নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাবের তুহিন

আছি । আমি আছি ।

জাবের তুহিন › বিস্তারিত পোস্টঃ

সরকারি দল ও বিরোধী দল । সেল এনিথিং কুইকারররররররররররররররর , at quikr.com .

২৪ শে মে, ২০১৩ সকাল ১১:৩৬



এক -

একটা কৌতুক মনে পড়লো । বাপ মায়ের মধ্যে তুমুল ঝগড়া তাদের ছেলে কাকে বেশি ভালবাসে বাপ কে না মাকে ?

তো তারা ঠিক করলো ছেলের গায়ে ছোট পাথর মারবে । যদি ' ও মাগো ' বল চিল্লাইয়া উঠে তাহলে মাকে বেশি ভালবাসে আর যদি ' ও বাবারে ' বল চিল্লাইয়া উঠে তাহলে বাপকে বেশি ভালবাসে । তো পাথর মারার পর ছেলে চিল্লাইয়া উঠলো , '' কন হারামজাদায় পাথর মারছেরে ?' '

বর্তমান সরকার আর বিরোধী দলেরও একই অবস্থা । জনগন কারে বেশি চায় সেই জন্য একের পড় এক কর্মসূচি দেয় এর বদৌলতে যে গালি খায় তা আমি লিখতে পারতাম না । আমার লজ্জা লাগে । :P

দুই -

আমাদের গ্রামে একটা কথা আছে ।

'' ভাত পায় না , চা খায় ,

সাইকেল দাবরায়া পায়খানায় যায় । ''

আমাদের সরকারেরও একই দশা । আসল কামের ঠিক নাই । এখনও দেশের সব জায়গায় কারেন্ট নাই , মোবাইলের নেটওয়ার্কের ঠিক নাই , সারা দেশ ডিজিটাল করবো । খায়া দায়া কাম নাই । আর যে সকল জায়গায় এইগুলা আছে । তাও তো ঠিক মতো দিতে পারে না ।

তিন -

আমি সাবেক এবং বর্তমান সরকারকে বলতে চাই ।

সেল এনিথিং কুইকারররররররররররররররর , at quikr.com .

আর

বেচ ডাল , at olx.com .

এই দেশ রাইখা লাভ কি ? পয়সা কামান দেশ সরাসরি বেইচা দেন ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৩ সকাল ১১:৪৫

ডট কম ০০৯ বলেছেন: বেচলে যানি আম্রিকার কাছে বেচে আমার একটাই দাবী।

২| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:২৫

ডট কম ০০৯ বলেছেন: বেচলে যানি আম্রিকার কাছে বেচে আমার একটাই দাবী।

৩| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১:১৩

ঢাকাবাসী বলেছেন: রোজই মনে হয় বেচতেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.