নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাবের তুহিন

আছি । আমি আছি ।

জাবের তুহিন › বিস্তারিত পোস্টঃ

হরতাল ছাড়া দেশের একটি কল্পিত চিত্র :):DB-)

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৭

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়া চিন্তা কইরা একটা হাল বের করলাম । কোন ত্রুটি থাকলে ধরিয়ে দিবেন । বা সে জায়গায় কি ভালো হয় তা বলবেন ।

শুরু করলাম --

প্রতি পাঁচ বছর পর পর সরকার পরিবর্তন হয় । দেখা যায় দুই দলের মধ্যেই ক্ষমতা হস্তান্তর সীমাবদ্ধ । আর একজনের কালে অন্যজন গুশা কইরা না ধরনের কীর্তিকলাপ করে । এর সমাধান হল শিফট সিস্টেম চালু করা । খারান ব্যাখ্যা করতেছি ।

চব্বিশ ঘণ্টায় একদিন । দুই দিয়া ভাগ করলে বারো হয় । তো একদিনে দুই নেত্রি দেশ চালাইব ।

প্রথম বারো ঘণ্টা এক নেত্রী পরের বারো ঘণ্টা অন্যজন । এই ক্ষেত্রে মন্ত্রীরাও পরিবর্তিত হবেন ।

একটু ঝামেলার মনে হইলেও এর চেয়ে ভালো আর কোন সমাধান আমি খুঁজে পাচ্ছি না ।

এর ফলে হরতাল বন্ধ হবে ।

কোন মন্ত্রীই চাবে না তার শিফটে কোন ঝামেলা হোক ।

এক্ষেত্রে প্রত্যেক মন্ত্রী , প্রধানমন্ত্রী এর মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে । যৌথ পরিবারের মতো ''গণ ভবনে '' খালেদা জিয়া , শেখ হাসিনা , তারেক রহমান , জয় , কোকো এক সাথে এক ছাদের নিচে থাকবে ।

আকাম কুকাম যা করার সবাই নিজেদের মধ্যে ভাগ কইরা লইবো ।

ইন্ডিয়ার লগেও ভালা সম্পর্ক থাকবো আবার আমেরিকার লগেও ভালা সম্পর্ক থাকবো ।

দেশ সত্যিকার অর্থেই উন্নতির জোয়ারে প্লাবিত হবে ।

সংবাদ মাধ্যমে এক নেত্রী আরেক নেত্রীকে ''বুবু '' বলে ডাকবে । একজন দুষ্টুমি করে আরেকজনরে চিমটি দিয়ে হাসা হাসি করবে ।

আর আমরা তখন গান ধরবো -

দুজনারই প্রেম মিলে শইলো ,

জগত হইলো আলো ।

[ ইহা ব্যাপকভাবে কাল্পনিক হইলেও । এই টুকু আশা তো রাখতে পারি । ]

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৯

ব্লগার রানা বলেছেন: আশা করি, এটাই বিনা মূল্যে করা যায়, ধন্যবাদ

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২১

জাবের তুহিন বলেছেন: হুম ।

২| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৫

জহীরুল ইসলাম বলেছেন: আমনে কি এখন চান্দের দেশে?

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৯

জাবের তুহিন বলেছেন: না ভাই । সামনে ইয়ার ফাইনাল তাই দেশেই আছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.