নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবনের বৃষ্টিস্নাত স্বপ্নমত্ত এলোমেলো তরুনের হাতে নীল রঙের আল্পনা যেখানে দু ফোটা অস্রুর মাখামাখি আর তার সানগ্লাসের আড়ালে কিছুটা অনুভূতি যা কিনা সানসেটে বসে থাকা এক টুকরো রোদ অতঃপর তার হাতে থাকা উপন্যাসের শেষ পৃষ্ঠায় এসে দেখা দিল একটি শুকনো গোলাপ পাপড়ি

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র

ল্যাম্পপোস্টের হলুদ সোডিয়াম আলোয় ভিজতে থাকা তরুন যার আছে আকাশে ওড়ার স্বপ্ন।সে গোধূলী ভালোবাসে।আর ভালোবাসে সন্ধ্যাকালে বাসের জানালার পাশের সিট টা কে।আচ্ছা আপনি কি তার মত ঝুম বৃষ্টিতে এক কাপ কড়া লিকারের চিনি ছাড়া লাল চা ভালোবাসেন??

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র › বিস্তারিত পোস্টঃ

কেমন আছি আমি?

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৭

আমি? আছি কোনরকম.. ক্লাস করি..ঘুরি..ক্যান্টিনে বসে সস দিয়ে শিঙাড়া খাই আর মাঝে মাঝে ১১ নাম্বার রোডের পিচঢালা রাস্তায় হেটে হেটে ঝিরিঝিরি বাতাস!
কিছু ট্র্যাক বারবার প্লে করে তাকিয়ে থাকা হয় ধীর কিছু ঢেউয়ের দিকে। মিউজিক আর গীটার প্র্যাকটিস। সাথে এক কাপ লাল চা হলে বিকেল টাকে অনেক সুন্দর লাগে।
ঢিলে মোবাইল প্যান্ট আর XXL সাইজ এর টি-শার্ট পড়া প্রেমিকাবিহীন সিংগেল ছেলের লাইফ টা যেরকম হয় আর কি!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৭

নকীব কম্পিউটার বলেছেন: ‘প্রেমিকা’---- এইটাও লাগে নাকি!

০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র বলেছেন: উদ্দনয়ং ফেলস্রাসি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.