নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসতিয়াক অয়নের ব্লগ

হাসন রাজায় কয়, আমি কিছু নয় রে আমি কিছু নয় !

ইসতিয়াক অয়ন

আমি কে ? কেউ না ...

ইসতিয়াক অয়ন › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ বসন্ত-মন

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৪

আজ ফাল্গুনে

রাঙা কাল গুণে

রাঙে রঙ্গনে

ধরা- নীল অম্বরী সুধাসম্ভব গন্ধে,

হাসে মহাকাশ

ভাসে নীলাকাশ

সে যে মেঘবাস

তবু করি অনুভব তারে হলুদাভ ছন্দে ॥



সেই ছন্দে এ বসন্তে

আমি মহাপ্রেমী আজি এই অপ্সরা প্রকৃতির,

এই মধুপুর শুনি কুহুসুর

যেন এথা নামিয়াছে বৈজয়ন্ত অস্থির ।



আমি বিস্মিত

কেন বিস্মৃত

ওগো প্রবসিত

তুমি ভুলে গেছো কিগো ‘সন্ধ্যা’য় ভেজা স্বক্ষা

না, না, ভোল নি

জানি অবনী

পারে তোলনি

মা’র কান্নারে ভুলে মদিরার জাম, ভোলনি সবুজপক্ষ্মা ॥



তব মন মাঝে আজও তাই বাজে

কোন চৈত্রের শেষে পেয়েছিলে প্রেমপত্র,

কালবৈশাখী ঝড়ে গৃহত্যাগী

হয়ে তবুও রয়েছো তুমি স্পষ্ট তত্র ।



রাখি হাত হাতে

চলো এই প্রাতে

বরি সওগাতে

যারে করেছে পৃথিবী আমাদেরই লাগি মুক্ত

কোন আর্তি না

করি প্রার্থনা

সুর মূর্ছনা

সদা র’ক বসন্তমধুর মনে তা যুক্ত ॥



মনে ভালবাসা র’ক চিরআশা

সব পিঞ্জরে বাঁধা হৃৎপিন্ডের রক্তে,

কভু ব্যথাশূলে কোন মহা ভুলে

যেন না মরে প্রেমের পিয়াসীরা, প্রেম-ভক্তে ।



নেই অবসাদ

মনে শুধু সাধ

যেন আজ রাত

পঞ্চমী চাঁদ না ডোবে আমারে ডাকি

মিছে প্রেম করা

মন মনোহরা

নাহি দিবে ধরা

ফাল্গুন ফুল; অর্যমা দেবে ফাঁকি ॥



তবু সেই মিছে এলোপ্রেম পিছে

ঘুরেই রাঙিয়া খুন

প্রতি নিঃশ্বাসে এই বিশ্বাসে

আসিবেই ফাল্গুন !!



_______________________________

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪০

ইসতিয়াক অয়ন বলেছেন: :)

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: তবু সেই মিছে এলোপ্রেম পিছে
ঘুরেই রাঙিয়া খুন
প্রতি নিঃশ্বাসে এই বিশ্বাসে
আসিবেই ফাল্গুন !!

বেশ !

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪১

ইসতিয়াক অয়ন বলেছেন: কবিতাটি হয়তো ব্লগে দেয়াই হল এই ক'টি লাইনের জন্য । ভাল থাকুন প্রিয় ব্লগার !!

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২২

মামুন রশিদ বলেছেন: সুন্দর! বসন্ত শুভেচ্ছা ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩০

ইসতিয়াক অয়ন বলেছেন: খেয়ালি বসন্তের বৃষ্টিস্নাত শুভেচ্ছা আপনাকেও :)

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৭

হাসান মাহবুব বলেছেন: +++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩০

ইসতিয়াক অয়ন বলেছেন: ধন্যবাদ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.