নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাবের তুহিন

আছি । আমি আছি ।

জাবের তুহিন › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক হতে '' রক্তের প্রয়োজন '' এর কিছু সংকলন ।

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৬

ফেসবুকে যারা বিভিন্ন জায়গার বিভিন্ন জনের মোবাইল নাম্বার শেয়ার করছে তাদের বেশ কিছু পোস্ট দিলাম । যার যেটা লাগে ।

১।

২।

দূর্যোধন দূর্যোধন যারা সাভার বা অতো দূরে যেতে পারছেন না তারা অন্তত শাহবাগ গণজাগরণ মঞ্চে চলে আসুন।



গণজাগরণ মঞ্চে রক্ত সংগ্রহ চলছে।

মেডিকেল টীমের সাথে যোগাযোগঃ

ডাঃ উজ্জ্বল-০১৭১৭৬৪৩২০৫

সাগর- ০১৯২৫১৫০২০৪

রক্ত দানে আগ্রহীরা দ্রুত চলে আসেন শাহবাগ প্রজন্ম চত্বরের মিডিয়া সেলে।



- ক্যাথারিন পাশা ।

৩।

সাভারে ”রানা প্লাজা” ধ্বসে পড়ার কারনে অনেক লোক আহত হয়ে মুমূর্ষ অবস্থায় এখন হসপিটালে আছে। তাদের জন্যে বিভিন্ন গ্রুপের রক্তের প্রয়োজন। যারা রক্ত দিতে আগ্রহি দয়াকরে হসপিটালে যোগাযোগ করুন ।...স্থান- এনাম মেডিকেল কলেজ

হসপিটাল, সাভার, ঢাকা।....যোগাযোগ-

01681212777 (রন্তু)

যারা রক্ত দিতে পারবেন তারা উক্ত নাম্বারে ফোন করুন, রক্ত

নাদিতে পারলে পোস্টটি লাইক করুন অথবা শেয়ার করুন নিজের স্ট্যাটাসে, বিভিন্ন বাংলা পেইজে ও গ্রুপে, যেন অন্য কেউ এটি দেখে রক্ত দিতে এগিয়ে আসে ।

৪।

সিডাটিভ হিপনোটিক্স

সাভারের জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। গ্রুপ নির্বিশেষ রক্তের প্রয়োজন। যারা ঢাকা এবং সাভারে আছেন তাদেরকে দ্রুত ঘটনাস্থলে অথবা শাহবাগ প্রজন্ম চত্বরে যোগাযোগ করুন। যারা রক্ত দিতে চান দ্রুত চলে আসুন শাহবাগে। ঢাকা শহরের যারা আছেন তারা শাহবাগ প্রজন্ম চত্বরে যোগাযোগ করলে সেখানে রক্ত দিতে পারবেন। এখান থেকে রক্ত কিছুক্ষণ পর পরই পৌঁছে দেয়ায় ব্যবস্থা নেয়া হয়েছে।



যোগাযোগ

শাহবাগ : মিডিয়া সেল, গণজাগরন মঞ্চ। ডাঃ উজ্জ্বল ০১৭১৭৬৪৩২০৫, সাগর ০১৯২৫১৫০২০৪।

সাভার : এনাম মেডিকেল কলেজ হসপিটাল, সাভার, ঢাকা। মোবাইল: ০১৬৮১২১২৭৭৭। ০২-৭৭৪৩৭৭৮-৮২।



অনেক আহত ব্যাক্তি পঙ্গু হাসপাতাল শ্যামলী তে ভর্তি হয়েছেন এবং কিছুক্ষণ পর পরই আসছেন সবারই প্রায় রক্তের প্রয়োজন, শ্যামলী ও এর আশে পাশে যারা আছেন অর্থাৎ পঙ্গু হাসপাতালের

আশে পাশে যারা আছেন এবং রক্ত দিতে ইচ্ছুক, তাঁরা হাসপাতালে যোগাযোগ করে ওখানেই রক্ত দিতে পারেন, আর যাদের হাতে পর্যাপ্ত সময় নেই, তাঁরা সরাসরি ব্লাড ট্রান্সফিউসান অথবা রক্ত সন্জ্ঞালন বিভাগে যোগাযোগ করে ও ব্লাড দিয়ে চলে যেতে পারবেন ।



যোগাযোগ :

ডাঃ সনেট: 01711733175

ডাঃ টিপু: 01714107670



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.