নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুবায়ের সুহান

সুহান সুহান

দ্বিধান্বিত

সুহান সুহান › বিস্তারিত পোস্টঃ

তৃপ্ত অনুভূতি

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

যখনই টের পাই তোমায় ভালোবাসি

মনে এক অজানা অভূতপূর্ব তৃপ্তি পাই

মনের উপর ভরসা পাই যে এখনো সে আছে

পথের মধ্যেই, পথের বাইরে চলে যায়নি

এ যেন নিজের কাছে নিজের বোঝাপড়া।।



ভয় পাই মাঝে মাঝে যদি মনের গতি বদলে যায়

সবকিছুকে বুঝানো যায়, মনকে কে মিছে বোঝায়

মন যে খাপছাড়া পাগলপাড়া, ছন্নছাড়া দিশেহারা

তোমায় ভালোবাসি বলে তাই খুব তৃপ্তি পাই।।



তুমি আছো বলে গোল লাল টিপ আমার এত ভালো লাগে

তুমি আছো বলে আমি এখনো কাজল কালো চোখ দেখি

তুমি আছো বলে আমার স্পর্শে তোমার কেঁপে ওঠা দেখি

তুমি আছো বলে তুমি আমার ভেবে মিছে উদ্দীপ্ত হয়ে উঠি।।



লাল গোল টিপ, তোমার কাজল কালো চোখ

আমার স্পর্শে তোমার কেঁপে ওঠা

আমার মিছে উদ্দীপ্ত হয়ে ওঠা

এসবই প্রমাণ করে আমি তোমাকে ভালোবাসি

এ যে কী তৃপ্তির! এ যে কী আজব পূর্ণতা!!



তাই—

যখনই টের পাই তোমায় ভালোবাসি,

আমি তৃপ্ত হই উল্লাসে, সোল্লাসে।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.