নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবনের বৃষ্টিস্নাত স্বপ্নমত্ত এলোমেলো তরুনের হাতে নীল রঙের আল্পনা যেখানে দু ফোটা অস্রুর মাখামাখি আর তার সানগ্লাসের আড়ালে কিছুটা অনুভূতি যা কিনা সানসেটে বসে থাকা এক টুকরো রোদ অতঃপর তার হাতে থাকা উপন্যাসের শেষ পৃষ্ঠায় এসে দেখা দিল একটি শুকনো গোলাপ পাপড়ি

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র

ল্যাম্পপোস্টের হলুদ সোডিয়াম আলোয় ভিজতে থাকা তরুন যার আছে আকাশে ওড়ার স্বপ্ন।সে গোধূলী ভালোবাসে।আর ভালোবাসে সন্ধ্যাকালে বাসের জানালার পাশের সিট টা কে।আচ্ছা আপনি কি তার মত ঝুম বৃষ্টিতে এক কাপ কড়া লিকারের চিনি ছাড়া লাল চা ভালোবাসেন??

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র › বিস্তারিত পোস্টঃ

গুলিস্তান যাত্রা

০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

৩২ নাম্বার এর সিগনালে দাড়িয়ে ছিলাম বাসের জন্য। হঠাত পিছন থেকে কেউ ডাক দিলো। "বাবা একটু শুনবেন?"।কান থেকে হেডফোন খুলে পেছনে তাকালাম। এক বয়স্ক লোক ।মাথায় ময়লা টুপি আর পরনে ময়লা সাদা পাঞ্জাবী।কাধে ঝোলানো একটা নীল ব্যাগ।গরমে ঘেমে গেছে।
"জ্বী বলেন"
"বাবা আমি গাবতলী থেকে হেটে আসছি।গুলিস্তান যাবো।আর কতক্ষন লাগতে পারে এখান থেকে হেটে যাইতে?"
"গুলিস্তান তো অনেক দূর।আপনি এখান থেকে বাসে উঠে যান"
"বাবা কি বলবো মান সম্মানের ব্যাপার। আমি হেটেই যাবো।কতক্ষন লাগবে?"
"আপনি এক কাজ করেন অন্তত ৫ টাকা দিয়ে আজিমপুর পর্যন্ত বাসে যান"
"বাবা লজ্জার ব্যাপার ।সেই টাকা টাও আমার নাই।"
আমি তখন মনে করলাম হয়তো সে আমার কাছে টাকা সাহায্য চাইছে।আমি বললাম আচ্ছা আমি আপনাকে গুলিস্তানের ভাড়া দিয়ে দিতেসি।
কথা শোনা মাত্রই সে জিহ্বায় কামড় দিয়ে বলবো।
"ছি ছি বাপ কি বলেন।নাহ নাহ এই কাজ জীবনেও করবোনা জান থাকতে।আপনি কতক্ষন লাগতে পারে তার একটা ধারনা দ্যান।আমি সে অনুযায়ী হেটে যাবো।"
আমি বললাম"এক ঘন্টার মতো লাগবে।"
আমার কথা শুনে একটা সালাম দিয়ে তারপর আত্মবিশ্বাসের সাথে ফুটপাত ধরে হাটা শুরু করলো।
আমি শুধু চেয়ে চেয়ে তার হেটে যাওয়া দেখলাম।এরকম সাদা মনের মানুষ রা কখনো সামনে আসে না।আড়ালেই থাকে। আমাদের মতো বিলাসীতা তাদের নেই।
নিজেকে খুব ছোট মনে হলো। কি করছি ? কি শিক্ষা পাচ্ছি?
অচেনা লোকটির কাছে জীবনের অনেক বড় একটা শিক্ষা পেলাম।আত্মসম্মান নিয়ে বেচে থাকার শিক্ষা পেলাম।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

হুকুম আলী বলেছেন: আজকাল এসব লোকদের মূল্যায়ন করা হয় না মূল্যায়ন করা হয় চোর বাটপারদের।

০৪ ঠা মে, ২০১৬ রাত ৮:১০

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র বলেছেন: সমাজ টাই এরকম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.