নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাবের তুহিন

আছি । আমি আছি ।

জাবের তুহিন › বিস্তারিত পোস্টঃ

আজ তাকে মনের কথা বলে দিবো

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৪

দেড়টি বছর ধরে তাকে কিছু বলবো বলে অপেক্ষায় আছি । মনের কিছু কথা বলবো বলে আশায় বুক বেঁধে আছি । কিন্তু কিছুই বলা হয় নি । বলবো বলবো করে দেড়টি বছর কেটে গেছে ।
আজ বলবো । যেভাবে বলতে চাই নি সেভাবেই বলবো । নিজের মুখে না হলেও আজ বলে ফেলবো ।
আজ কলেজে প্রাক - নির্বাচনী পরীক্ষা শেষ হবে । পরীক্ষা শেষে আমি দাঁড়িয়ে থাকবো তার জন্য গেটের বাহিরে ।
বারোটায় পরীক্ষা শুরু হলো । তিনটায় পরীক্ষা শেষ হলো ।
পরীক্ষা শেষে দুইজন বন্ধুকে নিয়ে দাঁড়ালাম গেটের কাছে । সে বের হলেই আজকে মনের কথা তাকে জানিয়ে দিবো ।
'' দেড় বছর ধরে মুখে কিছুই বলতে পারলি না । আজকে হঠাৎ করে সব বলে ফেলবি না ? কি এমন করবি শুনি ? নাকি কিছু খেয়ে আসছিস ? '' জুবায়ের আমাকে জিজ্ঞেস করলো ।
'' তুই আমার সম্পর্কে কতটুকু জানিস রে ? ''
'' ঢের জানি । ''
'' তাও পুরো জানিস না । আজ আমার অনেক অজানাকে জানবি । ''
অনেকটা রেগে গিয়েই শাওন বলে উঠলো , '' কেন তুই কি টিয়া পাখিকে দিয়ে ওকে বলাবি তুই ওরে ভালবাসিস ?? ''
আমি মৃদু হেসে বললাম , '' তুই জানলি কেমনে ? ''
'' ফাইজলামি বাদ দে তো । ''
'' আমি ফাজলামো করছি না । খালি দেখ কি হয় । ''
শাওন এর দিক হতে মুখ ঘুরানোর সাথে সাথে দেখলাম সে বের হচ্ছে । ওদেরকে বললাম , '' প্রকৃতি আমার বন্ধু । প্রকৃতির সব আমার বন্ধু । ''
দুইজনেই ভ্যাবাচ্যাকা খেয়ে আমার দিকে তাকিয়ে আছে ।
তার সাথে তার আরও দুইজন বান্ধবী ছিল । তাকে আলাদা করতে হবে আগে ।
আগে থেকে সব ঠিক করে রেখেছি ।
আমি চোখ বন্ধ করে একটি গাছের নিচে বসলাম । আর আমার কাজ শুরু করলাম । মনে মনে চোখ বন্ধ করে সব নির্দেশ দিতে থাকলাম ।
দুটি কাক এসে ওর সাথের দুজনকে সরিয়ে ফেললো । ও এখন একটি পাশে চলে এসেছে ।
কতগুলো মুনিয়া পাখি এসে তাকে কেন্দ্র করে ঘুরতে লাগলো । এখন সে সবার থেকে আলাদা । আশে পাশের সবাই তার দিকে তাকিয়ে আছে ।
এরপর অজস্র চড়ুই পাখি প্রত্যেকে ঠোঁটে একটি করে বকুল ফুল এনেছে । ওর সামনে এসে টুপ করে ফেলে চলে যাচ্ছে ।
এ যেন বকুল ফুলের বৃষ্টি ।
এরপর এলো কিছু এক ঝাঁক কবুতর যারা আকাশে ওর নামটি লিখে দিলো । সেই নামকে কেন্দ্র করে চারপাশে ঈগল উড়ছিল ।
এক জোড়া কাকাতুয়া এসে ওর দু কাঁধে বসলো । সাদা কাতুয়া হলুদ তার ঝুটি ।
এরপর এলো একটি টিয়া পাখি । আমার টিয়া পাখিটি । ঠোঁটে ছিল একটি লাল টুকটুকে উজার হয়ে ফুটে ওঠা গোলাপ ।
গোলাপটি ওর হাতের উপরে দিয়ে বলে উঠলো , '' জাবের তোমায় ভালোবাসে । ''
আমি তখন চোখ মেলে তাকালাম । তার কাঁচা হলুদ রাঙ্গা মুখটি দেখার জন্য । লাজুক সেই মুখটি দেখার জন্য ।
এরপর হেঁটে তার সামনে গিয়ে হেলাল হাফিজের সেই পঙক্তি বললাম ,
'' তোমার জন্য সকাল, দুপুর
তোমার জন্য সন্ধ্যা
তোমার জন্য সকল গোলাপ
এবং রজনীগন্ধা। ''
তখন পাখিদের ঝাঁক থেকে লাল গোলাপ আর রজনীগন্ধা পড়তে লাগলো । গায়ে পড়লো না একটিও । আমাদেরকে একটি বৃত্তের ভিতরে রেখে সেগুলো সেই বৃত্তের বাহিরে পড়তে লাগলো ।
উত্তরের আশায় কাঁচা হলুদ রাঙ্গা মুখের পানে তাকিয়ে থাকলাম যেখানে হঠাৎ লাজুকতার কারণে লাল আভার সৃষ্টি হয়েছে ।
[ মাঝে মাঝে বিভিন্ন ফ্যান্টাসি চিন্তা করি । এইটা তার মধ্যে একটা । প্রকৃতি আমার নিয়ন্ত্রনে ভাবতেই ভালো লাগে । এখনও মনে করি হয়তো হবে কোনদিন ।
আর এই রকম দৃশ্যের একবার চিন্তা করেছিলাম । ইচ্ছা ছিল এই শক্তির উপর কেন্দ্র করে পুরো গল্প লিখতে কিন্তু সেইটা বেশ কঠিন লাগলো । কিন্তু লিখতেও ইচ্ছা করছিল তাই তততুকুই লিখে ফেলা যতটুকু আগেই চিন্তা করা ছিল । আমার নিজের ভালো লেগেছে চিন্তাটা করে তাই সবার সাথে কল্পনাটা শেয়ার করা আর কি । ]

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: কাহিনী আরেকটু আগাইলে খুশি হইতাম!

ঈদ মোবারক!

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৭

জাবের তুহিন বলেছেন: আর আগাইতাম চাই না । দিলে চোট লাগতা হ্যাঁয় ।
ঈদ মুবারক ।

২| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১০

মায়াবী ছায়া বলেছেন: বাহ্ ...... কল্পনা শক্তি খুব সুন্দর ।।
প্রথম বুঝতে পারি নি ভিতরের গল্পটা এতটা সুন্দর হবে।।
খুব ভাল লাগলো।
ভাল থাকুন ।।

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩১

জাবের তুহিন বলেছেন: ধন্যবাদ ।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৪

মামুন রশিদ বলেছেন: যতটুকু লিখেছেন, ভাল লেগেছে । প্রেমিকের কল্পনা ফ্যান্টাসিতে ভরা থাকাই স্বাভাবিক । হেলাল হাফিজের কবিতাটা খুবই ভাল লাগে,

তোমার জন্য সকাল, দুপুর
তোমার জন্য সন্ধ্যা
তোমার জন্য সকল গোলাপ
এবং রজনীগন্ধা।

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৫

জাবের তুহিন বলেছেন: ঐ দিক থেকে কি ধরনের উত্তর পাবো সেইটা জানি না ।
ভালো আশা করতে ভয় হয় উচ্চাশা মনে হয় । আর খারাপ আশা করতে ভয় হয় নিরাশ হয়ে থেমে যাবো ভেবে ।
ধন্যবাদ পড়ার জন্য ।

৪| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৫

আরজু পনি বলেছেন:

বাহ্ ভালো লাগছিল তো পড়তে ।

এটাকে আরো এডভান্স করবেন প্লিজ ।

শুভকামনা জানাই তুহিন ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.