মাছ বলেছেন: ঐ শালা,তুই সামুতে রেগুলার লেখা পোস্ট করস না ক্যারে???????? X(

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

ইসতিয়াক অয়ন বলেছেন: অশ্লীল ব্লগার তো ... :P

৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:২০

এহসান সাবির বলেছেন: সুন্দর কবিতা।

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

ইসতিয়াক অয়ন বলেছেন: :)

৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনি কে ? কেউ না হয়তো !
কিন্তু আমার কবিতা ভালোলেগেছে ! তাই আপনার পিছু নিলাম !

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

ইসতিয়াক অয়ন বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন ।

৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৭:২২

মামুন রশিদ বলেছেন: সুন্দর কবিতা । ভাল লেগেছে ।

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

ইসতিয়াক অয়ন বলেছেন: ধন্যবাদ মামুন রশিদ :)

৬| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৫

বোধহীন স্বপ্ন বলেছেন: ভয়াবহ লেগেছে +++++++

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

ইসতিয়াক অয়ন বলেছেন: :#> :#> :#>

৭| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: শুটকি মাছ ভাইয়ার উপদেশ শুনার অনুরোধ থাকলো।

কবিতা কবিতায় ভরে ফেলুন ব্লগ্।


কবিতা ভাল লেগেছে। :)

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

ইসতিয়াক অয়ন বলেছেন: হাহাহা । ভাল থাকবেন ।

৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:০২

কান্ডারি অথর্ব বলেছেন:




আমিনুর রহমান বলেছেন:



শুঁটকি মাছ বলেছেন: ঐ শালা,তুই সামুতে রেগুলার লেখা পোস্ট করস না ক্যারে???????? X(

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

ইসতিয়াক অয়ন বলেছেন: :P

৯| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৬

এন এফ এস বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন: আমিনুর রহমান বলেছেন: শুঁটকি মাছ
বলেছেন: ঐ শালা,তুই সামুতে রেগুলার লেখা পোস্ট করস
না ক্যারে????????

ছিঃ আপনাদের মত অশ্লীল ব্লগারদের তিন চাকার ভ্যান দেয়া হোক :P

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

ইসতিয়াক অয়ন বলেছেন: ঠিক বলছেন এনএফএস - পুরাই অশ্লীল B-))

১০| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

শুঁটকি মাছ বলেছেন: ঐ আমারে তুই অশ্লীল কইলি ক্যারে? X((
রেগুলার কবিতা পুস্টাবি!না হইলে এক্কেরে কোপায়ে দিমু!!!!! B-)) B-)) B-)) B-))

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৪

ইসতিয়াক অয়ন বলেছেন: B:-) B:-) B:-)

১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৭

আপেক্ষিক বলেছেন: জোস হইসে।
শুঁটকি মাছ বলেছেন: ঐ আমারে তুই অশ্লীল কইলি ক্যারে? X((
রেগুলার কবিতা পুস্টাবি!না হইলে এক্কেরে কোপায়ে দিমু!!!!! B-)) B-)) B-)) B-))

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৫

ইসতিয়াক অয়ন বলেছেন: :) ধন্যবাদ আপেক্ষিক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.