নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবনের বৃষ্টিস্নাত স্বপ্নমত্ত এলোমেলো তরুনের হাতে নীল রঙের আল্পনা যেখানে দু ফোটা অস্রুর মাখামাখি আর তার সানগ্লাসের আড়ালে কিছুটা অনুভূতি যা কিনা সানসেটে বসে থাকা এক টুকরো রোদ অতঃপর তার হাতে থাকা উপন্যাসের শেষ পৃষ্ঠায় এসে দেখা দিল একটি শুকনো গোলাপ পাপড়ি

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র

ল্যাম্পপোস্টের হলুদ সোডিয়াম আলোয় ভিজতে থাকা তরুন যার আছে আকাশে ওড়ার স্বপ্ন।সে গোধূলী ভালোবাসে।আর ভালোবাসে সন্ধ্যাকালে বাসের জানালার পাশের সিট টা কে।আচ্ছা আপনি কি তার মত ঝুম বৃষ্টিতে এক কাপ কড়া লিকারের চিনি ছাড়া লাল চা ভালোবাসেন??

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র › বিস্তারিত পোস্টঃ

গানিতিক রোমান্স

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৯

তখন দুপুরটা অনেকটাই বিকেল হয়ে গিয়েছিল,
হাতঘড়ি দেখে বললে ৪ টে বাজতে আরো মিনিট তিনেক বাকী।
আমি রাস্তার পাশে কাধে ব্যাগ আর হাতে অ্যান্টন এর ক্যালকুলা্‌স,
বইটা নিয়ে দাঁড়িয়ে ছিলাম বোকার মত..।
আর তুমি রাস্তা পার হচ্ছিলে...,

আশেপাশের সব কিছু যেন প্যারালাইজড হয়ে গিয়েছিল...,
শুধু তোমার হাসি আর বাতাসে উড়তে থাকা চুলগুলো ছাড়া!!
অ্যান্টন এর ক্যালকুলাস এর সব পৃষ্ঠা কে তখন #To_autumn এর লাস্ট verse মনে হচ্ছিল...!!
ইন্ট্রিগেশন আর ডিফারেন্সিয়েশন এ কোন সূত্র কাজ করছিলনা...,
হার্ডডিস্ক ক্র্যাশ করে পুরো সিপিউ হ্যাং...।
রি-স্টার্ট এও কাজ হচ্ছিল না...নাহ সেট আপ দিতে হবে...!
এভাবেই ঘড়ি দেখে চারটে বাজতে যখন মিনিট তিনেক বাকী তখন কোন হ্যাকার আমাকে এভাবেই হ্যাক করেছিল...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২১

চাঁদগাজী বলেছেন:


ওমর খৈয়াম জীবিত থাকলে হয়তো পড়ে দেখতেন, হীরক খুঁজতেন; আমাদের জন্য ধুলাবালি

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৮

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: হাহা। দোয়াকরি, হয় হ্যাকারের হাতেই সারাজীবনের জন্য আপনার আইডি হ্যাক হয়ে থাকুক, নতুবা সেটআপে হ্যাংমুক্ত হোন :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.