নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

ইয়াহু, হুররে! অমর একুশে গ্রন্থমেলাতে আমার লেখা প্রথম বই প্রকাশিত হচ্ছে :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৫

প্রিয় সামু ব্লগের প্রিয় ভাই-বোনেরা আশা রাখি সবাই ভালো আছেন।
আজকে একটা খুশীর সংবাদ নিয়ে এসেছি, খুশীর সংবাদটা হচ্ছে, আপনাদের দোয়া ও ভালোবাসায় এবারের '২০১৫ একুশে গ্রন্থমেলাতে মেলাতে আমার জীবনের প্রথম লেখা বই প্রকাশিত হচ্ছে :)

মূলত বইটি দেশ নিয়েই লেখা, জানিনা লেখা কেমন হয়েছে, এর আগে কখনো বই লিখা সম্ভব হয়নি!

বইটি কিন্তু অবশ্যই আপনারা কিনবেন আর আপনাদের পরিচিত সবাইকে কিনতে বলবেন। আর পড়ে মতামত জানাতে ভুলবেন না।
;
;
→ এই ব্লগ পোস্ট'টা সত্যিকারভাবে কখনো দেওয়া সম্ভব হবে কিনা জানি না! কারণ এক লাইনের লিখা লিখতে আমার প্রচুন্ড মাথা ব্যথা হয়ে যায়, তাছাড়া লিখাও তেমন ভালো না, তার উপরে পুরো বই!

কারো কাছে একটা 'ভ্রূকুটি ইমোটিকন' হবে কি?

মাফ করবেন! আমি লেখক নয় তাই আমার কোন বই প্রকাশিত হচ্ছে নাম!
তবে মানুষ বাঁচে আশায়, তাই আমিও আশায় বাঁচি, একদিন হয়তো একটা বই না হয় লিখে ফেলবো!

সবাইকে অগ্রিম ধন্যবাদ B-)

বিঃদ্রঃ 'অমর একুশে গ্রন্থমেলা ২০১৫' তে সামহোয়্যার ইন ব্লগারদের বই প্রকাশিত হচ্ছে/হবে সকল বই ও লেখকদের জন্য রইলো অসংখ্য শুভ কামনা। আশা করি সবার বই পাঠক সমাদৃত হবে :)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৩

শহুরে কাউয়া বলেছেন: ;)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

চাটগাইয়া জাবেদ বলেছেন: বলেছিলাম :D

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: এইডা কোন কাম হইল।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

চাটগাইয়া জাবেদ বলেছেন: আকাম :P
কামের কাম কোনডাই হয় নাই, তো আকাম হয়েছে মাগার কুকাম হয় নাই ;) :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.