নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুবায়ের সুহান

সুহান সুহান

দ্বিধান্বিত

সুহান সুহান › বিস্তারিত পোস্টঃ

প্রলাপ

২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১

পুরো ঘর অন্ধকার আমার

সারা বাড়ি অন্ধকার

অন্ধকারে আমার এলোমেলো পায়চারি

পায়চারিতে আমার হাসি

নিজের উপর নিজে হাসি

মাঝে মাঝে সে হাসিও বড় নিষ্ঠুর শোনায়

আমার হাসি আমার কানে এসে বাজে

আমাকে টিটকারি করে

আমার চোখকে খোঁচায়

আমার চোখ কাঁদে

আমার মুখ হাসে

আমার চলনে নেশা

অন্ধকারে আমি হয়েছি বিদিশা

আবার হাসি আমি

কখনো প্রাণ খুলে

কখনো মুখ খুলে

কখনো শুধু মুচকি

আমার চোখ কাঁদে একই ধারায়

কখনো হৃদয়ের গভীর থেকে

কখনো শুধু চোখ থেকে

কখনো পানি পড়ে না

তাও সে কাঁদে

বুকে এত ব্যথা কেন করে

কীসের তরে

পাওয়া না পাওয়ার হিসাব তো হয়ে গেছেই

সবাই সব পাবে তা তো না

এ জীবনে কেউ সব পাবে

কেউ কিছু পাবে না

এটাই জীবনের খেলা

এতে দুঃখ পেতে নেই

রাগ হতে নেই

শুধু মেনে নিতে হয় আকাশের পানে চেয়ে

সবই তো জানা তবু কেন এত কষ্ট

কেন তবে চিনচিনে ব্যথা

যে ব্যথা অযথা

বুকের চামড়া টেনে ধরলেও

ব্যথা ছোঁয়া যায় না

এ তবে কোথায় আছে

বুকটা কি চিরে দেখব একবার!

রক্ত পড়বে?

পড়ুক

খুঁজে বের করি কোন প্রত্যঙ্গে ব্যথা

সেটা কেটে ফেলে দেই

ভাবি আর আকাশ বাতাস কাপিয়ে হাসি

অন্ধকারও যেন আমার হাসি দেখে ভয় পায়

আমার চোখ কাঁদে

কখনো চোখ থেকে কখনো হৃদয় থেকে

কখনো বা চোখেই থেকে যায়

পড়ে না একটুও বাইরে

এভাবে শেষ হয় আমার রাত

আমার সহস্র শতাব্দীর সমান এক একটা রজনী

এ আমার প্রায়শ্চিত্ত

এ আমার পাপমোচন

এ আমার প্রলাপও বটে।।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লেগেছে। +

কিন্তু এত বিষাদ কেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.