নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুবায়ের সুহান

সুহান সুহান

দ্বিধান্বিত

সুহান সুহান › বিস্তারিত পোস্টঃ

অনুভূতিরা মূল্যহীন

১৬ ই মে, ২০১৩ রাত ১:৩৭

আজকে ‘একাত্তরের দিনগুলি’ পড়ে শেষ করলাম। মনটা খুব খারাপ হলো। খুব কষ্ট লাগলো। ঠিক তখনি হঠাৎ করে মনে হলো যে আমার এই খারাপ লাগাটা কি আসলে একধরনের সৌখিনতা না? এক ধরনের দুঃখবিলাস। এক ধরনের অকারণ আবেগ। আমার বেশিরভাগ আবেগই অকারণ। যদি অকারণ না হত তাহলে ‘একাত্তরের দিনগুলি’ এর মত বই পড়ে আমার এই উপলব্ধি হত যে সত্যিকার অর্থে আমার উপর অনেক দায়িত্ব যার খুব কমই আমি পালন করি। স্বার্থপরের মত নিজের আখের গুছানোতেই ব্যস্ত। নিজের আলস্য নিজের আরাম এত প্রিয় আমার!!!



সত্যিকারের আবেগ মানুষকে দেশ এবং মানবতার কাজে উৎসাহী করে। কিন্তু না, আমাকে তা কখনোই নাড়া দেয় না। শুধুমাত্র কিছুক্ষনের জন্য মন খারাপ, নিজের কাছে নিজের দেখানো যে আমি অনেক আবেগপ্রবণ একজন মানুষ। আমার আবেগপ্রবনতাতে কার কী যায় আসে!!



অনুভূতিরা বরাবরই মূল্যহীন। যদি না সেই অনুভূতি মানুষকে বড় কোন কাজে সাহায্য না করে। শুধু নাকি কান্না বহু মানুষ কাঁদতে পারে। কিন্তু কারো কান্না দূর করার জন্য সত্যিকারের মানুষেরাই কাজ করে। যেরকম সাভারে করেছে।



আমি সবসময় বিশ্বাস করি যে এই পৃথিবীতে স্বার্থহীন বলে কিছু নেই, কেউ নেই। কোন কাজ স্বার্থহীন না, কোন মানুষ স্বার্থহীন না। সবাই স্বার্থপর। কি সবাই খুব অবাক হচ্ছেন? কথাটা কিন্তু খুব সত্যি। মানুষ সেই কাজটাই করে যা তাকে শান্তি দেয়। সেটা অন্যের উপকারই হোক আর নিজের জন্যই হোক। এতেই প্রমাণিত হয় যে মানুষ মাত্রই স্বার্থপর।



এই পৃথিবীতে যেন সেই সব মানুষের সংখ্যা বাড়ে যারা দেশ ও মানবতার সেবায় নিজের আত্মিক শান্তি খুঁজে পায়। অকারণ আমার মত আবেগে আপ্লুত না হয়ে তারা যেন সেই আবেগকে কাজে লাগাতে পারে। আমি জানি কথাগুলো খুবই নাটুকে। ঠিক যেন নাটকের সংলাপ। তাও এই অকারণ আবেগ যেন কোন ফলপ্রদ কিছুতে রূপান্তরিত হয়। কারণ শুধু আবেগ বা অনুভূতিরা খুবই মূল্যহীন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.