নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাবের তুহিন

আছি । আমি আছি ।

জাবের তুহিন › বিস্তারিত পোস্টঃ

আমার দৃষ্টিতে বাংলাদেশের রাজনীতি অ '' সুশীল সমাজ ''

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৭

একটা ছোট বাচ্চা প্যাম্পারস পড়ে বসে আছে । তার আসে পাশে বেশকিছু '' সুশীল সমাজের '' লোক বিদ্যমান । তাদের নাকে গন্ধ গেল । যেই গন্ধের দ্বারা বুঝা যাচ্ছে বাচ্চাটি হাগু করে দিয়েছে । ''সুশীল সমাজ '' এরপর বলতে লাগলো- ইশ, কি বিশ্রী অবস্থা । গন্ধে টিকা যাচ্ছে না । বাচ্চাটার প্যাম্পারস বদলানো দরকার ।

অতঃপর একজন বাচ্চার কাছে যেতে লাগলো । তার উদ্দেশ্য বাচ্চার প্যাম্পারস পরিবর্তন করা ।

তখন ''সুশীল সমাজের'' লোকজন চিৎকার করে উঠে বলল আহা কি করেন । আপনার হাতে তো বাচ্চার ইয়ে লেগে যাবে ।

বিঃদ্রঃ এইটাই হইলো বাংলাদেশের রাজনীতি নিয়ে ''সুশীল সমাজের অবস্থা'' । তারা শুধুই সমালোচনা করতে পারে । কাউকে এগিয়ে আসলে শাদুবাদ দিতে পারে না ।

আমার আশেপাশের কয়েকজন যখন বলে রাজনিতিতে পরিবর্তন আসা দরকার । নতুন কারো আসা দরকার । দেশকে পরিবর্তন করতে । আর তখন যদি আমি আমার ইচ্ছার কথা বলি তখন লেকচার শুনতে হয় । রাজনীতির খারাপ দিক সম্পর্কে ।

একদা এক জীববিজ্ঞান শিক্ষককে আমার ইচ্ছার কথা প্রকাশ করায় সে আমাকে বলেছিল ঢাকা কলেজে ভর্তি হয়ে চুল বড় রেখে পিস্তল হাতে নিয়ে ওই এলাকায় চক্কর দিতে তাতে পেপারে আমার ছবি আসবে আরস্যার দেখে হাসবে ।

আমি অতীত ভুলি না । আমি তা মনে রেখে সামনে আগাই । তার উপযুক্ত জবাব উপস্থাপন করতে । আমি সবসময় সবাইকে মাফও করি না ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সুসীল সমাজ এমনই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.