নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাবের তুহিন

আছি । আমি আছি ।

জাবের তুহিন › বিস্তারিত পোস্টঃ

'' ছোট ছোটবালুকণা , বিন্দু বিন্দু জল '' [ একটি সম্ভাবনাময় উদ্যোগ । পোস্ট - দুই ]

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১

কয়েকজনের লেখা কিছু কথা ইভেন্ট বিষয়ক । ইভেন্টে পোস্ট করেছেন তারা ।

০১ - ফারহান আসিফ চৌধুরী

''মায়ের শরীরে আপনি কখনো ময়লা ফেলতে পারবেন? পারবেন কি চিপস খেয়ে প্যাকেটটা মায়ের গায়ে ছুড়ে মারতে? বাদামের খোসা গুলো মায়ের শরীরে ফেলতে? জানি পারবেন না। বরং মায়ের গায়ে ময়লা লাগলে সেটা পরিষ্কার করতে চেষ্টা করবেন। কেউ আপনার মায়ের গায়ে নোংরা ফেললে ক্ষেপে যাবেন। হুংকার দিয়ে উঠবেন।

তবে আমরা দেশের ক্ষেত্রে এমনটি করি না কেন? দেশটা কি মা না?

আসুন দেশটাকে মায়ের মতোন ভালোবাসি। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলি। ''

০২ - সাদ সিদ্দিক । [ ওর অভিজ্ঞতা শেয়ার করেছে ]

_ রাস্তায় ময়লা না ফেলা নিয়ে একটা ঘটনা । আপনিও শুরু করেন, প্রতিদিনই এমন ঘটনার সাক্ষী হবেন মাস্ট ! ___



আজকে এক ফ্রেন্ড আইস্ক্রিম খাওয়াচ্ছে (কোন আইস্ক্রিম ); আইস্ক্রিমের ক্যাপটা খুলে রাস্তায় ফেলতে গিয়ে হটাত এই ইভেন্টার কথা মনে পড়লো । দোকানদারের কাছে জিজ্ঞেস করলাম - ভাই, বাস্কেট আছে ?



হাত নেড়ে উড়িয়ে দিয়ে বললো, রাস্তায় ফেলে দ্যান । আর কি করা ! ব্যাগের চেইন খুলে ক্যাপটা ঢুকিয়ে রাখলাম। দোকানদার সেটা দেখে বললো- সারা সাথা জুড়েই তো ময়লা ফেলা। এতো ময়লা কি ব্যাগে ঢুকায় শেষ করতে পারবেন ?



বললাম- সবার ময়লা আমি সরাব কেন ? যে ময়লা ফেলেছে সেই সরাবে । নিজ নিজ ময়লা না ফেললেই তো রাস্তাটা পরিষ্কার থাকতো।



পাশে বসে থাকা লোকটা মাথা নেড়ে সায় দিয়ে বললো- ঠিকই বলেছেন। আসলে এমনই করা উচিত । বাংলাদেশের মানুষ জন কনশাস না , নইলে আর এই অবস্থা হতো না !



০৩ - Jubayer Mahmud Liham

ছোটবেলায় আমরা যে কলোনীতে ছিলাম সেই কলোনীর এক দালানের চারতলায় আমাদের বাসা ছিল। তো কলার ছিলা, কাগজের ঠোঙা, বিস্কিটের খালি প্যাকেট ইত্যাদি হাবিজাবি আমরা জানালা দিয়ে বাইরে ফেলে দিতাম। প্রতিটা বাসার প্রায় সবাই এমন করত। কিন্তু আমাদের সামনের বিল্ডিংয়ের এক আঙ্কেল দেখতাম প্রতিদিন সকাল বেলা হাতে এক বস্তা নিয়ে বাসা থেকে প্রায় ১০০-১৫০ মিটার দূরে ডাস্টবিনে যেয়ে ঐ বস্তা খালি করতেন। তখন তার ঐসব কাজকর্মে হাসি পেলেও এখন জানি যে, উনিই সঠিক কাজ করেছেন। আংকেল মারা গেছেন অনেকদিনে হয়েছে। আল্লাহ যেন তাকে উত্তম বদলা দান করেন। আমীন!



আর শেষে নিজের দুটি কথা বলি --

এক -

আমাদের কলেজের এক স্যার প্রায়ই বলে , '' জাপানে একটা প্রবাদ আছে ,'তুমি যদি আমাকে আজকে একটা মাছ ধরে দিয়ে যাও তবে আমি আজকে মাছ খেতে পারবো । আর তুমি যদি আমাকে মাছ ধরা শিখিয়ে দাও তবে আমি প্রতিদিন মাছ খেতে পারবো । ''

এর সাথে সামঞ্জস্যতা রেখে আমি বলতে চাই , '' কারো ফেলে যাওয়া ময়লা পরিষ্কার করলে সেই জায়গা সাময়িক পরিষ্কার হবে । অন্য জায়গা নোংরা হবে । কিন্তু আমরা সবাই ময়লা ফেলা সম্পর্কে সচেতন হলে সব জায়গায়ই পরিষ্কার থাকবে । ''

'' দেশটা তো আমাদেরই । আমরাই তো বাংলাদেশ । ''

দুই -

আপনি আপনার ডান হাতে পানি নেন যত টুকু নেয়া যায় । এরপর তা একটি পাত্রে রাখেন । আর একই রূপে বাম হাত দিয়েও এক কাজ করেন । এখন দেখেন কতটুকু পানি জমালেন ?

আর এরপর দুই হাত একত্রিত করে পানি নিয়ে আরেকটি পাত্রে রাখেন । এইবার দেখেন কতটুকু পানি হইলো ?

আগের বারের তুলনায় বেশি ।

একইভাবে আমদের সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে । এরর ফল বৃহৎ আকারে পাবো ।

ধন্যবাদ ।

অনেকের সাহায্যে এগিয়ে চলছি । সাথে থাকবেন । তবে আরও সাহায্য দরকার ।

আগের লেখার লিঙ্কঃ Click This Link

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

বাতায়ন এ আমরা কজন বলেছেন: আমরাই যে আমাদের প্রধান শত্রু। তবুও আমাদের সবার এ ব্যপারে সচেতন হওয়া উচিৎ। লেখার জন্য ধন্যবাদ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৯

জাবের তুহিন বলেছেন: সচেতনতাকে পুষে লাভ নেই । কাজে লাগাতে হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.