নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবনের বৃষ্টিস্নাত স্বপ্নমত্ত এলোমেলো তরুনের হাতে নীল রঙের আল্পনা যেখানে দু ফোটা অস্রুর মাখামাখি আর তার সানগ্লাসের আড়ালে কিছুটা অনুভূতি যা কিনা সানসেটে বসে থাকা এক টুকরো রোদ অতঃপর তার হাতে থাকা উপন্যাসের শেষ পৃষ্ঠায় এসে দেখা দিল একটি শুকনো গোলাপ পাপড়ি

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র

ল্যাম্পপোস্টের হলুদ সোডিয়াম আলোয় ভিজতে থাকা তরুন যার আছে আকাশে ওড়ার স্বপ্ন।সে গোধূলী ভালোবাসে।আর ভালোবাসে সন্ধ্যাকালে বাসের জানালার পাশের সিট টা কে।আচ্ছা আপনি কি তার মত ঝুম বৃষ্টিতে এক কাপ কড়া লিকারের চিনি ছাড়া লাল চা ভালোবাসেন??

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র › বিস্তারিত পোস্টঃ

একাকীত্ব ই সত্য বাকী সকল সম্পর্ক ফানুশের মত যা একটা সময় অদৃশ্য হয়ে যায়

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৫

কোন কোন সময় আপনার নিজেকে খুব একা মনে হবে..হয়তোবা মনে হওয়ার কোন কারন নেই কিন্তু হবে!!
গোধুলী তে যখন বাসের জানালার পাশের সিট টাতে বসবেন তখন নিজেকে খুব একা মনে হবে!!
ঘরে ফেরা মানুষের ব্যস্ততা দেখতে দেখতে মনে হবে সবার মাঝে আপনিই ব্যতিক্রম!! কারন আপনি কোন এক অজানা কারনে বড্ড একা!!
অন্যদিনগুলোর মতন আপনি বাস কন্ট্রাক্টরের সাথে দু টাকা নিয়ে ঝামেলা করবেন না!!ঘন ঘন বাস থামানোর জন্য আপনার ছাত্রত্বের ক্ষমতায় নিষেধ করবেন না! কারন আজ আপনি বড্ড একা!!
অনেক স্মৃতি এসে আপনাকে বলবে "মনে আছে আমায়???"
আপনি প্রথমে তাদের কে চিনবেন না..পরে যখন মনে পড়বে তখন নিজের অজান্তেই হেসে উঠবেন!
তখন মনে হবে কিছু বিকেলের কথা..কিছু শব্দ..কিছু ঘোরের কথা!!


মাঝে মাঝে নিজেকে গুটিয়ে রাখার মাঝে পরম আনন্দ!! নিজেকে চেনা যায়..!! উপলব্ধি করা যায় নিজের ছায়া কে!

সকল সম্পর্ক ই আপনাকে কিছুটা সময়ের জন্য আনন্দে ভাসাবে!! কিন্তু দিনশেষে সত্যিই আপনি খুব একা!!
ঠিক যেন ঘরের কোনে পড়ে থাকা কোন ধুলোমাখা মলাটের উপন্যাস!!

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২২

চাঁদগাজী বলেছেন:


আপনার সমসয়া, সবার সমস্যা নয়।

২| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৫

দ্যা ব্যাকডেটেড বলেছেন: আপনার উল্লেখিত কারনটা একাকীত্বের প্রতিনিধিত্ব করে বলে আমার মনে হয়না। আসলেই আমরা কেউ একা নই।

৩| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৮

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র বলেছেন: জি ভাইয়া অবশ্যই আমরা কেউ একা না!! কিন্তু একাকীত্ব টাই আসল সত্য!! কারন আমরা একা এসেছি একাই যাবো!!

আসলে আমি আমার নিজের চিন্তাধারা টা শেয়ার করলাম!! আর কিছু না!!
এতে কিছুটা ছেলেমানুষি থাকলেও থাকতে পারে!!

হয়তবা পুরোটাই আমার আবেগ মাত্র!!

৪| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার নচিকেতা সেই দারুন গানটা গেয়েছেন

একলা মানুষ মাতৃগর্ভে একলা মানুষ চিতায়
একলা মানুষ কর্তব্যে একলা মানুষ পিতায়
মদ্যখানের বাকীটা সময়
একলা না থাকার অভিনয়!!!!!

+++

৫| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৫

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র বলেছেন: এরকম অনেক কথা অনেকেই বলেছেন যেদিন থেকে মানুষ বুঝতে শিখেছে যে তাকে একাই চলে যেতে হবে!!
এই কথাটির নগ্ন দেহের উপর অনেকেই অনেক রঙ মাখা জামা পড়িয়েছেন!! বাট মূল কথা একটাই!!
আমার পোস্ট টা এই কথা টির উপরে একটা নীল জামার আবরন মাত্র
#শ্রদ্ধেয়_ভৃগু_ভাই

৬| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১০

মেরিনার বলেছেন: দেখুন:

http://www.somewhereinblog.net/blog/mariner77/29085230
http://www.somewhereinblog.net/blog/mariner77/29084671
http://mariner-marinersblog.blogspot.com/

৭| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২১

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র বলেছেন: #শ্রদ্ধেয়_মেরিনার_ভাই
এই পোস্ট টা আবেগের উপর প্রতিষ্ঠিত!! আমি বোঝাতে চাচ্ছি আপেক্ষিক ভাবে মানুষ আসলে একা!!
আপনার পোস্ট টি তে যথেষ্ট শিক্ষামূলক দিক রয়েছে!!
কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞান বলে আপনি যে কাজ গুলোকে সময়ের অপচয় বলেছেন সেগুলো নিষ্কাম হলেও জীবন ময়দানে তা অপরিহার্য!! মানুষ যদি তার ২৪ ঘন্টা শুধু ফল লাভের আশায় ছোটে তাহলে মানুষ রোবটে পরিনত হবে!!
আর ব্লগিং এর যে বিষয় টা বললেন সেটাতে খানিক টা দ্বিমত আছে!!
মানুষ যদি কোন বিষয় নিয়ে ডিবেট করে তাহলে অবশ্যি সে বিষয় টি নিয়ে আরো অনুসন্ধানী হবে!! জ্ঞানের পরিধি বাড়বে!! নতুন নতুন বিষয় জানবে!!!
আপনি হয়তো বলতে পারেন ডিবেটের বিষয় গুলো বাস্তব জীবনেও প্রতিফলন ঘটাতে হবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.