নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাবের তুহিন

আছি । আমি আছি ।

জাবের তুহিন › বিস্তারিত পোস্টঃ

প্রথম আলোকে তাদের কৃতকাজ বুঝাতে একটি অনুগল্প আর আনিসুল হকের '' টাকার '' লেখা

২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৮

প্রথম আলোর কাণ্ড কারখানা দেইখা একটা অনুগল্প লেখতে ইচ্ছা করলো ---

'' তারিন এর মে মাসের পাঁচ তারিখে বিয়ে । সে এরই মধ্যে বিয়ের সকল প্রস্তুতি নিয়ে ফেলেছে । লেহেঙ্গা কিনেছে ভুরি ভুরি স্বর্ণ । তারপর কানিজ আলমাসের আপোইয়েন্মেন্ত নিয়েছে বহু কষ্ট করে ।

হঠাৎ করে চার তারিখ এক দুর্ঘটনায় তার বাবা মা মারা যায় । আর পরের দিন বিয়ে । কি করা যায় । সবাইকে বলে রাখা হয়েছে । এখন কি না করা যাবে ? কানিজ আল্মাসের কাছে সাজাও যাবে না । কারণ এক মাস আগে তার কাছে লাইন ধরে সময় নেয়া লাগছে ।

অতঃপর সে তার বিয়ের অনুষ্ঠানের নাম পরিবর্তন করে রাখলো '' দোয়া মাহফিল '' । সবাই আসলো পাঞ্জাবি পড়ে । আর তারা যে উপহার আনল সেইটা গরীবদের মাঝে বিলিয়ে দেয়ার জন্য রাখা হল ।

কন্যা হাতে কালো রঙের মেহেদি দিলো । লাল লেহেঙ্গার এক পাশে কালো কাপড় দুঃখ প্রকাশের জন্য । জামাই কালো প্রিন্স কোট ।

বিয়ে পড়ানোর পড় দোয়া হইলো বর কন্যা দুইজনের জনে সাথে কন্যার মা বাবার বিদেহী আত্মার জন্যও ।

তাদের বাসর ঘর সাজানো হল কালো গোলাপ দিয়ে । দুঃখ প্রকাশের জন্য ........................ ''

বিঃদ্রঃ

এক-- এই রকম ঘটনা কি সম্ভব ? না হলে প্রথম আলো করলো কেন ?

দুই -- তারা শুধু অনুষ্ঠান করতো আমি কষ্ট পেতাম কিন্তু '' কন্সার্ট ফর সাভার'' নাম করন করে তারা এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছে ।

তিন-- ফেসবুকে ব্লগে সবাই সাহায্যের জন্য টাকা তুলছে । কে কত টাকা দিলো তা কেউ বলছে না শুধুই দিয়ে যাচ্ছে । কিন্তু আজকে আনিসুল হকের লেখা পড়ে আমি মর্মাহত । মেরিল প্রথম আলোর ফান্ডে কে কত কত টাকা দিয়েছে তার হিসাব তুলে ধরা হয়েছে । লজ্জা লজ্জা ।

সর্বশেষ কথা ---- দিন শেষে আমরা সবাই একা । আমরা ছাড়া আমাদের আর কেউ নেই । নিজেরাই নিজেদের সাহায্য করতে হবে । সুতরাং নিজেদের মধ্যে সম্পর্ক ভালো রাখেন ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

উড়োজাহাজ বলেছেন: আসলেই আমরা একা। একান্তই একা!! আমরা আম জনতা। দ্যা ম্যাঙ্গো পিপল।

২| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪০

সুজন কবি বলেছেন: একটা প্রোগাম থেকে ৫৪ লাখ টাকা সাভারের অসহায় মানুষদের জন্য উঠলো এটা নিয়ে সমালোচনা করার কি আছে? ৫৪ লাখ টাকা কিন্তু একেবারে কম না!

৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৮

এম এম কামাল ৭৭ বলেছেন:
দুঃখ প্রকাশের জন্য বাসর রাতের কার্যক্রম শুরুর পূর্বে ১ মিনিট নিরবতা পালন করা হলো।

ভাই খুব ভাল লিখেছেন।

অতঃপর সে তার বিয়ের অনুষ্ঠানের নাম পরিবর্তন করে রাখলো '' দোয়া মাহফিল '' ।

'' কন্সার্ট ফর সাভার'' নাম করন করে তারা এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছে ।

৪| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২১

একজন ঘূণপোকা বলেছেন: অসাধারন লেখা হয়েছে

৫| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০০

রাজনীতির ভাষা বলেছেন: প্রথম আলো একটা অজগর। কবে যে আমরা এই অজগরের হাত থেকে রক্ষা পাব আল্লাহই ভালো জানে। হলুদ সাংবাদিকতরা নিম্নতম সীমা কত নিচে হতে পারে, প্রথম আলো তার নিকৃষ্ট (উৎকৃষ্ট বলতে ইচ্ছে হল না) উদাহরণ। কত বড় সাহস তাদের এই নর্তন-কুর্দনকে একাত্তরের 'কনসার্ট ফর বাংলাদেশের' সাথে তুলনা করে। আনিসুল হক গংদের এই তুলনার কারণের শাস্তি হওয়া উচিত। এই সব অর্থলোলুপ দুর্বৃত্তরা দেশকে আজীবন গোলামীর জিঞ্জিরে আবদ্ধ রাখতে চায়। অপরাধতো স্বীকার করেইনা বরঞ্চ 'কনসার্ট ফর বাংলাদেশের' মত ঐতিহাসিক ইস্যুর আড়ালে নিজেদের অপকর্ম ঢাকতে চায়। ভেবেছে কিছু টাকা খরচ করলেই মানুষ ওদের দুষ্কৃতির কথা ভুলে যাবে। প্রথম আলোর ওপর আল্লাহর গজব নাযিল হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.