নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাবের তুহিন

আছি । আমি আছি ।

জাবের তুহিন › বিস্তারিত পোস্টঃ

শুনতে খারাপ লাগলেও সত্য B-)

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১০

প্রসঙ্গ - ১

শাহবাগকে মানুষ এখন দুই ভাবে চেনে । আপনি কি প্রথম দিনগুলোর নাকি শেষের দিনগুলোর ।

প্রসঙ্গ - ২

এইটাকে মুক্তিযুদ্ধ বলা নিয়া একটু কথা আছে । এই দাবি আমাদের প্রাণের দাবি । কিন্তু পরবর্তীতে দেখলাম পুলিশি পাহারায় , সিসি টিভি ক্যামেরা এর মাধ্যমে আন্দলোন এগুচ্ছে । মুক্তিযুদ্ধ তো নিরাপত্তার প্রাচীরের ভেতরে থেকে হয় নাই ।

প্রসঙ্গ - ৩

এখন তরুন প্রজন্ম যে কোনটা এইটা অনেক বড় একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে । যারা শাহবাগে তারাই কিন্তু শুধু তরুন প্রজন্ম না । তারা শুধু একটা অংশের অংশ বিশেষ । যুদ্ধাপরাধীদের বিচার চায় এই রকম বহুত মানুষ আছে কিন্তু তারা সবাই শাহবাগের পথচারী নন । বিরিয়ানি খাইয়া আর নতুন মঞ্চে দাঁড়াইয়া ভাষণ দিলে আন্দোলন আর আন্দোলন থাকে না ।

প্রসঙ্গ - ৪

আমি একবার আবেদন করছিলাম যে ছাত্র রাজনীতি বন্ধের দাবী যেন যোগ করা হয় শাহবাগের দাবিগুলোর সাথে । তখন একজন বললেন যে তাইলে চালের দাম কমানোর দাবী , তেলের দাম কমানোর দাবী আইগুলা সব যোগ করি নাকি ?

আমি তখন বেশ লজ্জা পাইলাম । আরেকজন বললেন যেইটা ভালো লাগলো -- ভাই আগে একটা দাবী বাস্তবায়ন করি পরে একটা একটা কইরা সব করবো ।

এখন আমার কথা হইলো আন্দোলনে যদি একটা দাবীই রাখতো , তাইনা লিস্ট বড় না করতো । যে এক দাবিতে মানুষ মাঠে নামছিল সেই এক দাবী বাস্তবায়নের পর অন্য দাবী করতো তাহলে এই পরিস্থিতির সৃষ্টি হয়তো আজ হতো না।

প্রসঙ্গ - ৫

সাইদি সাহেবও নিজেকে চাঁদে দেখা যাওয়ার ব্যাপারে অবিশ্বাস জ্ঞাপন করেছেন । যাক একটা জায়গায় সে আমাদের সাথে একই মত প্রকাশ করলেন

[ এখানের বেশ কিছু কথা মাহাবি চৌধুরি এর কালকের রাতের

RTV চ্যানেলের টক শো থেকে শুধু পয়েন্ট নেয়া হয়েছে । যা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে । ]

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৮

একরামুল হায়দার বলেছেন: "কিন্তু পরবর্তীতে দেখলাম পুলিশি পাহারায় , সিসি টিভি ক্যামেরা এর মাধ্যমে আন্দলোন এগুচ্ছে "

আপনার এই কথার বেপারে আমার একটু কথা আছে |

প্রথমত.. ওরা কেউ কোনো সহিংস আন্দোলন করছে না | যদি তারা কোনো সহিংস আন্দোলন করতো তাহলে তারাও পুলিশের সাপোর্ট পেত না|

দ্বিতীয়তো.. ওখানে যদি জামাত বম ফাটিয়া শখানেক মানুষ মারে সেই দায় কি আমি আপনি নেবো??? তখন তো আমরাই বলবো সরকার কেন এদের নিরাপত্তা দেয়নাই, এরা তো কেউ একটা লাঠিও হাতে নেই নাই|||

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৮

জাবের তুহিন বলেছেন: কিন্তু আন্দোলনটা কিন্তু ছিল সরকার কে চাপ দিয়ে আমাদের দাবী আদায় করা । কিন্তু পরেকিন্তু তা আর হয়নি । সরকারকে চাপ দিলাম আর সরকার গা এলাইয়া দিল যে চাপ দেয়াটা তার পছন্দ হইছে । তাইলে জিনিশটা কেমন হইয়া গেল না । আর একটা আন্দোলনে সবাই যোগ দিছে নিজেদের জানের পরোয়া না কইরা । সব ধরনের আন্দোলনের এইটাই মুল কথা ।

২| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩০

মনোজ কুমার বলেছেন: আমি একরামুল হায়দার ভাইর সাথে একমত ।
আর বিরিয়ানি খাইয়া আর নতুন মঞ্চে দাঁড়াইয়া ভাষণ দিলে আন্দোলন আর আন্দোলন থাকে না । কেনো?
তারা কি বিরিয়ানি খেয়ে আওয়ামীলিগ এর পক্ষে কোনো কথা বলছেন নাকি তদের দাবী থেকে সরে এসেছেন।

৩| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৭

করোনী বলেছেন: খাচার ভিতরে থেকে অান্দোলন হয় না ....আর যে আন্দোলনে সরকারের উচ্ছিষ্ট গলধঃকরণ হয়েছে সেই আন্দোলন কোনোভাবেই স্বতস্ফূর্ত সমর্থন আদায় করতে পারে না ।

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৪

জাবের তুহিন বলেছেন: এই জন্যই বলেছিলাম - প্রসঙ্গ - ১
শাহবাগকে মানুষ এখন দুই ভাবে চেনে । আপনি কি প্রথম দিনগুলোর নাকি শেষের দিনগুলোর ।
আকাশ পাতাল ফারাক /

৪| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৭

সালটু বলেছেন: ভাই দাবীটা কি,

-যুদ্ধাপরাধীদের বিচার না ফাঁসী? একজনের ফাঁসী আদেশ হয়েছে আর আরেকজনে জন্য আপিল হয়েছে। সামনের গুলার সময় উলটাপালটা হলে আবার দাঁড়ানো যাবে।
- সব যুদ্ধাপরাধীদের না শুধু জামাত ও বি এন পির রাজাকারদের?
- দাবীটা কার কাছে, সরকারের কাছে, আদালতের কাছে নাকি হলিক্সের বাচ্চাটার মত এমনি এমনি?
- যদি সরকারের কাছে হয়, তাহলে সরকার বক্তব্য পরিষ্কার করছেনা কেন?

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৩

জাবের তুহিন বলেছেন: নিচের হাবিব০৪২০০২ ভাইয়ের লেখাটা পড়েন । অনেক কিছুর উত্তর পাবেন । আশা করি /

৫| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৫

হাবিব০৪২০০২ বলেছেন: গোলাম আজম, নিজামী, মুজাহিদ এই ৩ জনের যুদ্ধাপরাধী বিষয়ে ভুরি ভুরি প্রমাণ থাকার পরও সরকার তাদের ব্যাপারে রায় না দিয়ে দিচ্ছে কাদের মোল্লা, সাঈদীর. অথচ উচিত ছিল ভাল চৌকস প্রসিকিউটর নিয়োগ করে সময় নিয়ে শক্ত প্রমাণ উপস্হাপন করা যে এরাই কসাই কাদের এবং দেলু শিকদার. আমার ব্যক্তিগতভাবে মনে হয়, সরকার এটা করেছে ভোটের রাজনীতির জন্য কারন তারা জানে জাশি সাঈদীর রায় মেনে না নিয়ে তান্ডব চালাবে. এতে করে জামাতের উপর জনগণ ক্ষেপে গিয়ে তাদের আবার ভোট দিবে.

এদিকে তরুণ প্রজন্মের গণজাগরনের দাবীর সাথে মঞ্চের লিডারদের দাবীর মাঝখানের ফারাক দিনকে দিন স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে, উনারা ভুলেই গেছেন গণজাগরনের দাবী ছিল একটাই "সকল রাজাকারের বিচার চাই"
মনে রাখা দরকার, সরকার জনগণকে হাইকোর্ট দেখালে জনগণ যেমন সরকারকে সুপ্রিমকোর্ট দেখাবে তেমনি শাহবাগের মঞ্চের লিডাররা জনগণের আবেগ নিয়ে খেলে নিজে ব্যক্তিগতভাবে লাভবান হতে চাইলে পাবলিক তাদেরকেও কোনদিন ক্ষমা করবে না

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০২

জাবের তুহিন বলেছেন: আমি আপনার সাথে পুরোপুরি একমত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.