নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাবের তুহিন

আছি । আমি আছি ।

জাবের তুহিন › বিস্তারিত পোস্টঃ

আমার প্রেম কাব্য

২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১০

বিভিন্ন সময়ে বিভিন্ন নারীর প্রেমে পড়েছি । প্রেম করিনি কারো সাথেই ।

প্রথম প্রেম -

নার্সারিতে তখন ভর্তি হইছি । এক মেয়েকে পছন্দ হইলো । একদিন পরীক্ষার সময় ওর দিকে তাকালাম । তখন অনেক বাংলা মুভি দেখি সেই জন্য আমার পাশের জনকে বললাম ঐ মেয়েকে বলতে যে , '' I LOVE YOU ''

দেখলাম মেয়েটি হাত একটু কাত করে দেখাচ্ছে । :P

দ্বিতীয় প্রেম -

তখন ক্লাস ওয়ানে পড়ি । এক মেয়েকে পছন্দ করলাম । আমার মায়ের পরও সেই এক মাত্র মেয়ে যার হাতে আমি মাইর খাইছি ।

স্কুল পালটানোর কারণে আর তাহার দেখা পাই নাই ।

তৃতীয় প্রেম -

এইবার এক মেয়ের প্রেমে পড়লাম যার স্থায়িত্ব ছিল প্রায় তিন বছর । ক্লাসের কাপ্তান ছিলাম তখন । ঐ মেয়েকে সেরা ছাত্রী বানাতাম সব সময় । নিজে শক্তিশালী তা প্রমাণ করতে দরজায় জোরে মাথা ঠুকিয়ে বলতাম কিছুই হয় নাই :P

মেয়ের সাথে এক ইংলিশ কোচিং শুরু করলাম তার বাবার কোচিং । স্কুলে ছেলে মেয়ে আলাদা হওয়ার পরও তার দেখা পাওয়ার জন্য ঐ কোচিং এ পুনরায় ভর্তি হই ।

আহারে আমার প্রেম ।

চতুর্থ প্রেম -

ফাইভের বৃত্তি ক্লাসে ছেলে মেয়ে আবার এক সাথে হলো । বাছাইকৃতরা । এইবার আরেকজনের প্রেমে পড়লাম । একই কাণ্ড কারখানা করতে লাগলাম । মেয়েরে এখন দেখলে ভয় লাগে । পড়তে পড়তে শেষ হইয়া গেছে । ও এই মেয়ের সাথে ক্লাস টু তে থাকতে হ্যান্ড সেক করছিলাম । তার বাবাই করাইছিল । :P

পঞ্চম প্রেম -

ক্যাটরিনা কাইফ । এরে নিয়া বেশি কিছু কমু না । মাইর পিট লাগতে পারে । তবে এরে কেন জানি টিভিতে দেখলে লজ্জা পাই । ঘরের বউ এইগুলা কি করে ??? :P :P

ষষ্ঠ প্রেম -

চলমান । মানে ক্রাশ খাইয়া পইড়া আছি । দেড় বছর ধইরা একই অবস্থা চলমান ।

মাঝে মাঝে চিন্তা করি কি আর করলাম জীবনে । একজনরে মুখ ফুইটা মনের কথা বলতে পারবো না ? প্রেম কি বুঝার পর ইনিই আমার প্রথম বাস্তবিক প্রেম । কারণ এর আগের জন ক্যাট ম্যাম ।

হায়রে পুরুষ :P [ ব্যাক গ্রাউন্ডে কেউ বলে বসে ]

তবে প্রথমবারের অভিজ্ঞতার কারনেই হয়তো কোনদিন আর কাউকে মনের কথা বলা হয় নাই । তবে গোপন সূত্রে জেনেছি তিনি অন্য কারো । তাকে নিয়েই আমার সব কবিতা গল্প লেখা । আহ কষ্টের কথা । তবে যেখানেই সে থাকুক ভালো থাকুক এই আশা । তার ' কাঁচা হলুদ রাঙ্গা ' মুখ ভোলা কষ্টকর ।

আমার ভালোবাসা নীরবে নিভৃতেই থেকে যাবে আজীবন ।

তবে এক্ষেত্রে কবি গুরুর কিছু বচন বলা যেতে পারে ,

'' শুনেছি আমারে ভালোই লাগে না , নাই বা লাগিল তোর ।

কঠিন বাঁধনে চরণ বেরিয়া

চিরকাল তোরে রব আক্রিয়া

লোহার শিকল - ডোর ।

তুই তো আমার বন্দী অভাগী , বাঁধিয়াছি কারাগারে ,

প্রাণের বাঁধন দিয়েছি প্রাণেতে , দেখি কে খুলিতে পারে । ''

আর তারে দেখলেই সুকান্ত ভট্টাচার্যের লেখাটা মনে পড়ে --

'' যতই কাছে আসি ,

আমারে মৃদু হাসি ,

করিছো পরবাসী ,

তোমাতে প্রেম নাই । ''

নোমান নমি ভাইয়ের যুগে জন্মাইয়াও আমার এহেন দশা চিন্তার বিষয় ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.