নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবনের বৃষ্টিস্নাত স্বপ্নমত্ত এলোমেলো তরুনের হাতে নীল রঙের আল্পনা যেখানে দু ফোটা অস্রুর মাখামাখি আর তার সানগ্লাসের আড়ালে কিছুটা অনুভূতি যা কিনা সানসেটে বসে থাকা এক টুকরো রোদ অতঃপর তার হাতে থাকা উপন্যাসের শেষ পৃষ্ঠায় এসে দেখা দিল একটি শুকনো গোলাপ পাপড়ি

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র

ল্যাম্পপোস্টের হলুদ সোডিয়াম আলোয় ভিজতে থাকা তরুন যার আছে আকাশে ওড়ার স্বপ্ন।সে গোধূলী ভালোবাসে।আর ভালোবাসে সন্ধ্যাকালে বাসের জানালার পাশের সিট টা কে।আচ্ছা আপনি কি তার মত ঝুম বৃষ্টিতে এক কাপ কড়া লিকারের চিনি ছাড়া লাল চা ভালোবাসেন??

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র › বিস্তারিত পোস্টঃ

নিকোটৈনিক প্রণয় (পর্ব ১)

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:৩৭

সেদিন ছিল সোমবার।যদিও গল্পের শুরুতে এটা উল্লেখ করার কোন মানে হয়না।কারন দিনটি আর অন্যান্য দিনের মতই রুটিনমাফিক চলতে থাকবে...
ঠিক দশটায় লেকের পাড়ে শিমুল গাছ টার নিচে এসে দাঁড়ায় ঝাকড়া চুলো অনিকেত।বন্ধুরা ডাকে অনি।নায়কোচিত চেহারা না হলেও ঝাকড়া চুলো যুবকটিই আমার গল্পের নায়ক।
অনি গাছের সাথে ঠেস দিয়ে দাঁড়ালো।নাহ আজ এত দেরি হচ্ছে কেন। ভাবছে সে।একটু তো দয়ামায়া থাকা দরকার যে কেউ এতক্ষন ধরে অপেক্ষা করছে।
যদিও যার জন্য এ অপেক্ষা সে জানে না কেউ তার জন্য অপেক্ষা করছে।
এর মধ্যে রফিক মামার তিন কাপ চা খাওয়া শেষ।চিনি ছাড়া শুধু লিকার।
মানিব্যাগ বের করে ২০ টাকার একটা নোট বের করে চায়ের বিল দিতে দিতেই দেখলো তার অপেক্ষার অবসান ঘটেছে।

মেয়েটি এসে নির্দিষ্ট জাগায় বসলো।লেভিস এর ফ্রেড জিন্স আর অফ-হোয়াইট ফতুয়া।প্রসাধনী বলতে শুধু চোখে গাঢ় করে কাজল দেয়া।সাথে ছবি আকার জন্য যাবতীয় ইনস্ট্রুমেন্টস।
নিজের জাগায় বসেই মেয়েটি ব্যাগ থেকে বেনসনের প্যাকেট বের করে।ঠোটের কোনে সিগারেট রেখে ব্যাগ হাতরে লাইটার খোজে।এভাবেই তার দিন শুরু হয়। তারপর চলে ছবি আকা।শুধুই ছবি আকা।আর মাঝে মাঝে রফিক মামার চা।
নাম অঞ্জনা।চারুকলার স্টুডেন্ট।প্রতিদিন ১০ টায় লেকের পাড়ে ঠিক এ জাগায় বসে ছবি আকে।জায়গাটা তার খুব প্রিয়।

গত দুমাস ধরেই অনি তাকে ফলো করছে।কিন্তু কখনো কথা বলা হয়নি।
অনি এক সপ্তাহ হলো ভাবছে সে অঞ্জনার সাথে কথা বলবে।যখন অঞ্জনা সিগারেট খায় না এরকম সময়ে যেয়ে কথা বলার ট্রাই করবে।কিন্তু এরকম সময় এবং সাহস কোনটা ই সে পাচ্ছেনা।কারন অঞ্জনার ঠোটে সারাদিন ই জ্বলন্ত সিগারেট থাকে।চেইন স্মোকার।
অঞ্জনা নাম টা অঞ্জনার বন্ধুদের বলতে শুনেছে অনি।
অনি একমনে তাকিয়ে অঞ্জনার সিগারেট ফোকা দেখে আর সিগারেটের সাথে নিজের মিল খোজে।
অঞ্জনা সিগারেট যেমন পোড়াচ্ছে ঠিক তেমনি ভাবে অনির হৃদয় ও পুড়িয়ে যাচ্ছে।
হঠাত কোথা থেকে ঝুমঝুম করে বৃষ্টি নেমে আসলো...
অনি জলদি করে ক্যাফের শেডের নিচে এসে দাড়ায়...অঞ্জনাও তার ব্যাগ গুছিয়ে এসে দাড়িয়েছে। চুল বৃষ্টিতে ভিজে যাওয়াতে খোপা খুলে দিয়ে হেলান দিয়ে অবশিষ্ট সিগারেট এ দুটো টান দিয়ে
ফেলে দিল।
"নাহ মেয়েটা এত সিগারেট খায় কেন?"
আড়চোখে দেখছে অনি।
বৃষ্টি থামতে আধা ঘন্টা লাগলো...এর মাঝে অঞ্জনা দুটো সিগারেট শেষ করে ফেলেছে। সে চলে যাবার পর অনি খেয়াল করলো অঞ্জনা যে টেবিলে বসেছিল সেখানে একটা বই পড়ে আছে।
"রোডব্যাক"
তার ভাগ্য কি ফিরিল...??? কবি তাহলে মিথ্যা বলেনি। সে বইটা নিয়ে তাড়াতাড়ি বাস স্টপেজ এ যেতে লাগলো।
অঞ্জনা দাঁড়িয়ে আছে।
"এক্সকিউজ মি" কই থেকে যে সাহস টা আসলো অনি নিজেও জানেনা
"কি ব্যাপার? " অঞ্জনার সাবলীল রেসপন্স।
"আপনার বই টা ক্যাফে তে ফেলে রেখে এসেছিলেন!"
"ইচ্ছে করে ফেলে এসেছি নাকি ভুল করে?" অঞ্জনা জিজ্ঞেস করলো।
"অবশ্যই ভুল করে" একটু অবাক হলো অনি..
"উহু আমি তো ইচ্ছে করে ফেলে এসেছি"অঞ্জনা বললো।
"কেন?" অনি অবাক।
"প্রতিদিন গাছটার নিচে দাঁড়িয়ে থাকেন কেন...গাছপ্রেম নাকি মানবীপ্রেম??" অঞ্জনা সিগারেট ধরাতে ধরাতে সহজ ভাবে কথাগুলো বলে ফেলে.।
অনির তো গলা শুখিয়ে গেছে..কি বলবে ভেবে পাচ্ছেনা।সে এতদিন ধরে যে ফলো করছে এটা অঞ্জনা খেয়াল করেছে।এখন সে কি বলবে!
"আপনার সিগারেট খাওয়া দেখি"
"হোয়াট??"
"না মানে আপনার ছবি আকা দেখি।অনেক সুন্দর ছবি আকেন আপনি"
অনেক কষ্টে এক্সপ্রেশন স্বাভাবিক রাখার চেষ্টা করছে অনি।কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তার এখন ১৫ টাকা দিয়ে এক বোতল ঠান্ডা পানি কিনতে ইচ্ছে করছে।


চলবে.....

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:৪০

বিজন রয় বলেছেন: ভাল লাগল। পরের পর্বের অপেক্ষায়.......

+++++

২| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:৪৩

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র বলেছেন: ধন্যবাদ...শিঘ্রই পেয়ে যাবেন।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:৪৮

আমিই মিসির আলী বলেছেন: ভালো লাগলো লাগলো অনেক।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:০৬

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র বলেছেন: ধন্যবাদ মিসির আলী ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.