নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাবের তুহিন

আছি । আমি আছি ।

জাবের তুহিন › বিস্তারিত পোস্টঃ

হেফাজতের দাবী আর গুণীজনের কথা আর আমার কথা

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৭

একটা গল্প বলি প্রথমে - আমার এক স্যারের কাছ থেকে শোনা ।

রজার মাসে স্যার আর স্যারের এক বন্ধু চারুকলার ঐখানে ছিল । তখন এক ছেলেরে সিগারেট খাইতে দেখল । কিছুখনপর তার এক বন্ধু আইসা বলে , '' কিরে তুই না রোজা রাখছস ? ''

তখন ওই বন্ধু বলে , '' রোজা তো রাখছিই তবে আল্লাহরে কইয়া নিছি রোজা রাখুম কিন্তু সিগারেট ছাড়তে পারুম না ।''

এখন মূল কথায় আসি ---

হেফাজতে ইসলামের প্রত্যেকটি দাবীই ইসলামিক । এই বিষয়ে আমি শতভাগ নিশ্চয়তা দিতে পারি । একজন মুসলমান হিসেবে এইটা বিশ্বাস করা সবার বাধ্যতামূলক ।

আপনি কোন দাবীর বিরুদ্ধাচারন করতে পারেন না । একজন মুসলিম হিসেবে । তাহলে আপনার ঈমানই থাকবে না । কারণ প্রতিটি দাবীই ইসালমিক । বাংলাদেশে এর বাস্তবায়ন এই জিনিসটা বাদ দিয়া চিন্তা করেন একটু কিছু সময়ের জন্য । শুধু দাবীগুলো বিবেচনায় আনেন । এর বিরুদ্ধে কথা বললে আপনার ঈমান থাকবে না । আরও বিস্তারিত জানতে কোন আলেমের সাথে যোগাযোগ করতে পারেন /

বাড়তি কিছু কথা --

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু সাহেব নিজেকে মুসলমান বলেছেন । কিন্তু হেফাজতে ইসলামের দাবীগুলোকে মধ্যযুগীয়ও বলেছেন ।

আমি বলি তাহলে তো আপনি মধ্যযুগের ধর্মের অনুসারী । আধুনিক কিছু পান নাকি দেখেন ? কুরআন ও তো সেই কবেকার ( !! ) নতুন কিছুর সন্ধান করতে পারেন ।

সুলতানা কামাল --

আপনি বললেন মৌলবাদীরা কখনই চায় না নারীরা উন্নতি করুক ।

আমি একটু বলি । হেফাজতের কেউ নিজের দাবী তুইলা ধরে নাই । ইসলামের দাবী তুলে ধরেছে । আপনি তাদেরকে মৌলবাদী বললেন । তারা আল্লাহ আর তার রাসুল ( সঃ ) এর হুকুমের বাস্তবায়নের জন্য আন্দোলন করেছিল । তাহলে আমি কি বুঝাতে চাচ্ছি বুঝতে পারছেন ।

শেষের কিছু কথা -----

হয়তো বাংলাদেশে এগুলোর বাস্তবায়ন হবে না । কিন্তু আপনারা কেউ দয়া করে এর বিরুদ্ধে কথা বইলেন না । কষ্ট পাই । আপনি বলেন যে এই দেশে এই দাবী হয়তো বাস্তবায়ন করা যাবে না।

আর হেফাজতকে বলবো -- আপনাদের দাবী বাস্তবায়িত হলেই দেশে ইসলাম কায়েম হবে না । তার চেয়ে আপনারা মানুষকে শুদ্ধ ইসলামের দাওয়াত দেন । প্রত্যেকে পরিবর্তিত হলেই আপনাদের দাবীও দেখবেন বাস্তবায়িত হয়ে গেছে ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৯

আমার স্বপ্নগুলি বলেছেন: একমত। পক্ষে না বললে চুপ থাকাই শ্রেয়। ইসলামের মূল আকিদাগুলিকে মধ্যযুগীয় বর্বর বলে যারা বিপক্ষের প্রচারণায় মেতে উঠেছে - তাদেরকে স্পষ্ট করে বলতে চাই - হ্যাঁ, ইসলাম মধ্যযুগীয় ধর্ম। মহানবী(সাঃ) ও মধ্যযুগের মানুষ ছিলেন। কিন্তু তার চিন্তা চেতনাগুলি সকল যুগের জন্যই পাথেও। নিজেকে মুসলিম বলবেন আর ইসলামের মূল বিষয়গুলিকে মধ্যযুগীয় বলে নিজেকে আল্ট্রা মডার্ন বলে জাহির করবেন - সেটার কোন স্কোপ ইসলামে নেই। আপনি নিজেকে মডার্ন মুসলিম বলে পরিচয় দিতে পারেন, কিন্তু ইসলামের দৃষ্টিতে আপনি ঈমানহীন এক মানুষ ব্যাতীত আর কিছুই না।


২| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

আমার স্বপ্নগুলি বলেছেন: এই পয়েন্টটা আমার এই পোষ্টে এড করে দিলাম।
Click This Link

৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

দুরন্ত পথিক০৫ বলেছেন: ঠিক বলেছেন। অনেক মুসলিম নামধারী লোক এর বিরোধিতা করতেছে। বোরকাকে বস্তার সাথে তুলোনা করতেছে। এইসব বেকুবরা নিজেদের অনেক বড়ো স্মার্ট মনে করে। ভাবে ইসলামের নিয়ম মানলেতো আধুনিক হয়া যাবে না।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২২

শোয়াইব আহেমদ বলেছেন: আমি সত্যিই বুঝতে পারছিনা হেফাজতের কোন দাবীটার বাস্তবায়ন হলে দেশ আফগানস্থানে পরিনত হবে। কেউ যদি ঠান্ডা মাথায় বিষয় গুলো নিয়ে আলোচনা করতেন তাহলে আমার মত পাবলিকের কাছে বিষয় টা পরিস্কার হত।

৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

পিচ্চি পোলা বলেছেন: চোর দাবি করবে, কোনো বাড়ির দরজায় তালা লাগানো চলবে না। ডাকাতরা দাবি করবে -গুলি টুলি চালানোর আগেই যেন গৃহস্থ গৃহিনীরা মালপত্র সোনাদানা দিয়ে দেয়। খুনিরা দাবি করবে -খুন করার পর সংবাদপত্র যেন খবর না ছাপে এবং পুলিশ যেন মামলা না নেয়। পাগল দাবি করবে তার বক্তৃতা জনগণকে রাস্তায় দাড়িয়ে শুনতে হবে, ব্রেকড্যান্স দেখতে হবে। ছাগল দাবি করবে কোনো খেতে বেড়া দেয়া চলবে না।
দাবি তো যে কেউ করতেই পারে। সেইসব দাবি শুনে ম্যাঙ্গোপিপল মুচকি হাসবে নাকি দাঁত কেলিয়ে হাসবেন সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। /:)

৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: "মধ্যযুগীয় বর্বর" এই কথাটা নিয়া আমার একটু কথা আছে।
এই শুশিল গুলারে ইতিহাসটা পড়তে বলি।
যে সময়ে মুসলমান শহর গুলা হাসপাতাল, লাইব্রেরী, রাস্তা-ঘাট, ল্যম্প-পোস্ট, থেকে শুরু করে সভ্যটার সব মানদন্ডে উপরে ছিলো, তখন এইগুলার বাপেরা যে, কুড়ে ঘরে থাকতো, খাইতোও বন বাদারে ঘুরে, দুই চার খান বই খুজলে হয়তো পাওয়া যেতো।
এরা কি এই ইতিহাস পড়ে নাই, নাকি বই কেনার মত পয়সা এদের নেই। আর নাকি ইচ্ছা করেই মিথ্যা বলে।

৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: "মধ্যযুগীয় বর্বর" এই কথাটা নিয়া আমার একটু কথা আছে।
এই শুশিল গুলারে ইতিহাসটা পড়তে বলি।
যে সময়ে মুসলমান শহর গুলা হাসপাতাল, লাইব্রেরী, রাস্তা-ঘাট, ল্যম্প-পোস্ট, থেকে শুরু করে সভ্যটার সব মানদন্ডে উপরে ছিলো, তখন এইগুলার বাপেরা যে, কুড়ে ঘরে থাকতো, খাইতোও বন বাদারে ঘুরে, দুই চার খান বই খুজলে হয়তো পাওয়া যেতো।
এরা কি এই ইতিহাস পড়ে নাই, নাকি বই কেনার মত পয়সা এদের নেই। আর নাকি ইচ্ছা করেই মিথ্যা বলে।

৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

0গাংচিল বলেছেন: সহমত



আমার স্বপ্নগুলি বলেছেন: একমত। পক্ষে না বললে চুপ থাকাই শ্রেয়। ইসলামের মূল আকিদাগুলিকে মধ্যযুগীয় বর্বর বলে যারা বিপক্ষের প্রচারণায় মেতে উঠেছে - তাদেরকে স্পষ্ট করে বলতে চাই - হ্যাঁ, ইসলাম মধ্যযুগীয় ধর্ম। মহানবী(সাঃ) ও মধ্যযুগের মানুষ ছিলেন। কিন্তু তার চিন্তা চেতনাগুলি সকল যুগের জন্যই পাথেও। নিজেকে মুসলিম বলবেন আর ইসলামের মূল বিষয়গুলিকে মধ্যযুগীয় বলে নিজেকে আল্ট্রা মডার্ন বলে জাহির করবেন - সেটার কোন স্কোপ ইসলামে নেই। আপনি নিজেকে মডার্ন মুসলিম বলে পরিচয় দিতে পারেন, কিন্তু ইসলামের দৃষ্টিতে আপনি ঈমানহীন এক মানুষ ব্যাতীত আর কিছুই না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.