নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবনের বৃষ্টিস্নাত স্বপ্নমত্ত এলোমেলো তরুনের হাতে নীল রঙের আল্পনা যেখানে দু ফোটা অস্রুর মাখামাখি আর তার সানগ্লাসের আড়ালে কিছুটা অনুভূতি যা কিনা সানসেটে বসে থাকা এক টুকরো রোদ অতঃপর তার হাতে থাকা উপন্যাসের শেষ পৃষ্ঠায় এসে দেখা দিল একটি শুকনো গোলাপ পাপড়ি

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র

ল্যাম্পপোস্টের হলুদ সোডিয়াম আলোয় ভিজতে থাকা তরুন যার আছে আকাশে ওড়ার স্বপ্ন।সে গোধূলী ভালোবাসে।আর ভালোবাসে সন্ধ্যাকালে বাসের জানালার পাশের সিট টা কে।আচ্ছা আপনি কি তার মত ঝুম বৃষ্টিতে এক কাপ কড়া লিকারের চিনি ছাড়া লাল চা ভালোবাসেন??

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র › বিস্তারিত পোস্টঃ

এই শহর তোমাকে মিস করছে

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৫

মন ভাবে তারে এই মেঘলা দিনে...নাহ শুধু মেঘলা দিনেই না..ভর দুপুরের তপ্ত রোদে যখন মানুষ অতিষ্ট তখনো মন তারে ভাবে...সকাল বেলা যখন কফির মগে ধোয়া ওঠে তখনো মন তারে ভাবে...বিকেল বেলার যখন তখন কোন আড্ডায় মন তারে ভাবে...
কে সে?

এই ব্যস্ত মেগা সিটির কোটি কোটি মানুষের ভিড়ের মাঝে তাকে সবার আগে আমার চোখে পড়ে...তার প্রতিটা পদক্ষেপ আমি অনুসরন করি...তার প্রতিটা কথা আমার কাছে লর্ড বেইরন এর কবিতার লাইন মনে হয়...আমি আড় চোখে তার হাসি দেখি...আমি তাকে বলেছিলাম চোখে মোটা করে কাজল দিলে খুব মানাবে...এই তো সেদিন সে চশমা টা খুলে চোখ পিট পিট করে আমাকে বলেছিলো "দেখো...মোটা করে কাজল লাগিয়েছি"...আমি বোকার মতো লাজুক হেসেছিলাম...বলা হয়নি কতটা সুন্দর লাগছিলো তাকে...

আমি এখনো তার সাথে প্রথম রিকশায় হাত ধরার মুহূর্ত টা অনুভব করতে পারি..সেদিন প্রথম অনুভব করেছিলাম তার প্রতি আমার প্রবল আবেগ...আমি বুঝেছিলাম আমি অবশেষে তাকে খুজে পেয়েছি...আমি তার মাঝে আমাকে খুজে পেয়েছি...জীবনের নতুন কোন অধ্যায় খুজে পেয়েছি...খুজে পেয়েছি এক আশ্রয় যেখানে আমার গল্প গুলো শান্তি তে ঘুমুতে পারবে...

সে হঠাত করেই বলতো..
"চলো না আজকে দেখা করি"...
আমি বলতাম "আজ থাক?"
সে অভিমান করে বলতো "এমন করো ক্যান"...এরপরে আমি আর না করতে পারতাম না...সন্ধ্যে হবার আগে আগে তার সাথে আমার দেখা হয়...আমরা রিকশা করে ঘুরি...এই ঢাকা শহরের নিয়ন আলোয় আমাদের প্রেম আরো প্রবল হয়...আমি তার হাত ধরে রাখি...অনেক শক্ত করে...হারিয়ে যায় যদি..

সেদিন দুজনে মিলে শাহবাগ এর সিগনাল এ স্লিপনট এর স্নাফ শুনছিলাম...সে আমার কাধে মাথা রেখেছিলো...আমি কাধে যে ভার অনুভব করেছিলাম তাতে ছিলো আমার প্রতি তার অগাধ আস্থা...আমি চোখ বন্ধ করে খুব আস্তে আস্তে বলেছিলাম "প্লিজ এভাবেই থেকো"...চারিপাশের কোলাহলে তা মিলিয়ে গিয়েছিলো...কিন্তু ঢাকার রাজপথ সেদিন দেখেছে কিভাবে তার কষ্ট গুলোকে আমি আমার নিজের করে নিয়েছিলাম...মেয়েটা কিচ্ছু টের পায়নি..

হঠাত তার খুব জ্বর হয়...দেখার মতো কেউ নেই...আমি ফোনের ওপাশ থেকে তার দুর্বল কন্ঠ শুনে অনেক কষ্টে নিজেকে সামলে রাখি...ইচ্ছে হচ্ছিল সব কষ্ট গুলোকে নিজের ভেতরে নিয়ে নিতে...
আমি বলছিলাম "আমি আছি"
সে ভাঙ্গা ভাঙ্গা কন্ঠে বলেছিলো "রোশান তুমি নেই...তুমি নেই রোশান"
নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল...আমি কাদিনি...আমি ভেঙ্গে পড়লে তাকে কে দেখবে?
আমি নিঃশ্বাস বন্ধ করে শান্তভাবে উত্তর দিতাম "তুমি ঘুমাও...আমি আছি"...
সে আমার কথায় বিশ্বাস করে ঘুমিয়ে পড়তো...

এরপর তার সাথে আমার প্রথম ঝুম বৃষ্টির দিন...২৭ নম্বর রোডে কিছুটা রোমান্স...কিছুটা ড্রামা...এইতো বেশ ছিলো...সে চলে যাওয়ার পর আমি একা একা বৃষ্টিতে ভিজছিলাম..খুব স্বার্থপর আমি না?...কে জানে যদি তার জ্বর এসে পড়ে? আমিই না হয় তার হয়ে বৃষ্টিবিলাস করে নিলাম..হলাম না হয় একটু স্বার্থপর...

ইংলিশ ডিপার্টমেন্ট এর মেয়েটার সাথে সিএসই ডিপার্টমেন্ট এর ছেলেটার প্রেম এভাবেই চলতে থাকে পুরো শহর জুড়ে...শহরের ল্যাম্পপোস্ট গুলো তাদের অপেক্ষায় থাকে...তাদের ছাড়া এ শহরের নাটক গুলো অসম্পূর্ণ হয়ে থাকে...
রিকশার পাশের সিট টা তাকে খুব মিস করবে এ কটা দিন...এই শহর তাকে মিস করবে...
এই যে তাড়াতাড়ি চলে আসেন...নাহলে আমার কাধে মাথা রাখবে কে? আপনার কপালে চুমু খাবে কে? রাতের বেলায় আপনাকে অন্ধকার ওভার ব্রিজ পাড় করে দিবে কে? আমি রিকশা ভাড়া বেশি দিলে আমাকে বকা দিবে কে? আপনিই তো...তাই না?
" প্লিজ? জলদি চলে আসো ? "

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩১

রাকু হাসান বলেছেন:


দোয়া করে দিলাম ,চলে আসুক ,এ শহর আবার প্রেমে মাতুম হোক সেই প্রত্যাশা । বিরহ !

২| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ২:৪৪

চাঙ্কু বলেছেন: এতো দেখি ইংলিশ-কম্পুর পেম। তো, ইংলিশ এখন কনে গেছে? কম্পু থেকে ফুঁ দেন, চলে আসপে!!

৩| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০৯

রাজীব নুর বলেছেন: অন্য ভাষায় মন্তব্য করলাম। কিছু মনে করবেন না।

おはようございます!
今朝の根室は朝6時の気温12.5度霧雨・・・お祭りに相応しくない天候です。何とか午後には雨も止み曇り空で推移しそう予報です。今日は12時半に金刀比羅神社本宮をお神輿さんが発御して市内をご巡幸します。カメラぶら下げご巡幸を撮って行こうと思います。それではきょうも元気で行きましょう。
写真は昨年の今日のお祭りの一コマです。

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.