নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবনের বৃষ্টিস্নাত স্বপ্নমত্ত এলোমেলো তরুনের হাতে নীল রঙের আল্পনা যেখানে দু ফোটা অস্রুর মাখামাখি আর তার সানগ্লাসের আড়ালে কিছুটা অনুভূতি যা কিনা সানসেটে বসে থাকা এক টুকরো রোদ অতঃপর তার হাতে থাকা উপন্যাসের শেষ পৃষ্ঠায় এসে দেখা দিল একটি শুকনো গোলাপ পাপড়ি

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র

ল্যাম্পপোস্টের হলুদ সোডিয়াম আলোয় ভিজতে থাকা তরুন যার আছে আকাশে ওড়ার স্বপ্ন।সে গোধূলী ভালোবাসে।আর ভালোবাসে সন্ধ্যাকালে বাসের জানালার পাশের সিট টা কে।আচ্ছা আপনি কি তার মত ঝুম বৃষ্টিতে এক কাপ কড়া লিকারের চিনি ছাড়া লাল চা ভালোবাসেন??

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র › বিস্তারিত পোস্টঃ

এবং ফেমিনিজম

০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:২৬

চারদিকে মানুষ ইকুয়্যাল রাইটস করতে করতে এর কনসেপ্ট টাই ভুলে গেছে। সবার প্রয়োজন এবং চাহিদা কখনই সেইম না। যার ভাত দরকার তাকে ভাত, আর যার রুটি দরকার তাকে রুটি দেয়াটাই ইকুয়্যাল রাইটস।

আমি নিজেকে অনেক আগে থেকেই ফেমিনিস্ট দাবি করে আসছি। আমি বিলিভ করি প্রতিটা মেয়ে সবার আগে মানুষ। সে আত্মনির্ভরশীল হবে, চার দেয়ালের গন্ডি থেকে বের হবে। ফ্যামিলি, সমাজ এবং রাষ্ট্রব্যবস্থায় কন্ট্রিবিউট করবে। কিন্তু নিজের কাছেই খারাপ লাগে যখন সব জায়গাতেই এই মূল বিষয় গুলো কে বাদ দিয়ে "সিগারেট খেতে পারা" "উগ্র পোশাক পড়া" কেই নিজের অধিকার বলে গন্য করা হয়। আমি বলছিনা আপনি এগুলো করতে পারবেন না। ব্যক্তিগত সিদ্ধান্ত নেবার অধিকার আপনার আছে। কিন্তু নারী মুক্তির দাবিতে যখন এসব কথাই প্রথমে তুলে আনছেন তখনই আপনার ডিমান্ডের গ্রহনযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। মূল্যবোধ অনেক বড় একটা বিষয়। আপনি যখন ভালো কিছু প্রমোট করবেন মানুষ তার প্রশংসা করবে, সাপোর্ট করবে। কিন্তু যেটা খারাপ সেটা কে যখন আপনার মোটো হিসেবে দাড়া করাবেন তখনই এদেশের আপামর সাধারণ জনগন আপনার ভাষা বুঝবে না, কনফিউজড হবে। এদেশে বেগম রোকেয়া কি সফল হন নি? বাধাগ্রস্থ হয়েছেন? যারা বাধা দিয়েছে সেটাও টিকে নি। কারন যে দাবিগুলো সে সামনে তুলে ধরেছিলো সেটার গ্রহনযোগ্যতা ছিলো, যৌক্তিক ছিলো। মানুষ তার কথায় বুঝেছে যে নারী মুক্তি দরকার। কিন্তু আজ অধিকাংশ ফেমিনিস্ট (নিজেরা মানেন) রা সিগারেটের ধোয়ায় তাদের মুক্তি খোজেন। ফেসবুকে ফেমিনিজম কে ট্যাগ হিসেবে ব্যবহার করে "সব পুরুষ ই খারাপ" মোটো নিয়ে বানানো ভিডিও এদের ইন্সপিরেশন। আসলে যারা এসব ভিডিও বানায় এবং দেখে দুই পক্ষই মেইনলি আইডেনটিটি ক্রাইসিস এ ভুগছে। প্লিজ আপনারা আপনাদের নিরাপত্তা নিয়ে কথা বলেন। জিজ্ঞাসা করেন রাস্তায় আপনি কেন নিরাপদ না। ধর্ষন কেন হচ্ছে সেই প্রশ্ন তোলেন। এখানেও যদি আপনি নিয়ে আসেন মেয়েরা কেন সিগারেট খেতে পারবে না, আমি যদি চাই তো উলংগ হয়ে চলার রাইট ও আমার আছে। তখন তো আপনার প্রধান উদ্দেশ্যেই কালি লেগে গেলো। সাধারণ মানুষ আপনি কি চান তাই তো বুঝতে পারলো না। যেটা খারাপ সেটা ছেলে মেয়ে উভয়ের জন্যই খারাপ।
অনেকেই আমাকে নেগেটিভলি নিবেন। কিন্তু I have more feminism in me than you can find in yourself..
উগ্রতা আপনার ব্যক্তিগত ডিসিশন হতে পারে কিন্তু সেটা কখনোই আপনি ফেমিনিজম এর ব্র‍্যান্ডিং হিসেবে প্রমোট করতে পারেন না...আপনাদের জন্য যেসব মেয়েরা শালীন ভাবে চলে তাদের ও কথা শুনতে হয়...period!

বিঃদ্রঃ আপনি কি খান বা না খান, কি পড়েন বা না পড়েন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি বিকিনি পড়ে ঘুরলেও মানুষ হিসেবে আমি আপনাকে সম্মান করবো। কিন্তু দয়া করে ব্যক্তিগত অভ্যাস ও রুচিকে প্রমোট করে এই রেভ্যুলেশনারী কনসেপ্ট কে আর কনফিউজিং করবেন না। আমি আবারো আমার কথার সারমর্ম বলছি "উগ্রতা, নগ্নতা ফেমিনিজম এর অংশ না এবং কখনো ছিলোও না।"
"বনলতা সময় বড় কঠিন, মাথার উপরে গনগনে রোদ। অনেক তো হলো, সুদিন আর সুবোধ কোনটাই তো ফিরে আসলো না।"

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: দেশের নারীদের অধিকার নিয়ে সোচ্চার সংগঠনগুলোর নেতৃবৃন্দের কোনো বক্তব্য বা বিবৃতি আমরা দেখছি না৷ তারা আর যাইহোক মুখে কুলুপ এটে থাকতে পারেন না। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ নির্বিশেষে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করার সময় এখন। আমি মায়েদের ওপর এই নির্মমতা আর দেখতে চাই না।

২| ০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪১

আহলান বলেছেন: প্রকৃত কথা হচ্ছে সমাজের একটি শ্রেনী আছে যারা যেমন খুশি তেমন করে ঘুরে বেড়ানোটাকেই নারী স্বাধীনতা হিসাবে দেখে। এটা স্বাধীনতার একটি অংশ বলা যেতে পারে ... কিন্তু সমগ্র নারী সমাজকে এগিয়ে নিতে এই চিন্তা ভাবনাটাই বৈরী হিসাবে কাজ করে ...

৩| ০৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১১

স্থিতধী বলেছেন: পোস্টের ছবিটা কি সত্যজিৎ রায়ের " মহানগর" সিনেমার একটা স্টিল ? অনেক আগে দেখেছিলাম সিনেমাটা।

৪| ০৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: স্বাধীনতা আর অধিকার এক বিষয় না।স্বাধীনতা তার জন্মগত অধিকার,সে চায় সমান অধিকার যেটা থেকে সমাজ,রাষ্ট্র,ধর্ম তাকে বঞ্চিত করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.