নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবনের বৃষ্টিস্নাত স্বপ্নমত্ত এলোমেলো তরুনের হাতে নীল রঙের আল্পনা যেখানে দু ফোটা অস্রুর মাখামাখি আর তার সানগ্লাসের আড়ালে কিছুটা অনুভূতি যা কিনা সানসেটে বসে থাকা এক টুকরো রোদ অতঃপর তার হাতে থাকা উপন্যাসের শেষ পৃষ্ঠায় এসে দেখা দিল একটি শুকনো গোলাপ পাপড়ি

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র

ল্যাম্পপোস্টের হলুদ সোডিয়াম আলোয় ভিজতে থাকা তরুন যার আছে আকাশে ওড়ার স্বপ্ন।সে গোধূলী ভালোবাসে।আর ভালোবাসে সন্ধ্যাকালে বাসের জানালার পাশের সিট টা কে।আচ্ছা আপনি কি তার মত ঝুম বৃষ্টিতে এক কাপ কড়া লিকারের চিনি ছাড়া লাল চা ভালোবাসেন??

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র › বিস্তারিত পোস্টঃ

ছিলাম আছি থাকবনা

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৯

হয়তবা তোমায় দেয়া হয়েছিল সাদরে স্বাগতম করেছিল বরণ...
কাল সেই তোমাকেই বিতাড়িত করে বলবে তারা এবার করতে হবে যে গমন!!

ফেলবে দু ফোটা অস্রু তোমার স্মরণে..
বলবে আহা কত দু:খ তোমার মরণে!!

কিন্তু মানব মনে রেখ বলছি তোমায় আজ..
অস্রু একদিন ঝড়বে... হয়তোবা দু দিন..
কিন্তু বাস্তবতার ভিড়ে একদিন অস্রু ঝড়তে নারাজ!!

থেকে যাবে শুধু বন্ধুর কাধে পড়ে থাকা তোমার হাত...
আর জোসনায় বসে থাকা কিছু একাকী রাত...

থেকে যাবে গোলাপের কাটায় লেগে থাকা রক্ত..
আর বিকেলের ঘাসে পড়ে থাকা কিছু আদুরে মাখা বিরক্ত!!

থাকবে কিছু রাত কাটানো আড্ডা আর চার টা মরিচের ঝালমুড়ি..
আর টিএসসি তে বসে কিছু কথার হামাগুড়ী!!

থাকবে বসে একা আমার গীটার...
ইশশ বেচারার গায়ে ধুলো জমে একাকার!!

বাড়িওয়ালা আজ দিয়েছে নোটিশ...
ছাড়তে হবে তার বাড়ি..
নতুন কে জানি আসছে এই তো কয়দিন বাকী!!!

চাচ্ছি কিছু প্রহর কিছুটা সময়..
গীটারে যে কিছু রয়ে যাওয়া সুর তুলতে হয়!!

না জানি কেন দরখাস্ত হলোনা মঞ্জুর!!
স্টেশনে এসে বসে আছি জানি না যাওয়া হবে কতদূর!!
শেষ ট্রেন এর হুইসেল বেজে গেছে...
ওইত দূরে আমার শৈশব বসে খেলছে...
কৈশোর টা আমার কি যেন বই পড়ছে!!
আর অই তো যৌবন আমার নীল পাঞ্জাবী পড়ে হাটছে!!!

বিদায় রঙিন পৃথিবী...
চলে যাচ্ছি আজ সাদা কালো আমি...!!


#হারিয়ে_যাওয়া : আমারশৈশব...আম্মুর বকুনি...স্কুল পালানো...স্যার দের বকা..আমার কলেজ লাইফের ভলিবল আর বাস্কেটবল কোর্ট...ক্যান্টিনের পাশের বেঞ্চে পা দুলিয়ে টিফিন খাওয়ার দিন গুলো...ক্লাস ফাকি...আমাদের সেকশন বি...ক্লাস বাদ সদিতে হলে গিয়ে দেখা বাংলা সিনেমা...ক্লাসে করা দুষ্টুমি...ঘাসের উপর বসে আড্ডা..আর কিছু শব্দ!!!
কেউ ফিরিয়ে দিবে আমার সেই কলেজ ড্রেসের দিনগুলো!!???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.