নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাবের তুহিন

আছি । আমি আছি ।

জাবের তুহিন › বিস্তারিত পোস্টঃ

হেফাজতে ইসালাম আর লালদীঘির মহাসমাবেশ

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৫

প্রকিত হুজুর আর পুঙটা হুজুর চিনার আমার নিজস্ব কিছু পদ্ধতি আছে ।

1 - তাদের মাথায় কয়তলা টুপি ?

2 - জামা কত রঙ্গে রঙ্গিন ?

3 - জামা কত সুন্দর করে ডোলা মাজা করা ?

4 - টুপি কত চিক চিক করে ?

এর সব গুলারে গতকালের লালদীঘির মহাসমাবেশে প্রয়োগ করেন । কি বুঝাইতে চাইছি বুইঝা যাবেন ।

মহাম্মাদপুরে শুক্রবার হেফাজতের সমাবেশ জাতীয় কিছু একটা ছিল । ঠিক মনে নেই ।

কিন্তু সেইখানে অতিথি হিসেবে যারা ছিল তাদের নিয়া প্রশ্ন তও দুরের থাক আঙ্গুল তাক করার সুযোগ নাই ।

হেফাজতে ইসলাম তেরোটা দাবী করছে । হয়তো সবগুলা বাস্তবায়িত হবে না । কিন্তু সেগুলো যে ইসলামিক এই সম্পর্কে কারো কোন দ্বিমত থাকা আসলেই দুঃখের ।

শাহবাগ থেকে অনেকেই বলেন হেফাজত কেন জামাত শিবিরের নিষিদ্ধের দাবী করে না ??

আমি বলি কি , কাদের মল্লার ফাঁসি চাইয়া আমরা যখন আন্দোলন করি । তখন বিএনপি বলছিল পদ্মা সেতুর দুর্নীতি , তত্ত্বাবধায়ক সরকারের দাবী তুলতে তখন শাহবাগের নেতৃস্থানীয়রা বলেছে , বাংলা পরীক্ষার দিন বাংলা পরীক্ষা দেয়ার কথা । যদিয় এখন তারা সব পরীক্ষা এক সাথে দিতেছে।

জাউকগা ।

তাহলে আপনারা কিভাবে আশা করেন জাদে ছাত্ররা আমাদে নামায পড়ায় , আমরা যাদের কাছে ইসলাম সম্পর্কে জানতে যাই , যাদের ইসলাম বিষয়ে জ্ঞান সর্বাধিক । তারা সব পরীক্ষা এক সাথে দিবে ??

আমার বাসার এক স্যাররে আমি আমার রাজনীতি করার ইচ্ছা বলার পড় স্যার বলছিল রাজনীতি যে কি পরিমাণ খারাপ টা তুমি জানো না ।

এখন বুঝতেছি । একদল ধর্মকে নিয়ে ব্যবসা করে , আরেকদল ধর্ম নিরপেক্ষতাকে নিয়ে ।

আর এখন রাজনীতির কারনেই ধর্মের মধ্যে পেজগি লাইগা গেছে ।

দুই রাজনৈতিক দল মাইর পিট কইরা সব শেষ হইয়া গেলেও খুব বড় গোলযোগের সৃষ্টি হবে না যতটা না একই ধর্মের দুই গ্রুপের মধ্যে গণ্ডগোল লাগলে হবে ।

আর ইসলামিক ফাউন্ডেশনের নাম মুখেও আইনেন না । বেলি ডান্স মাইরা শেভ কইরা হিন্দু হইয়া যাইব :P

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৯

সত্য কথা বলি বলেছেন: এই মাজারপূজারীরা নিজেদের নাম দিয়েছে "আহলে সুন্নাত ওয়াল জামা'আত "। অথচ দেখবেন এদের কয়জনের দাঁড়ী আছে ! দুনিয়াতে যত বিদ'আত আছে তার একটাও তারা বাদ দেয়না।

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৪

জাবের তুহিন বলেছেন: সঠিক ।

২| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১০

ক্লিকবাজ বলেছেন: তাদের অরিজিনাল নাম "আহলে বিদ'আত ওয়াল জামা'আত "

এর নেতৃত্বস্থানীয় কয়েকটারে আমি ব্যাক্তিগত ভাবে চিনি যারা খালি বিদ'আত না, নারী ঘটিত আকাম-কুকাম সহ কোন আকামই বাদ দেয় না। লম্বা লম্বা টুপি, চিকচিকা জামা, পীরপুজা, বেদআতী ওয়াজ মাহফীল এবং হজ্বের সময় হজ্ব ব্যবসা এদের প্রধান কার্যক্রম।

এরা রাজনীতিতে কখনোই সক্রিয় নয় এবং ছিলনা। BAL সরকারের হালুয়া-রুটির লোভে এখন তারাও মাঠে নামছে।

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৯

জাবের তুহিন বলেছেন: ধর্মের বিরুদ্ধে ধর্মরে খাড়া করাইছে ।
টা পুঙটা রাই করুক আর জারাই করুক ।
এরফল খুব খারাপ হবে এবং সুদূর প্রসারী হবে । পানি বেশি নারতে যাইয়া ঘোলা বানাইতেছে ।

৩| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৬

আশিকুর রহমান ১ বলেছেন: আপনার আবিষ্কৃত সূত্রগুলো দিয়ে সত্যিই মাজার পূজারীদের চেনা যায়!

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪০

জাবের তুহিন বলেছেন: সব জায়গায় এর প্রয়োগ করলেই উত্তর পাবেন । আরেকটা হইলো পায়জামা নিচের দিকে কোন পর্যন্ত গেছে ??
এইগুলাই যথেষ্ট ।

৪| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৩

কাফের বলেছেন: শুরু হয়ে গ্যাছে জলুনি
জ্ঞান নয় পোশাক দেখেই আসল চেনা যায়
তা উনাদের দাবী গুলাতে কি কি পুংটামী আছে?

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৩

জাবের তুহিন বলেছেন: হেফাজতের বিপক্ষে লাগছে । এইটা একটা । আর উনাদের নিজেদেরই ঝামেলা আছে এইটা একটা ।
আর জামত শিবির এর নিষিদ্ধের দাবী করছে ।আমি এই জায়গায় একমত । অগো নিষিদ্ধ করা উচিত ।
তবে কোন যুক্তিতে সেইটা জানাইলে ভালো হইত । যদি মাইরপিটের জন্য তাইলে ছাত্রদল , ছাত্রলীগ , যুবদল , যুবলীগ সব নিষিদ্ধ করা লাগবো । সেইটা কি এই সরকার কিংবা গোলাপি বেগমের দল পারবে ????

৫| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৯

সুমনদেশ বলেছেন: লালদীঘির এই সমাবেশকারীরা মূলত বেসামাল আওয়ামী লীগের ভাড়াটে কিছু লোক। যোগদাকারীরাও আওয়ামী লীগের প্রচুর অর্থ ও ব্যবস্থাপনায় লালদীঘিতে হাজির হয়েছে। শাহবাগীদের সমাবেশের মতই এদের সমাবেশেও হয়তো দেখা যাবে শাহরিয়ার কবির, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, ছাত্রলীগের পাণ্ডা নেতাদের। বসানো হবে ৩ স্তরের পুলিশ, সোয়াত বাহিনী, RAB বাহিনীর নিরাপত্তা বেষ্টনী। আওয়ামী মিডিয়াগুলো ফলাও করে তা প্রচার করবে।

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৮

জাবের তুহিন বলেছেন: শাহবাগীদের সমাবেশের --
এই কথাটার তিব্র নিন্দা জানাই । শাহবাগের সাথে আমিও ছিলাম । এই জন্য এই কথাটা ভালো লাগে না । গালি হিসেবে শোনায় ।
কয়েকদিন পরে নিরাপত্তা বেবস্থা জরদার করা হয় । কিন্তু আজ পর্যন্ত কোন আন্দোলনেই এই রকম নজির নাই । সরকার বিরোধী আন্দোলন সরকারের মউদুদে হবে এইটা কল্পনাও করি নাই ।
তব এই কথাটি মানতে পারি না ।

৬| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৭

সুমনদেশ বলেছেন: ফটিকছড়িতে হোন্ডা-গুন্ডা নিয়ে হরতালবিরোধীতার নামে মাস্তানির পরিণাম দেখেও আওয়ামী লীগ শিক্ষা নেয়নি। দিশেহারা হয়ে নতুন নতুন ব্যানারে ভাড়াটে লোকজন নামাচ্ছে।

শাহবাগে যেমন দেখা গেছে অংশগ্রহণকারীরা ছদ্ম-সাইনবোর্ডে আওয়ামী লীগ কর্মী-নেতা, ঠিক তেমনি এসব নতুন সাইনবোর্ডের নিচেও দেখা যাবে আওয়ামী কর্মী-সমর্থকদের।

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৩

জাবের তুহিন বলেছেন: ফটিকছড়ির ভিডিও নিশ্চিত দেখছেন ?
তারা যাই করতে যাক । তাদেরকে আল্লাহর নামে মাইরা ফেলার যৌক্তিকতা আমারে দেখান ।
আপনি কি আমারে প্রমাণ কইরা দেখাইতে পারবেন ইসলামে এর নির্দেশ আছে ??
আল্লাহর নামে মানুষ মারার ?
আমি আপনাদের মতো ছাগু ম্যানটালিটির মানুষ না । আমার লেইখা পইড়া ফাল পাড়ার জন্য আমি নিজে লজ্জিত । আমি ইসলামের কথা বলছি । জামাতে ইসলাম এর নামে কোন কতাহ বলি নাই ।
যারা ইসলামের নামে মানুষ খুন কইরা '' ঈমানি '' দায়িত্ব বইলা সেইটারে জাহির করে ।
মানসিকতার পরিবর্তন ঘটান । ভালো মানুষ হতে পারবেন ।
মেরে ফেলা সমাধান হইলে আমি হাজার খুনের আসামী হইতাম

৭| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৫

সুমনদেশ বলেছেন: কখনোই বলি নাই ইসলামের নামে মানুষ হত্যা করার কথা। ফটিকছড়িতে সরকারী চাঁদাবাজির টাকায় হরতাল বিরোধী হোন্ডা বাহিনী যদি হরতালকারীদের হত্যা করতো তখন আপনারা সেটাকে জায়েজ বলতেন। জবাই কর, জবাই কর- কোন্ ধর্মের নীতি? ইসলামে কী বলা আছে যে, রাজাকারের সন্তানের সাথে মেয়ে বা ছেলে বিয়ে দিলে সে যুদ্ধাপরাধী তালিকা থেকে মুক্তিযোদ্ধার লিস্টে চলে যাবে। শাহবাগে আওয়ামী লীগের নেতা-নেত্রীর বেয়াই, চিহ্ণিত কুখ্যাত যুদ্ধাপরাধীর কথা বলতে সাহস পান নাই।

কয়েকটি টোকায় ধরা পড়লো যে, আপনি কোন্ গোত্রের ছাগু আর পিগু। ইনিয়ে-বিনিয়ে পুংটা হুজুরদের কথা বলছিলেন- আপনারা আসলে সেই পুংটা হুজুরদের মেন্টালিটি নিয়ে চলেন। পুংটা হুজুর আর শাহবাগের 'বিপ্লবী'রা সরকারী অর্থ-মদদে চলে। তাই তারা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করার বিচার চাইতে সাহস পায় না।

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৮

জাবের তুহিন বলেছেন: আমার আগের কিছু পোস্ট পড়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা গেলো ।
আর -
১। আমি কেন পৃথিবীর কেউ ই ছাত্রলীগরে ভালো জানে না । তারা খারাপ কাজ করবে না এইটা হইতেই পারে না । শিবির এর সাথে মাইর পিট করবে এইটা স্বাভাবিক । মানে এইটাই হয়ে থাকে । আর আমি শিবিররে মারার পক্ষে আবার বিপক্ষে । যখন নিজের কেউ তাদের কারণে মারা যাবে তখন জিনিসটা বুঝবেন । তখন ইচ্ছা করে ছিঁড়া ফালাইতে ।
২।
শাহবাগের বর্তমান অবস্থা নিয়া কিছুই বলার নাই । আর আপনি যদি বলেন প্রথম থিকাই সব সরকারের শাজান নাটক তখনও আমার কিছুই বলার নাই ।
ইমরান সাহেব সব বেলুনে উড়াইয়া দিছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.