নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু না

আমি মুরগি

ছি!! তোমার নাম মুরগি কেন?? এখনো যে মানুষ হতে পারিনি। এখনো যে মিথ্যা বলি। এখনো আমি লোভি। মানুষ তো এরকম হতে পারে না!!

আমি মুরগি › বিস্তারিত পোস্টঃ

আপনি কি আমিন না লেখে চলে যান? আপনি তো ভাই শেষ!!

২২ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২১

আমিন না লিখে যাবেন না! আপনি জান্নাতে যেতে চাইলে ঘরে বসে কমেন্টে আমিন লিখলেই টিকিট কনফার্ম! অসংখ্য পেইজে, গ্রুপে,ফেসবুকে ভরপুর হয়ে গেছে এই আমিন আমিন। এদের লাইক এক দুই হাজার নয়। এদের লাইক সংখ্যা বিশ/ ত্রিশ হাজার থেকে শুরু করে কয়েক লক্ষ পর্যন্ত। বাংলাদেশের প্রায় লক্ষলক্ষ ফেসবুক ব্যবহারকারী এদের পাল্লায় পড়ে ভুল পথে যাচ্ছে। এরা আবার অস্ত্র হিসেবে বেছে নিয়েছে মানুষের দুর্বলতম দিক,আবেগ কে। ইসলামকে ব্যবহার করে এই কাজটি করছে সুনিপুনভাবে। এদের স্ট্যাটাসগুলো যেরকম হয়ে থাকে তার কিছু নমুনা দেখুন- একটি অসুস্থ বা রুগ্ন শিশুর ছবি দিয়ে বলবে কেউ আমীন না লিখে যাবেন না। আল্লাহ তায়ালার নাম অমুক যায়গায় এখানে সেখানে পাওয়া গিয়েছে। সব পুড়ে গেছে অথবা পানিতে তলিয়ে গেছে কিন্তু কোরআন,আল্লাহর নাম আর মসজিদ রয়ে গেছে। হিজাব পরা কোনো আরব রমনীর ছবি দিয়ে বলবে এই মুসলিম বোনটির জন্য কতগুলা লাইক। কখনো শুদ্ধ কখনো জাল হাদিস ব্যাখ্যা ছাড়া তুলে ধরে বলবে সবাই লাইক দিন যদি জান্নাতে যেতে চান। কখনো মিয়া খালিফার ইসলাম গ্রহনের খবর,কখনো টনি ব্লেয়ারের শালির/ অংসাং সুচির/এই বোন/ ভাই টির ইসলাম গ্রহনের খবর। . আদম আঃ এর পায়ের ছাপ, মা-ফাতিমার শাড়ি। এমনকি রাসুল সাঃ কে ব্যবহার করতেও এরা ছাড়েনা (নাউজুবিল্লাহ)। বিভিন্ন নবী রাসুলদের মাজার/কবরের ছবি। এদের সব পোস্টেই থাকে এডিট করা কোন না কোন ছবি। আর শেষে থাকে *মুসলিম হলে কমেন্টে আমীন লিখুন* *লাইক না দিয়ে যাবেন না* *এই খবরটি বেশি বেশি শেয়ার করুন* *জান্নাতে যেতে চাইলে আমিন /সুবনাল্লাহ না বলে যাবেন না!* অথচ সরলমনা মুসলিমেরা না বুঝেই এসবে লাইক দিয়ে থাকেন। শেয়ার করে থাকেন। তারা জানেন না যে এটি চরম মিথ্যে। অজান্তে তাঁরা এভাবেই ইসলামের ভুল চিত্র তুলে ধরছেন সবার সামনে। অথচ তাঁরা ভাবছেন এটি করে বুঝি পূণ্য হলো। তারা জানেন না যদি এসবেই আপনি সওয়াব পেতেন তাহলে ইসলামের মত একটি পূর্ণাংগ জীবন ব্যবস্থায় অবশ্যই এসবের কথা উল্লেখ থাকতো যে, আধুনিক কালে বা শেষ জমানায় এরকম কিছু পেইজ আসবে এবং তোমরা তাতে লাইক কমেন্ট শেয়ার দিয়েই পূণ্য কামিয়ে নিতে পারবে,জান্নাতে যেতে পারবে। একটি পেইজ কিংবা ফেইক আইডি থেকে কেবল হাজার হাজার লাইক পেতে কেউ একাজ করে না। তাদের উদ্দেশ্য অবশ্যই দৃষ্টি আকর্ষন করা এবং আরও অন্যকিছু!
মাথায় আল্প একটু বুদ্ধি থাকলে আপনি হয়তো আর এসব পথে পা বাড়াবেন না। এই ইন্টারনেটের যুগে সবকিছু আজ ভেরিফাই করা সম্ভব। কিভাবে?একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, ধরেন আপনার আপন ভাই মক্কায় গিয়েছে, সে একটা ছবি নিজে তুলে তারপর আপ দিল, এর মানে ছবিটা রিয়েল। আপনি লাইক দিতেই পারেন। কিন্তু পেজের কোন আডমিন সরাসরি নিজের ক্যামেরা দিয়ে ছবি তুলে দেয় না। তারা গুগল থেকে নামিয়ে তাদের লোগো এডিট করে পোষ্ট দেয়!! হাস্যকর না, অন্যেরটা নিজের বলে চালিয়ে যাওয়া? আর ওই ছবি ( মাজার, বা রাসুলের (সঃ) এর পায়ের ছাপ যে রিয়েল তা আপনি কিভাবে জানবেন?)
আর অন্যের হাদীস শেয়ার দেওয়ার আগে দয়া করে ভেরিফাই করে নিবেন, আসলেই সেটা বুখারিতে বা যে কোন সহি হাদিসএ আছে কি না।
না, হলে পুন্যের চেয়ে পাপের ভাগিদারী হবেন। মক্কার কোন ছবি থাকলে সহযেই ওইখানকার মানুষের কাছথেকে ভেরিফাই করে নিতে পারবেন। সৌদিআরব প্রবাসিদের অনেক গ্রুপ আছে, কেউ না কেউ তো সত্যটা বলতে পারবে।

পেইজ বা গ্রুপে এমনও ছেলে মেয়ের ছবি দেওয়া হয় যারা অনেক আগেই মারা গেছে, তবুও তাদের ছবি পোষ্ট করে বলা হয়, এই আসুস্থ ভাইয়ের জন্য আমিন না বলে যাবেন না। অথচ আডমিন নিজেও জানে না যে, কয়েক বছর আগেই ওই ছেলে মারা গেছে।
যদি এমন হত, তার নিজের ভাই, বোন অসুস্থ সেটা আলাদা কথা, আর আমিন বললেই যে দোয়া হয় সেটাও ঠিক না। আমিন এর অর্থ কবুল।
আপনি কয়েকটা দোয়া, সুরা অথবা নফল নামাজ পড়ে দোয়া করলেই হবে। আমিন লিখলে কিছুই হবে না ভাই। যাই করেন জেনে, বুঝে তারপর করেন। তাই না??

আমিন লেখা বন্ধ করে, নামাজ, কালাম, রোজা, এইগুলো ঠিক ঠাক করুন।
( লিখাতে ভুল হলে দেখিয়ে দিবেন, ক্ষমা চাইনা, শুধরে নিতে চাই)

(ফেসবুকে আমি ঃ https://fb.com/itsmurgi)

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২১

বিন্দু বিসর্গ বলেছেন: বিবেক হীনতার অভাব !

২| ২২ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

কানিজ রিনা বলেছেন: আসলে এদেশে আমরা নব্বই ভাগই মুসলিম
আমরা আমাদের ধর্মীয় চেতনায় দুর্বল
সে দুর্বল চেতনা ব্যবহার করাই আসল
উদ্যেশ্য। তবে কিছু ধর্মীয় বানী হাদীস
থেকে বা কোরআন থেকে সুন্দর উক্তি
দেওয়া হয়। আমিও সুবহানআল্লাহ বলে
থাকি নিজের বিবেক তারিত হয়ে।
ধন্যবাদ

২৩ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:১০

আমি মুরগি বলেছেন: তবুও আমাদের উচিৎ ভেরিফাই করে নেওয়া। আপনি বোধহয় জানেন জাল হাদিসের কথা। ধন্যবাদ

২৩ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:১১

আমি মুরগি বলেছেন: তবুও আমাদের উচিৎ ভেরিফাই করে নেওয়া। আপনি বোধহয় জানেন জাল হাদিসের কথা। ধন্যবাদ

৩| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৩

আহা রুবন বলেছেন: লক্ষটা লাইকের কী মূল্য আমি বুঝি না। একটা কিছু পোস্ট করলাম কোনও প্রশংসা বা সমালোচনা থাকলে নিজের অবস্থান সম্পর্কে কিছুটা ধারণা হয়। কিন্তু লাইকে? এগুলা তো ভুয়া (মতামত) মানে কিছু লিখতে মন চাচ্ছে না দিলাম একখান লাইক। ভুয়া বিষয়ের ভুয়া আবেদন।

২৩ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৪

আমি মুরগি বলেছেন: আমাদের সমাজে যার বেশে দামি পোশাক / দামি পদে আছে তাকে একটু দাম দেই, ফেসবুক্র লাইকটাও সেটা। লক্ষ লাইক তো অনেক বড় ব্যাপার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.