নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবনের বৃষ্টিস্নাত স্বপ্নমত্ত এলোমেলো তরুনের হাতে নীল রঙের আল্পনা যেখানে দু ফোটা অস্রুর মাখামাখি আর তার সানগ্লাসের আড়ালে কিছুটা অনুভূতি যা কিনা সানসেটে বসে থাকা এক টুকরো রোদ অতঃপর তার হাতে থাকা উপন্যাসের শেষ পৃষ্ঠায় এসে দেখা দিল একটি শুকনো গোলাপ পাপড়ি

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র

ল্যাম্পপোস্টের হলুদ সোডিয়াম আলোয় ভিজতে থাকা তরুন যার আছে আকাশে ওড়ার স্বপ্ন।সে গোধূলী ভালোবাসে।আর ভালোবাসে সন্ধ্যাকালে বাসের জানালার পাশের সিট টা কে।আচ্ছা আপনি কি তার মত ঝুম বৃষ্টিতে এক কাপ কড়া লিকারের চিনি ছাড়া লাল চা ভালোবাসেন??

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র › বিস্তারিত পোস্টঃ

ডাইরীর পাতায় : September 4, 2017

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৩

রাত গভীর হচ্ছে আপনি ঘুমাতে যাচ্ছেন না...কিছু প্রশ্নের উত্তর আপনার চাই...
মানুষের অনুভূতি ও আবেগ সর্বদা সময় এবং চারিপাশ এর দ্বারা প্রভাবিত হয়...সেই প্রভাব টা খারাপ অথবা ভালো যে কোন একটি হতে পারে...কিছু কিছু অনুভূতি অনেক ক্ষনস্থায়ী হবে...অনেক টা অদ্ভুত সুন্দর একটা গোধূলীর মতো...আপনি জানেন একটু পর অন্ধকার নেমে আসবে...তাই বলে কি আপনি ভয়ে জড়সড় হয়ে বসে থাকবেন? না...আপনার উচিত হবে কারো হাতের ৫ আঙুলের সাথে আপনার হাতের ৫টি আঙুল মাখামাখি করে রাখা...যাতে জীবনের অন্য কোন সময়ে বসে থেকেও আপনি বলতে পারেন..
"সেদিনের গোধূলী টা অনেক সুন্দর ছিলো"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.