নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবনের বৃষ্টিস্নাত স্বপ্নমত্ত এলোমেলো তরুনের হাতে নীল রঙের আল্পনা যেখানে দু ফোটা অস্রুর মাখামাখি আর তার সানগ্লাসের আড়ালে কিছুটা অনুভূতি যা কিনা সানসেটে বসে থাকা এক টুকরো রোদ অতঃপর তার হাতে থাকা উপন্যাসের শেষ পৃষ্ঠায় এসে দেখা দিল একটি শুকনো গোলাপ পাপড়ি

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র

ল্যাম্পপোস্টের হলুদ সোডিয়াম আলোয় ভিজতে থাকা তরুন যার আছে আকাশে ওড়ার স্বপ্ন।সে গোধূলী ভালোবাসে।আর ভালোবাসে সন্ধ্যাকালে বাসের জানালার পাশের সিট টা কে।আচ্ছা আপনি কি তার মত ঝুম বৃষ্টিতে এক কাপ কড়া লিকারের চিনি ছাড়া লাল চা ভালোবাসেন??

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র › বিস্তারিত পোস্টঃ

"চিরযৌবন"

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৯

তুমি আধুনিক হতে পারো কিন্তু আমার মনে হয় আর এক যুগ পরে তুমি আরেকটু মুটিয়ে যাবে বাঙালী নারীর বৈশিষ্ট মেনে...
তোমার কাজল কালো চোখের উপরে চশমা থাকবে...রুচিতে অনেক পরিবর্তন আসবে...আগের মতো বিম্বোষ্ঠা তুমি কথায় কথায় কড়া লাল লিপস্টিক এর প্রলেপ দিয়ে ঠোট ফুলোবে না...!!
চায়ে চিনি একটু কম খাবে তাও আমি জানি...রাস্তায় দাঁড়িয়ে কড়া ঝাল আর টক দিয়ে ফুচকা খাওয়ার নেশা টাও কেটে যাবে..!!
রোজ বিকেলে আর দু হাত আকাশের দিকে বাড়িয়ে দিবেনা ঠিকই কিন্তু এক কোনে বসে হলদে পৃষ্ঠা উল্টোবে..

কিন্তু তোমার কিছু অভ্যাস কখনো তার যৌবন হারাবেনা আমি জানি...
তুমি এখনো আনমনে তোমার লাভ-লকস এর গোছা ইনডেক্স এ পেচিয়ে ফেলো..!! এখনো তুমি হা করে ঘুমাও..দু খোপা করে চুল বাধো...!!
শাড়ীটা সামলাতে এখনোও হিমশিম খাও..
তোমার বাড়ির সামনের ল্যাম্পপোস্ট টা সন্ধ্যায় জ্বলে উঠলে তুমি বারান্দায় বসে রবীন্দ্রসংগীত শোনো!
এখনো টলস্টয়ের বই গুলোর শেষ পৃষ্ঠায় তোমার অস্রু ফোটায় ফোটায় পড়তে থাকে..
তুমি কাদলে এখনো তোমার নাক লাল হয়ে যায়...। ঠোট কামড়ানোর অভ্যাস টা কখনো তোমার যাবেনা..!
আর কিছু অনুভুতি আছে যার চুল কখনো পাকবেনা অথবা দেখা দিবেনা কোন বলিরেখা..
তাই আজীবন তোমাকে ভালোবাসতে হবে...কোন উপায় নেই..।

ইতি
"আমি"

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯

নেয়ামুল নাহিদ বলেছেন: অনেক সুন্দর হয়েছে। পড়ে ভালো লাগলো।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪১

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.