নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসতিয়াক অয়নের ব্লগ

হাসন রাজায় কয়, আমি কিছু নয় রে আমি কিছু নয় !

ইসতিয়াক অয়ন

আমি কে ? কেউ না ...

ইসতিয়াক অয়ন › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ জোছনা, হরিণ এবং কতিপয় যুবকের দল

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৭

মৃত রোদ ভেসে গেলে

সন্ধ্যার জোছনাতে চাঁদ নেমে এলে

ধীর পায়ে নেমে আসে অজস্র চক্রচর হরিণীর দলও

এই পথে; নদীর শেষের বালি- শাদা মখমল

পায়ে দলে; ওদের মিশ্রিত ডাকে ভরে যায় ক্ষীণ

রাতের বাতাস, বন, বালুচর, ঝরা পাতা, তৃণ

এইখানে ধীরে সাথে যখন ছড়ায়ে রয় অজস্র হরিণীর দলও

বনময় সারি সারি অভ্রান্ত জোছনার রঙ্‌ নেমে এলে ...



ঐ রঙে কিছু ছিল

কিছু পুরোনো কবিতা ও মৃত কিছু কবিদের প্রেম

ঐ রঙে জমা ছিল সালভাদর দালির বিষাদ

জমা ছিল সাধ-

মনভাঙা কয়েকটি ডাহুকের, ঝিনুকের অথবা প্রেমিক-

আর কিছু স্বপ্নচারী যুবকের অবসাদ ঐ রঙে জমা ছিল ঠিক !



তাই; যখন বনের কাছে জলভরা নদী

জোছনার সমুদ্রে যায় ভেসে

চক্রচর হরিণ আর যুবক দলের রেশ একটি প্রান্তে এসে মেশে

এই তীব্র অবসাদ-সাধ-ব্যথা-বেদনার নরম পৃথিবী ঘিরে ঘিরে

বারবার যেইটুকু সুখ আসে ফিরে

সেইটুকু খুঁজে নেয় এই রূপ- এই ঘ্রাণ- এইসব রঙিন মূর্ত রাত্রি ভরে !

যখন বনের কাছে জলভরা নদী

জোছনা-সমুদ্রে যায় বানভাসা ভেসে ।



যুবকের ব্যথা আর বেদনার ধূসর ওয়াগন

এমন জোছনা রাতে তারায় তারায়

মায়াহরিণীর পায়ে যদিবা হারায়

কিবা এসে যায়...

কিবা এসে যায়...

কিবা এসে যায়...

যখন বনের কাছে জলভরা নদী

জোছনা সমুদ্রে ভেসে যায় ।



-১৩ এপ্রিল ২০১৪,

অবকাশ পর্যটন কেন্দ্র,

নিঝুম দ্বীপ, হাতিয়া

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১১

মামুন রশিদ বলেছেন: কিবা এসে যায়...
যখন বনের কাছে জলভরা নদী
জোছনা সমুদ্রে ভেসে যায় ।


সুন্দর !

২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

ইসতিয়াক অয়ন বলেছেন: :)

২| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৯

তন্ময় ফেরদৌস বলেছেন: প্রকৃতি আর কবিতা অবিচ্ছেদ্য। দারুন যায়গায় বসে দারুন কবিতা লিখেছেন।

২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

ইসতিয়াক অয়ন বলেছেন: ধন্যবাদ !

৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন:


চমৎকার!!


+++++

২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

ইসতিয়াক অয়ন বলেছেন: :)

৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


এইখানে ধীরে সাথে যখন ছড়ায়ে রয় অজস্র হরিণীর দলও
বনময় সারি সারি অভ্রান্ত জোছনার রঙ্‌ নেমে এলে ...

দারুণ +++

২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

ইসতিয়াক অয়ন বলেছেন: ধন্যবাদ জানবেন ভাই !

৫| ১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

আমিনুর রহমান বলেছেন:





চমৎকার +++

২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

ইসতিয়াক অয়ন বলেছেন: নেক ধন্যবাদ ! :)

৬| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০১

বোধহীন স্বপ্ন বলেছেন: আমার এ পর্যন্ত পড়া আপনার কবিতার মধ্যে এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে।

২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

ইসতিয়াক অয়ন বলেছেন: :) :) :)

৭| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নিচে ‘জীবনানন্দ দাস’ লেখা না দেখে চমকে উঠলাম। আমি পড়তে পড়তে নিশ্চিত ছিলাম যে আপনি জীবনানন্দ দাসের কোনো কবিতা শেয়ার করছেন।


অদ্ভুত সুন্দর। সমিল প্রবহমান ছন্দে লিখিত কবিতাটিতে আপনার অসাধারণ দক্ষতার পরিচয় পাওয়া যায়।



যুবকের ব্যথা আর বেদনার ধূসর ওয়াগন
এমন জোছনা রাতে তারায় তারায়
মায়াহরিণীর পায়ে যদিবা হারায়
কিবা এসে যায়...
কিবা এসে যায়...
কিবা এসে যায়...
যখন বনের কাছে জলভরা নদী
জোছনা সমুদ্রে ভেসে যায় ।



অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

ইসতিয়াক অয়ন বলেছেন: আমার মাঝে মাঝে মনে হয় সুন্দর কবিতা, সুন্দর ছন্দে সব কবিতা লেখা হয়ে গেছে । আক্ষেপ করে একবার লিখলামঃ

কবি হত্যার বিচার

নতুন ছন্দে লিখবো ভেবে কিছু লিখতে বসলেও বেশীরভাগ সময়েই ছন্দ আর গড়া হয়ে ওঠে না । তবে কবিতা হয় । নিজের কবিতা নিজেই মুগ্ধ হয়ে পড়ি- ভাবি, এও মন্দ কি, কবিতার কবি চেনাজানা- বারবার করে তাকে চিনি- বড় ভাল লাগে !

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য :)

৮| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩০

সোজা কথা বলেছেন: খুবই সুন্দর হয়েছে।

২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

ইসতিয়াক অয়ন বলেছেন: :)

৯| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ২:০৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লেগেছে।

২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

ইসতিয়াক অয়ন বলেছেন: :)

১০| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৪

শুঁটকি মাছ বলেছেন: লেখায় জীবনানন্দের সৌরভ!!!!!
সুন্দর লিখছোস!

২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

ইসতিয়াক অয়ন বলেছেন: এইটাই সেই বিখ্যাত মন্তব্য ????

=p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.