নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসতিয়াক অয়নের ব্লগ

হাসন রাজায় কয়, আমি কিছু নয় রে আমি কিছু নয় !

ইসতিয়াক অয়ন

আমি কে ? কেউ না ...

ইসতিয়াক অয়ন › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ হ্যানিবল

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫১

সে ঝুঁকে এলো ।

আমি গন্ধ পেলাম –তীব্র কোন পরিচিত ঘ্রাণ ।

মাথা ধরিয়ে দেয় !

সে হেসে উঠলোঃ

‘ভেরসাচে এরোস’

আমি চমকে পিছিয়ে গেলাম ।

তার শাদা শাদা ছোট দাঁতে হাসির দমকে

আমার কান ঝাঁ-ঝাঁ করতে শুরু করেছে ...



সে আরো ঝুঁকে এলো ।

‘তুমি দুঃস্বপ্ন দেখো, প্রতি রাতে, প্রতি রাতে দেখো ?’

‘হ্যাঁ ? ...হ্যাঁ ।’

‘তোমার হ্যালুসিশন হয়,...’, সে বলতে লাগলোঃ

‘তুমি আমাকে দেখতে পাও

রাতভর জেগে জেগে

আমার সাথে কথা বলো- ভয়ংকর হ্যালুসিনেশন !

তুমি কি থমাস হ্যারিসের লেখার খুব বড় ভক্ত ?’



তার চোখ জ্বলে উঠলো

মেরুন রঙের অদ্ভুত কনিনীকা তার কথার সাথে সাথে নাচছে

খড়খড়ে ধাতব কন্ঠে আবারঃ

‘এখনো দেখতে পাচ্ছো আমাকে ?’

আমি চুপ করে রইলাম ।

সে কাচের গ্লাসে রক্তলাল ওয়াইন ঢালতে ঢালতে বলল,

‘তুমি লিখতে চাও । হ্যাঁ, লিখতে চাও ।

থমাস হ্যারিসের মত ?’



আমি আবারও চমকালাম ।

‘আমি চাই আপনার মত একটি চরিত্র

আমি তাকে পৃষ্ঠায় বাঁধবো,

আমি আপনাকে চিনতে চাই !’

সে মাথা ঝোঁকালো

গাঢ় খয়েরী রঙের টাই ঠিক করতে করতে বলল,

‘... নিজেকে কল্পনা করো

আমার মত করে...’



আমি কল্পনা করলাম ।

সে আমার চোখের থেকে চোখ সরিয়ে ডাইনিং এ তাকাল,

সেখানে ফল কাটা ব্লেড অপেক্ষা করছে

সে হাসল ।

‘আমি তোমায় গল্প শোনাবো,

আমাদের গল্প । তুমি ব্যথা অনুভব করতে পারবে না...’

আমি বা গালে ব্লেড বসিয়ে দিলাম

রক্ত ... কেবল রক্ত ... রঙিন ওয়াইনের মত !







‘আমার নাম কোথা থেকে এসেছে, জানো ?

মার্মারার সমুদ্রতটে আংটি থেকে যিনি বিষ চুষে খেয়েছিলেন

দ্য গ্রেট হ্যানিবল- মহান সৈনিক !’

লিথুনিয়ান সাইকোপ্যাথ বলে চললেন

‘...তার থেকে; রোমানদের

‘আতংক’ শব্দটির সাথে তিনিই প্রথম পরিচয় করিয়েছিলেন

তোমার কি মনে হয় ? থমাস হ্যারিস

আমার চরিত্রটি কার কাছ থেকে ধার করেছে ?’



‘জেসন রিকেটস ?’

‘ভিকটিমের দেহ পোস্টমর্টেম করি বলে ?’

‘উইলিয়াম কয়েন ?’

‘ক্যানিবালিজমের জন্য ?’

‘মায়াজাকি কি হতে পারে ?’

‘আমার বা হাতের ছ’টি আঙুল দেখে ?...

তুমি এখন পর্যন্ত নিজের চোখে ব্লেড ঢোকাতে

সাহস পাওনি । ভীরুরা লেখক হতে পারে না...’



আমি আমার চোখ ফুটো করলাম ।

সে হিসহিস করে বলল,

‘চিন্তা করো ! আরো ভাবো !

কে আমি ? আমি কে ?’

আমি চিৎকার করলামঃ ‘ডঃ সালাজার !’

সে হাসতে হাসতে বললঃ ‘A census taker once tried to test me.

I ate his liver with some fava beans

and a nice chianti’

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৭

নাজিম-উদ-দৌলা বলেছেন:
ভিন্ন ধরনের একটা কবিতা পড়লাম!

অসাম লেগেছে। ++++

২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩২

ইসতিয়াক অয়ন বলেছেন: পাঠ-প্রতিক্রিয়া জানানোর জন্য ধন্যবাদ !

২| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৬

শুঁটকি মাছ বলেছেন: কিছু বুঝিনাই।কবিতার ব্যাখ্যা কালকে শুনব!দয়া কইরা শুনাইস অয়নবাবা!

২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৩

ইসতিয়াক অয়ন বলেছেন: // এইটা কবিতা না- হেলুসিনেটিভ ড্রাগ //

-আমার এক বন্ধুর প্রতিক্রিয়া B-))

৩| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৩

সুমন কর বলেছেন: B:-) B:-)

২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৩

ইসতিয়াক অয়ন বলেছেন: কি ব্যাপার ভাই ?? ;)

৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৪

আমিনুর রহমান বলেছেন:




কঠিন কবিতা :| :| :|

২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৪

ইসতিয়াক অয়ন বলেছেন: থাক ! পরের বার সহজ কবিতা লেখা হবে । ভাল থাকবেন ।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:

গল্পের আঙ্গিকে দারুণ কাব্যথ্রিলার, জাস্ট অদ্ভুত সুন্দর ++++++ রইল।

আমার নাম কোথা থেকে এসেছে, জানো ?
মার্মারার সমুদ্রতটে আংটি থেকে যিনি বিষ চুষে খেয়েছিলেন
দ্য গ্রেট হ্যানিবল- মহান সৈনিক !

২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৫

ইসতিয়াক অয়ন বলেছেন: অনেক ধন্যবাদ ।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২১

তাজা কলম বলেছেন: ভাল লাগলো।

২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৫

ইসতিয়াক অয়ন বলেছেন: :)

৭| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২১

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
শয়তান ফ্রয়েড সম্পর্কে পড়াশুনা করতে গিয়ে হ্যানিবল সম্পর্কে জানার সুযোগ হয়। না-হয় হয়তো কোনদিনও জানার দরকার হতো না।

এবং শিরোনামে ঐ হ্যানিবল নামটা দেখেই ঢুকলাম, যদিও কবিতার পেছনে আমি সময় ব্যয় করি না।

বাই দ্য বাই, হ্যানিবল ছিলো সিগমুন্ড ফ্রয়েডের স্বপ্নের পুরুষ। স্বপ্নের নায়ক। কেন এবং কীভাবে তা' আমি আমার পরে পোষ্টে আলোকপাত করবো ইনশা'আল্লাহ।

কেউ এ ব্যাপারে আগ্রহ থাকলে "দ্য রাইজ এন্ড ফল অব হ্যানিবল" মুভিটি দেখতে পারেন। আমি দেখেছি। রোমানদের সাথে তার যুদ্ধ, শৌর্য ও বিরত্বের উপর ভিত্তি করে নির্মিত হিস্টরি মুভি।

সম্ভবত থমাস হ্যারিসের নভেলের উপর ভিত্তি করেই ঐ মুভিটি নির্মিত। থমাস হ্যারিস ও হ্যানিবল নামটি আপনার কবিতায় দেখলাম।

কবিতাটি ভালো লেগেছে। ক্রিটিক্যাল মন্তব্য করলাম না।

ধন্যবাদ।

২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৯

ইসতিয়াক অয়ন বলেছেন: কোথাও একটা ভুল হয়েছে । আমি যেই হ্যানিবলকে নিয়ে লিখেছি সে একজন কল্পিত সিরিয়াল কিলার । থমাস হ্যারিসের বিখ্যাত উপন্যাস 'সাইলেন্স অব দ্য ল্যাম্বস' এর অ্যান্টিহিরো ক্যারেক্টার । হ্যাঁ, তিনি সিগমন্ড ফ্রয়েডের প্রিয় চরিত্র ।

আপনি "দ্য রাইজ এন্ড ফল অব হ্যানিবল" এর যেই হ্যানিবলের কথা লিখেছেন, তিনি একজন বিখ্যাত যোদ্ধা- রোমান সাম্রাজ্যে আধিপত্য করেছেন । থমাস হ্যারিসের উপন্যাস তাঁকে কেন্দ্র করে নয় ।

কবিতার পেছনে সময় নষ্ট করে না এমন একজনকে কবিতা ভাল লাগাতে পেরে আনন্দিত লাগছে । আপনার পরের পোস্টের জন্য আমার আগাম শুভকামনা রইলো । ভাল থাকবেন ।

৮| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতার ভিন্ন স্বাদটা উপভোগ করলাম।

২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫০

ইসতিয়াক অয়ন বলেছেন: :) ভাল থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.