নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবনের বৃষ্টিস্নাত স্বপ্নমত্ত এলোমেলো তরুনের হাতে নীল রঙের আল্পনা যেখানে দু ফোটা অস্রুর মাখামাখি আর তার সানগ্লাসের আড়ালে কিছুটা অনুভূতি যা কিনা সানসেটে বসে থাকা এক টুকরো রোদ অতঃপর তার হাতে থাকা উপন্যাসের শেষ পৃষ্ঠায় এসে দেখা দিল একটি শুকনো গোলাপ পাপড়ি

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র

ল্যাম্পপোস্টের হলুদ সোডিয়াম আলোয় ভিজতে থাকা তরুন যার আছে আকাশে ওড়ার স্বপ্ন।সে গোধূলী ভালোবাসে।আর ভালোবাসে সন্ধ্যাকালে বাসের জানালার পাশের সিট টা কে।আচ্ছা আপনি কি তার মত ঝুম বৃষ্টিতে এক কাপ কড়া লিকারের চিনি ছাড়া লাল চা ভালোবাসেন??

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র › বিস্তারিত পোস্টঃ

আমরা কোথায় আছি??? আদৌ কি আমরা তা জানি??

১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৫

মানুষ কে পৃথিবীতে পাঠানোর আগে তাকে ট্রেনিং দিয়ে পাঠানো হয়নি যে তোমাকে পৃথিবীতে এভাবে চলতে হবে,এই কাজ টা এভাবে করতে হবে।
সৃষ্টিকর্তা আমাদের বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন এবং আমাদেরকে বলেছেন ভালো মন্দ বিচার করে অগ্রসর হতে।
এটাই আমাদের পরীক্ষা।
আমাদের দেশের অধিকাংশ মানুষ চিন্তা করতে আলস্যবোধ করে।সৃষ্টিকর্তা তাকে যে ক্ষমতা দিয়েছেন তার অপচয় করে।প্রত্যেক মানুষের মাঝেই সৃজনশীলতা আছে।কেউ সেটাকে কাজে লাগায় কেউ কাজে লাগায় না।
অনেকের কাছে জীবন মানেই"লিখাপড়া করছি..ভালো চাকরী করবো..চুল কমবে..ভুড়ি বাড়বে..সুন্দরী বউ বিয়ে করবো..৯ টা থেকে ৫ টা অফিস..বউয়ের সাথে রাতে ঘুমাবো..বাচ্চা পয়দা করবো..বাচ্চা মানুষ করবো..অতঃপর একদিন পরকালে"
আসলে জীবন টা কি এতটাই মূল্যহীন??? এতটুকুই তার পরিসীমা??
নাহ!! অন্তত আমি মনে করিনা। জীবন সৃষ্টিকর্তার পক্ষ থেকে অনেক বড় একটা উপহার।এর অপচয় করলে অবশ্যই তিনি নারাজ হবেন।
রাজনীতিবিদ রা যদি নিজের ক্ষমতা কে কাজে লাগান তাহলে আমরা কেন মানুষ হয়ে মনুষ্যেতর ক্ষমতা প্রয়োগ করবোনা।
আমাদের একটা অভ্যাস! আমরা খুবি সেলফ ডিফেন্সিভ থাকতে চাই।সমস্যা দেখলে আড়চোখে তাকিয়ে পাশ কাটিয়ে যাই। অন্যের বিপদে বিনা টিকেটে বিনোদন ভোগ করি।আরে ভাই সামনে এগিয়ে আসুন দেখুন সমস্যাটা কোথায় এর উপায় কি।নতুবা আপনার বিপদের দিনে অন্যরা মজা লুটবে।

অনেকেই আমরা পাশ্চাত্য... আমেরিকান.. ভারতীয়দের দেখতে পারিনা। অথচ চোখ কচলে দেখুন আজ তারা কোথায় আর আমরা কোথায়!!!!
অথচ ভারতবর্ষ কে বলতে গেলে স্বাধীন করেছে এই বাঙালী রাই।
হ্যা আবশ্যই তাদের খারাপ দিক আছে। বাট আমি মনে করি তাদের কাছ থেকে শেখার পরিমান এর থেকে অনেক বেশি।
আজ ইন্ডিয়ান রা এত্ত এগিয়ে কেন?? তাদের সরকার ব্যবস্থা ভালো?? জী না..তারা নিজেদের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করে।অধিকার আদায়ে তারা দৃঢ় প্রতিজ্ঞ।তারা নিজেদের সৃজনশীলতার মাধ্যমে দেশ টাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
আমেরিকান দের দিকে তাকান।তারা উগ্র।হ্যা তাদের অনেক সমস্যা। কিন্তু তাদের কিছু বৈশিষ্ট আছে:
১.তারা নিজেদের কে ভালোভাবে জানে
২.তারা সৃজনশীল
৩.মানুষ কে ও সকল সৎ কাজ কে সম্মান দেওয়া
৪.যেখানেই তারা কোন অসহায় কে দেখবে সেখানেই তারা ছুটে যাবে এবং নিজের যথাসাধ্য চেষ্টা করবে।
৫.তারা নতুন কে আবিষ্কার করতে জানে
যে জাতির অধিকাংশ মানুষ এরকম সে জাতি সামনে এগিয়ে যেতে বাধ্য! সরকার এখানে কোন ইস্যু না।
আমরা পারি শুধু চায়ের দোকানে বসে মানুষের দোষ গুনের খাতা খুলতে।ভালো টা গ্রহন করতে শিখুন।সফল আপনি হবেন।

একটি শিক্ষিত মুসলিম পরিবারে আমার জন্ম।আমি অনেক ভাগ্যবান।একটি নির্দিষ্ট সময় শাসনে রাখার পর আমার ফ্যামিলি আমাকে মুক্ত করে দিয়েছে এই জনাকীর্ণ পৃথিবীতে।আমাকে বলা হয়েছে ঠিক এইভাবে:
""যাও জীবনকে উপভোগ করো..তোমার স্বপ্নের পিছু ধাওয়া করো..দেখো তোমার মন কি বলে..কিন্তু সবসময় মনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন।ভালো মন্দ সবসময় তাকে স্মরণ করবে..এবং সে অনুযায়ী কাজ করবে..।ভুল করো..তবে সেখান থেকে শিক্ষা নিতে হবে।কি পাওনি সেটার জন্য আফসোস করো না।কি পাবে সেটার জন্য ট্রাই করো।যাও জীবন কে খুজে নাও""

আমার মনে হয় প্রত্যেকেরই তাদের সুপ্ত প্রতিভা কে প্রকাশ করা উচিত।নিজ নিজ স্থান থেকে যতটুকু সম্ভব অবদান রাখা উচিত!

""শুভ হোক সবার স্বপ্ন""

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.