নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুবায়ের সুহান

সুহান সুহান

দ্বিধান্বিত

সুহান সুহান › বিস্তারিত পোস্টঃ

ডাক

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪১

তোমায় ডাকি আমি

শুনতে কি পাও

করুণ সুরে আকুল হয়ে

কখনো চুপটি করে

ডাকি আমি তোমায় বহুভাবে

শোনো কি তুমি!!



তোমার এলোমেলো চুল সরিয়ে ডাকি

তোমার গালে আমার হাত ছুঁইয়ে ডাকি

তোমার চোখে চোখ রেখে একটুও কথা না বলে ডাকি

বোঝো তো তুমি আমার ডাক!!



অনেক দূর থেকে যখন চেয়েও ছুঁতে পারবো না তোমায়

তখনো কিন্তু ডেকে যাব

শুনতে পাবে তো আমার ডাক!!



একা নিঃসঙ্গ হয়ে বুক চাপড়ে আঁধারে ডাকব তোমায়

কেউ জানবে না কেউ বুঝবে না, স্রস্টাও হয়তো চোখ বুজে থাকবে

তুমি বুঝবে তো বল!!

শুনবে তো আমার ডাক!!



অভিমান করে দূরে চলে গেলেও

আমার অভিমানী চোখ তোমায় ডাকবে

চোখের তীব্রতার ডাক শুনতে পাবে?



সবকিছু যদি ভুলে যাই

অবচেতন মন তোমায় ডাকবে

আমিও বুঝব না তোমায় ডাকছি

তুমি বুঝবে তো!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.