নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাবের তুহিন

আছি । আমি আছি ।

জাবের তুহিন › বিস্তারিত পোস্টঃ

বুক রিভিউ - ০২

১৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫২


বই – আততায়ী
লেখক – কেন ফলেট
অনুবাদক – শেখ আবদুল হাকিম
প্রকাশনায় – প্রথমা

এই বইয়ের মলাট এবং কাগজে ভিন্নতা আছে । যা বইয়ের প্রতি একটা আলাদা আকর্ষণ সৃষ্টি করতে সক্ষম ।
মূল বইয়ের নাম “দ্য ম্যান ফ্রম সেন্ট পিটার্সবার্গ” । রাজনৌতিক পটভূমির উপন্যাস পড়ার মজাই আলাদা । সমুরেশ মজুমদারের – “আট কুঠুরি নয় দরজা” পড়ে অন্য ধরনের এক মজা পেয়েছিলাম ।
“আততায়ী” – বই পড়ে নতুন কিছু শব্দের সাথে পরিচিত হলাম – স্যাফ্রেজেট , এনার্কিস্ট । এগুলোর সাথে আগে পরিচিতি ছিল না । আর ইংল্যান্ডের রাজ পরিবারের জীবন কেমন তা সম্বন্ধে হাল্কা কৌতূহল ছিল । সেই কৌতূহল কিছুটা হলেও মিটেছে ।
উপন্যাসটি একই সাথে রাজনৈতিক গুটি সাজিয়ে এবং আশ্চর্য এক প্রেমের বর্ণনা দিয়ে পথ চলেছে ।
সময় - ১৯১৪ সাল । বিশ্বযুদ্ধ শুরুর আভাস পেতে শুরু করেছে সবাই । আর সেই যুদ্ধকে সামনে রেখেই রাশিয়া আর ইংল্যান্ড গোপন এক চুক্তিতে যুক্ত হতে ইচ্ছুক । যার ফলে উভয় দেশই লাভবান হয় । সেই চুক্তির জন্যই লন্ডনে আসে এক রাশিয়ান কূটনৈতিক । কিন্তু এই চুক্তি যেন না হয় আর রাশিয়া আর ইংল্যান্ডের এই সম্পর্কের ইতি ঘটে সেই ব্যবস্থা করার জন্য রাশিয়া থেকে আসে একজন এনার্কিস্ট । যার হৃদয়ে ভয়ের অস্তিত্ব নেই । বরং আছে উপস্থিত বুদ্ধি , ধ্বংসলীলা চালানোর জন্য প্রয়োজনীয় জিনিস তৈরির দক্ষতা । এই যখন গুরগম্ভীর পরিস্থিতি তখন এর মাঝে ১৯ বছর আগের একটি প্রেমকাব্যের স্মৃতিচারণ করা হয় । কি উম্মাদ , উত্তাল সেই প্রেম । দৈবক্রমে এই প্রেম , রাজনীতি একে অপরের সাথে মিশে যায় । গল্প আগাতে থাকে নতুন এক মাত্রায় ।
পরতে পরতে উত্তেজনা বললে ভুল বলা হবে । কারণ প্রতিটা পরিস্থিতির সূক্ষ্ম বর্ণনা দেয়া হয়েছে , আছে রাজনৈতিক আলাপের মধ্যে গভীরতা । যা আপনার মাঝে বিরক্তির উদ্রেক করবে না বরং গল্পের সাথে আপনাকে জড়িয়ে নিবে ।

মন্তব্য ১২ টি রেটিং +৭/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৯

একলা চলো রে বলেছেন: প্লাস

২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩২

জাবের তুহিন বলেছেন: ধন্যবাদ ।

২| ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০৪

সাইলেন্ট পেইন বলেছেন: পড়া হয়নি।

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১২

জাবের তুহিন বলেছেন: লিস্টে রাখতে পারেন । ঠকবেন না ।

৩| ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৪

শতদ্রু একটি নদী... বলেছেন: আব্দুল হাকিমের অনুবাদ ভালো।

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১১

জাবের তুহিন বলেছেন: অনুবাদকের জায়গায় তার নাম দেখলে আনুবাদের মান নিয়ে আর কোন দ্বন্দ থাকে না ।

৪| ২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৩

আরজু পনি বলেছেন:

বাহ সুন্দর রিভিউ ।

পড়ার আগ্রহ জাগলো ।

শুভকামনা রইল, তুহিন ।

২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৯

জাবের তুহিন বলেছেন: ধন্যবাদ ।

৫| ২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৪

আরজু পনি বলেছেন:

প্রথম মন্তব্যটা কি বেখেয়ালে স্কিপ করেছেন ?

আমার মন্তব্য হলে কিন্তু জবাব না দেয়ার কারণে মন খারাপ করতাম :|

২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩২

জাবের তুহিন বলেছেন: প্রথম মন্তব্যের জবাব কি দেবো ঠিক বুঝে উঠতে পারি নাই :(

৬| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৫

হিল্লো্ল বলেছেন: ভাই বই খানি download এর কোন লিঙ্ক আছে কি, আর যদি না থাকে আর কোথায় পাওয়া যাবে বই খানি

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৩

জাবের তুহিন বলেছেন: এই বইটি প্রথমা থেকে প্রকাশিত হয়েছে তো তাদের কারওয়ান বাজারের অফিসে পাবেন । আর নীলক্ষেতে তো অবশ্যই পাওয়ার কথা । আমি বইমেলা থেকে কিনেছিলাম । আর পরবর্তীতে জানতে পারলাম বইটি সেবা থেকেও বের হয়েছিল সেক্ষত্রে কমেই পাবেন ।
এই বইয়ের পিডিএফ খুঁজে পেলাম না । দুঃখিত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.