নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু না

আমি মুরগি

ছি!! তোমার নাম মুরগি কেন?? এখনো যে মানুষ হতে পারিনি। এখনো যে মিথ্যা বলি। এখনো আমি লোভি। মানুষ তো এরকম হতে পারে না!!

আমি মুরগি › বিস্তারিত পোস্টঃ

আমার ছাত্রী রানু

০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

(১)
আমার ছাত্রী আমায় জিজ্ঞেস করল স্যার আপনার কি কোন গার্লফ্রেন্ড আছে?

আমি লজ্জা পেয়ে আশেপাশে দেখে নিলাম। কারণ ওর বাবা মা যদি শুনে ফেলে তাহলে তো আমরাই বদনাম হবে। বলবে লুচিপুচি!

আমি বললাম, এসব বাদ দাও। ঠিক মত অংক কর। গত পরিক্ষায় ২০ এ পাঁচ পেয়েছো! এবার ভাল না করলে হবে না।


মেয়েটি অলস ভঙ্গিতে লেখে যাচ্ছে। দেখে মনে হচ্ছে আমার উপর চরম বিরক্ত। আর মাঝে মাঝে এমন ভাবে চুল চুলকিয়ে যাচ্ছে, যা দেখে আমারই বিরক্তি লাগছে।

ও হ্যা, বলা হয়নি মেয়েটার নাম রানু। ও ক্লাস সিক্সএ পড়ে।


ওর পড়া শেষ হয়ে গেলে, যখন আমি উঠতে যাব, ও বলল,
স্যার আপনার গার্লফ্রেন্ড আছে কি বললেন না?

আমি তখন, বললাম নেই। এবার আসি।

ও তখন হেসে হেসে বলল, স্যার জানেন আমাদের স্কুলে ক্লাস ফাইভের একটা ছেলের বিচার হয়েছে। ছেলেটার একটা গার্লফ্রেন্ড ( দুজনেই ৫ এ পড়ত)। আর তাকে একটা মোবাইল কিনে দিয়েছে। বাড়িতে ধরা খেয়েছে। এর পরে এটা স্কুলে জানাজানি এবং হাসাহাসি আর অভিভাবকের গসিবে পরিনিত হয়েছে।

আমি চুপ করে কেবল হ্যা হয়ে রইলাম! ক্লাস ৫ এর বাচ্চা তার গার্লফেন্ডকে মোবাইল কিনে দিয়েছে? অথচ তখন বোধহয় আমার দামি কোন মোবাইল ছিল না। ( মনে নাই)


(২)

একদিন আমি ভার্সিটিতে বসে আছি চুপ-চাপ। হঠাৎ একটা ফোন এল। আমি ধরলে একটা বাচ্চা মেয়ের গলা শুনতে পেলাম।  চটাস চটাস করে কথা বলছে। আর একটু ন্যাকামি ন্যাকামি। মেয়েটি আমার বন্ধু হতে চায়। আমার নাম + আরও অন্য কিছুও জানে। কিন্তু আমি কোনভাবেই চিনতে পারছিলাম না।

তো সেদিন পড়াতে যেয়ে জানতে পারলাম, রানু আমার নাম্বর তার একটা বান্ধবিকে দিয়েছে যে প্রেম করতে চায়!!

ক্লাস সিক্সের মেয়ে? আর আমি তখন ৩য় বর্ষে!!


ঔষদ শিশুদের নাগালের বাইরে রাখুন
মোবাইল/ ফেসবুক/ ইন্টারনেট শিশুদের নাগালের বাইরে রাখুন।
১৮ হওয়ার আগে খোঁজ খবর রাখুন,
আপনার সন্তান ভাল থাকুক, পরিচ্ছন্ন থাকুক।


(সত্য ঘটে যাওয়া ঘটনা, কেবল রানু নামটা মিথ্যে।)

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২১

নূর-ই-হাফসা বলেছেন: কি সাংঘাতিক ।আমার স্কুল লাইফে এমন হয়েছে যে রাস্তায় স‍্যার চলে যাচ্ছেন আমি তাকে চিনতে পারিনি ।

০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

আমি মুরগি বলেছেন: এভাবে বললে হবে না। পুরো ঘটনাটা পোষ্ট করুন। আর কমেন্টে লিংক দেন।

২| ০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

নূর-ই-হাফসা বলেছেন: বলার মত কিছুই না। বুঝাতে চেয়ছি আমরা তখন স‍্যার দের দিকে তাকিয়ে কথা বলতে ই সাহস হতো না ।আর এখন কার বাচ্চারা কেমন যেন ।

৩| ০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সময় এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে
আমরা তার সাথে পাল্লা দিতে গিয়ে
হোচট খাচ্ছি, খাদে পরছি, কেউ
এগিয়ে আসছে না তুলে উঠাতে!!

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:০২

আমি মুরগি বলেছেন: হুম! আমাদের নিজেদের ফ্যামিলি থেকেই শুদ্ধ হতে হবে।

৪| ০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:



আপনার শারীরিক ও মানসিক গঠন ৮ম/৯ম শ্রেণীর ছেলের কাছাকাছি নয়তো?

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:০১

আমি মুরগি বলেছেন: হাহাহাহাহা ভাল বলেছেন!!

৫| ০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

হাফিজ হুসাইন বলেছেন: এখন ডিজিটাল যুগ। এ যুগের বাচ্চারা ও ডিজিটাল হয়ে গেছে। ইনারা এখন মোবাইল আর পেইসবুকের কল্যানে সবকিছু একটু বেশী বেশীই জানে। এখন ক্লাস ২/৩ এর বাচ্চারাও প্রম করবে এটাই তো স্বাভাবিক। এমনকি আমার জানা মতে ক্লাস ৫/৬ এর বাচ্চারাও পর্ণগ্রাফি দেখে।

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:০২

আমি মুরগি বলেছেন: হ্যা তা দেখে।

৬| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:২৫

সুমন কর বলেছেন: শেষের মেসেজটাই আসল।

মজার ছিল।

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৩২

আমি মুরগি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৭| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৪১

প্রামানিক বলেছেন: বিপদের কথা।

৮| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৪

নাহিদ০৯ বলেছেন: তথাকথিত আধুনিকা মেয়ের বাবার কাছে আমার প্রশ্ন- আপনার মেয়ের ছবি ছেলেদের পকেটে থাকাটা কি গর্বের নাকি লজ্জার? যদি লজ্জার হয় তাহলে মেয়ের ছবি ফেসবুকে রয়েছে, চেষ্টা করলেই মুহুর্তের মধ্যে তা দেখার সুযোগ আছে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে।

এটা কতটা লজ্জার এবং কতটা নোংরা একটা বিষয় তা বাবা মায়ের পক্ষেই বোঝা সম্ভব, ক্লাস সিক্স এ পড়া একটা মেয়ে এটাকে ফ্যান্টাসি ই মনে করবে। তাই বলবো মন যা চাই সেরকম ভাবে চলতে দেওয়ার স্বাধীনতা’র নামে তথাকথিত আধুনিক চিন্তা ভাবনা বাদ দিয়ে বাচ্চাদের কে তাদের সম্মান, তাদের মূল্যবোধ সম্পর্কে শিক্ষা দিন।

আর ফেসবুক, স্মার্টফোন অবশ্য অবশ্য বোধ না হওয়া পর্যন্ত হাতের নাগালে না দেওয়াই শ্রেয়।

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:৫১

আমি মুরগি বলেছেন: খুব বিচক্ষণ কথা বলেছেন। ভাল লাগল।

৯| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্লাবন যখন আসে, বাঁশের বাঁধে কূল রক্ষা হয়না বুঝি!!!

চলমান সময়কে খোলা চোখে দেখলে আতংক জাগে মনে!
শুধু প্রেম বা পর্ণ আসক্তির অনেক উপরেই চলছে তারা! রুম ডেটিং! ইন্টারকোর্স ডালভাত!

অভিভাবকরা কতটা বেখেয়াল ভাবতেও অবাক লাগে!
শুধু স্কুলে আনা নেয়ার মাঝেই দায় এবং সচেতনতা সীমাবদ্ধ রেখে উনারা বাহ্যত হ্যাপি!
কিন্তু অন্তর্জগতে তা কতদূর গড়িয়েছে ভাবতেও নারাজ!

একটা ব্যাপক অংশ প্লাবনের স্বীকার! শতকরা হার অবশ্যই উদ্বেগজনক।

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৩

আমি মুরগি বলেছেন: কিন্তু কি করা যেতে পারে? এদের বিরুদ্ধাচার করলে অসমাজিক বা সেকেলে। আরও কত শত নালিশ।

১০| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৩

কলাবাগান১ বলেছেন: " ক্লাস ৫ এর বাচ্চা তার গার্লফেন্ডকে মোবাইল কিনে দিয়েছে?"

বাংলাদেশে অন্তত ৩০-৪০ লক্ষ ছেলেমেয়ে ক্লাশ ৫ ই পড়ে..তারমাঝে একটা উদাহরনে সবাই কে এক কাতারে ফেলে দিলেন।
এখন ইমেইলের যুগে যদি আপনি যদি আফসোস করেন যে কেউ হাতে চিঠি লিখে না ...তাতো হয় না

এর বিরূদ্ধে সামাজিক আন্দোলন করতে পারেন... মেয়েদের হাতে টেকনলজির দরকার নাই..কেননা কিছু কিছু মেয়েরা এর অপব্যব হার করে।

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৪২

আমি মুরগি বলেছেন: আসলে, আমি কেবল একটা সত্য ঘটনা উপস্থাপন করলাম। আর নিজেও দেখতে পায় আজকাল টিনএইজরা কি করে না করে। বাচ্চারা ইমেলের চেয়ে অন্যকিছুই বেশি করে একটা স্মার্ট ফোন হাতে পেলে। ক্লাস ৫ এর কাউকে আমি ইমেল করতে দেখি নি, তবে তাদের গেইম খেলতে দেখেছি। গেইম খেলা স্বাভাবিক। কিন্তু অন্য কিছু যদি তারা করে তাহলে অবক্ষয়।

১১| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১২:০১

অ্যাপল ফ্যানবয় বলেছেন: এই বয়সের কারো কাছ থেকে এটা আশা করতে পারি না । আচ্ছা এদের জন্য একটা চিড়িয়াখানা খোলা যায় না ?

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১২:১৭

আমি মুরগি বলেছেন: হাহাহাহাহাহহা!! শেষে আপনাকে শিধু অধিকার সংরক্ষণ থেকে মামলা দিয়ে দিবে।

১২| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১২:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রাইমারী স্কুলের মেয়েকে নিয়ে মা যদি দিন রাত সিরিয়াল দেখে তাহলে মেয়ের মনে তো এসব আসবেই...
আরেকটা বিষয় আমার মনে হয় মেয়েদের জন্য ছেলে শিক্ষক রাখা বন্ধ করতে হবে। অবশ্য কলাবাগান আমাকে গুহায় যেতে বলবে - এই কমেন্ট দেখলে...

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৪

আমি মুরগি বলেছেন: কলাবাগান আপনাকে কোথায় পাঠাবে? হাহাহাহা!! ভাল কথা বলেছেন। আমিও একমত।

১৩| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১২:৫২

কলাবাগান১ বলেছেন: মেয়েদের পড়ালিখা বন্ধ করে দিলেই তো আর পুরুষ শিক্ষক রাখার কথাই উঠবে না।

০৩ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৩

আমি মুরগি বলেছেন:

১৪| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৫

নীলপরি বলেছেন: এটাই হয়ত বাস্তব ।

১৫| ০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: গার্লফ্রেন্ড এর কথা জিগ্যেস করেছে বলে লজ্জা পেয়েছেন, আর আমাকে এমন একটা প্রশ্ন করেছিলো যেটা শুনলে আপনি নিশ্চিত জ্ঞান হারিয়ে ফেলবেন।

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:১৯

আমি মুরগি বলেছেন: ভাই প্লিজ এক্ষুনি বলে ফেলুন! সহ্য হচ্ছে না।

১৬| ০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: মেয়েদের জন্য ছেলে শিক্ষক রাখা নিয়ে কমেন্টে দেখলাম। মূলত শিক্ষক রাখলে সমস্যা নাই। অন্য কিছু রাখলে রিস্ক থেকে যায়। ম্যাসেজটা ভালো।

১৭| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: সময়ের চাহিদা অনুসারে অভিবাবকগণ সচেতন হতে পারছেন না।

এখন জম্মের পর থেকেই মোবাইল হয় সঙ্গি

তার ফলেই সমাজে দেখা দিচ্ছে বিভিন্ন অসংগতি।

১৮| ১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৭

অ্যাপল ফ্যানবয় বলেছেন: কিশোর-কিশোরিদেরকে শিশু বলা হয় বলেইতো এতো সমস্যা ।( আমিও কিন্তু শিশু!)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.