নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবনের বৃষ্টিস্নাত স্বপ্নমত্ত এলোমেলো তরুনের হাতে নীল রঙের আল্পনা যেখানে দু ফোটা অস্রুর মাখামাখি আর তার সানগ্লাসের আড়ালে কিছুটা অনুভূতি যা কিনা সানসেটে বসে থাকা এক টুকরো রোদ অতঃপর তার হাতে থাকা উপন্যাসের শেষ পৃষ্ঠায় এসে দেখা দিল একটি শুকনো গোলাপ পাপড়ি

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র

ল্যাম্পপোস্টের হলুদ সোডিয়াম আলোয় ভিজতে থাকা তরুন যার আছে আকাশে ওড়ার স্বপ্ন।সে গোধূলী ভালোবাসে।আর ভালোবাসে সন্ধ্যাকালে বাসের জানালার পাশের সিট টা কে।আচ্ছা আপনি কি তার মত ঝুম বৃষ্টিতে এক কাপ কড়া লিকারের চিনি ছাড়া লাল চা ভালোবাসেন??

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র › বিস্তারিত পোস্টঃ

নিউজপ্রিন্ট পেপারে ছাপানো পত্রিকা অনুযায়ী আজকের তারিখ ২০ সেপ্টেম্বর,২০১৬

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৯

তো আজকে ভোর থেকে হওয়া ঝুম বৃষ্টি যখন সকাল ৯টায় ঝিরিঝিরি বৃষ্টিতে রুপান্তরিত হলো তখন আমি জড়িয়ে ধরা কোলবালিশ টা কে বিছানায় একা ফেলে রেখে ভিজে বারান্দায় গিয়ে দাড়ালাম..তখনো গাছের পাতায় বৃষ্টির ফোটা পড়ার আওয়াজ ভালো মতোই শোনা যাচ্ছে..ওহ পাখিগুলোকে বারান্দায় আনা দরকার...
টেবিলে কতগুলো নোট পড়ে আছে...স্কুলে যাওয়ার সময় আম্মু রেখে গেছে...রান্নাঘরে যেয়ে দেখা গেলো আলু ভর্তা আর ডিম ভাজি...
সকাল ৯.৩০ টাঃ
নাহ আজকে রিকশা পেতে এত দেরি হচ্ছে কেন?
সকাল ১১ টাঃ
ভার্সিটি পৌঁছে সোজা বাংকেট হলে যেয়ে পা ঝুলিয়ে বসে আছি....নাহ কোন গান টা শোনা যায়? আর সাঈদ...শিমু...অশি রা কি করতেছে? এত্ত লেট...
আজকে ফল-সেমিস্টারের কোর্স রেজিস্ট্রেশন ডেট...আম্মুর কাছ থেকে এত্তগুলো ১০০০ টাকার নোট গুলো নিতে এখন কেমন যেন নিজেকে অনেক ছোট লাগে...
আজকে লাস্ট ডেট হওয়ার কারনে টাকা জমা দেয়ার লাইন টা অনেক বড়...টাকা হাতে নিয়ে লাইনের পাশে দাঁড়িয়ে আছি...বার বার চেক করছি আইডি লিখা ঠিক হলো কিনা...
আমার এক ক্লাসমেট বিশাল লাইনের একেবারে সামনের দিকে দাঁড়িয়ে আছে...আমরা কয়েকজন ফ্রেন্ড ওর কাছে গেলাম...উদ্দেশ্য লাইনে বে আইনী ভাবে ঢুকে পড়া...উদ্দেশ্য সফল...পেছন থেকে দুই একজন প্রতিবাদ করলেও আমার পক্ষ থেকে ডোন্ট কেয়ার একটা ভাব দেখিয়ে দেয়া হলো...
যে কাজ টা কমপ্লিট করার জন্য অনেকে ঘন্টা যাবত দাঁড়িয়ে আছে আমি সেটা বেআইনি উপায়ে ৬০ সেকেন্ডে কমপ্লিট করে ফেললাম...
সারাদিন সিএসই এরপর এবি বিল্ডিং এ আড্ডা চললো...
এরপর বিকেল যখন ৪টা বাজে আমি তখন বাসের জানালার পাশের সিট টা তে বসা......হঠাত খেয়াল হলো আমি একটা জিনিস ভুল করে ফেলে রেখে এসেছি...অনেক দামী একটা জিনিস...(পরে ভেবে দেখলাম একটা নয় অনেক গুলো মূল্যবান জিনিস ফেলে রেখে এসেছি অ্যাকাউন্টস বিল্ডিং এ)
কিন্তু সেটা কি? সেটা আমার চিন্তাধারা,আমার আত্মবিশ্বাস..
আমি নিজে সবসময় বিলিভ করি যে হ্যা আমরা মাছে ভাতে বাঙ্গালীরা পিছিয়ে আছি......কেন? আমাদের ম্যানহাটন এর মতো উচ্য উচু বিল্ডিং নেই বলে? লাস ভেগাস এর মত নাইট ক্লাব নেই বলে?ক্যালিফোর্নিয়ার মতো লাইফ স্টাইল নাই বলে?...অবশ্যই না...!!
আমরা পিছিয়ে আছি কারন আমরা আমাদের মানসিকতা কে উন্নত করছিনা বা পারছিনা...
আমি নিজে বিলিভ করি...আমার দেশ আমার সমাজ একদিন চেঞ্জ হবে...তাদের চিন্তাধারা ও চেঞ্জ হবে...তারাও একদিন ময়লা রাস্তায় না ফেলে ডাস্টবিনে ফেলবে যেখানে লেখা থাকে "আমাকে ব্যবহার করুন"...
কিন্তু আমি জানিনা আমি কেনো আজকে লাইন টা ব্রেক করে অন্য আরেক জনের প্রাপ্য সময় টাকে নিজে ভোগ করলাম? কেন?
নিজেকে আমি উত্তর টা দিতে পারছিনা......
আমার কথা গুলো বলার কারন ছিলো একটাই...জাস্ট এতটুকু বোঝানোর জন্য যে আমরা একটা বিষয় কে বিলিভ করছি কিন্তু মানার চেষ্টা টা করছি কোথায়?......আমরা আমাদের আড্ডা তে দেশ জাতি কে চেঞ্জ করে ইতিহাস ক্রিয়েট করে ফেলছি...অথচ কলার খোসা টা ডাস্টবিনে ফেলার জন্য নিজেকে বাধ্য করতে পারছিনা...!! অদ্ভুত না?

বন্ধু আরো অনেক টা পথ হাটতে হবে...(একটা স্মাইল ইমোটিকন)

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩২

মোটা ফ্রেমের চশমা বলেছেন: শুরুটা চমৎকার হয়েছে। শান্ত ভেজা ভেজা একটা পরিবেশে লেখা ভালো লেগেছে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৫

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র বলেছেন: ধন্যবাদ

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৫

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: লিখাটা ভালো ছিল ....

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৭

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র বলেছেন: ধন্যবাদ

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৫৮

রক্তিম দিগন্ত বলেছেন:


আপনার চিন্তাভাবনার সাথে আমার চিন্তা মিলে গেলো।

মানসিকতার পরিবর্তন আবশ্যক হয়ে গেছে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৮

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.