নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবনের বৃষ্টিস্নাত স্বপ্নমত্ত এলোমেলো তরুনের হাতে নীল রঙের আল্পনা যেখানে দু ফোটা অস্রুর মাখামাখি আর তার সানগ্লাসের আড়ালে কিছুটা অনুভূতি যা কিনা সানসেটে বসে থাকা এক টুকরো রোদ অতঃপর তার হাতে থাকা উপন্যাসের শেষ পৃষ্ঠায় এসে দেখা দিল একটি শুকনো গোলাপ পাপড়ি

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র

ল্যাম্পপোস্টের হলুদ সোডিয়াম আলোয় ভিজতে থাকা তরুন যার আছে আকাশে ওড়ার স্বপ্ন।সে গোধূলী ভালোবাসে।আর ভালোবাসে সন্ধ্যাকালে বাসের জানালার পাশের সিট টা কে।আচ্ছা আপনি কি তার মত ঝুম বৃষ্টিতে এক কাপ কড়া লিকারের চিনি ছাড়া লাল চা ভালোবাসেন??

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র › বিস্তারিত পোস্টঃ

নীল কালিতে লিখা খোলা চিঠি

১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৫

সেইসব সুন্দরী মেয়েদের বলছি যারা আমাকে প্রপোজ করে রিজেক্টেড হচ্ছো..
"তোমাদের বিচলিত হবার কিছু নেই..তোমাদের চোখ জোড়া যেমন অনেক মোহনীয়..সেই সাথে অধর যুগল ও মারাত্মক লোভনীয় ..আর এই মেয়ে তুমি আমার জন্য নাক ফুরিয়েছো আর চুল ও বড় করছো..প্লিজ লাভ নেই..

এসবের কারন একটাই..আমার মানিব্যাগের ওই 100 টাকার নোট টা! প্রতিদিন যখন ভার্সিটির উদ্দেশ্যে বের হই তখন আমার আম্মু আমাকে নোট টা দেয়..বাস ভাড়া..রিক্সা ভাড়া..আর ক্যান্টিনে খরচ করে 100 টাকার নোট টা ছোট্ট হতে থাকে..দিনশেষে বাসার সামনে রিক্সা থেকে নেমে 15 টাকা ভাড়া দেওয়ার পরে আমার মানিব্যাগ খালি হয়ে যায়...
আর এই খালি মানিব্যাগ দিয়ে আর যাই হোক.. গার্লফ্রেন্ড? ?উহু একদম ই না..
আর আম্মুর পার্স থেকে টাকা চুরি করার অভ্যেস টা স্কুল লাইফেই চলে গেছে..
সুতরাং আমাকে না বলতে হয়"

ইতি
"আমি সেই স্বপ্নধারী যুবক"

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৯

বিজন রয় বলেছেন: লেখাটি ভাল লাগল।

১১ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৭

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.