নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাবের তুহিন

আছি । আমি আছি ।

জাবের তুহিন › বিস্তারিত পোস্টঃ

মুভি - Raghuvaran B.Tech

০৮ ই মে, ২০১৫ রাত ১১:২৬


মুভি – Raghuvaran B.Tech[Velaiyilla Pattathari ]

অভিনয়ে আছেন – ধানুষ

মানুষের জীবনের সব চেয়ে অভিশপ্ত সময় হচ্ছে বেকার জীবন । অনেক তিক্ত অভিজ্ঞতার সাথে এই সময়েই পরিচয় ঘটে । এই অভিজ্ঞতাই পরবর্তী জীবনে চলার পথে পাথেয় হয়ে দাঁড়ায় ।
এই মুভিটা খুবই সাধারণ । ধানুষ ছাড়া স্টার অভিনেতা একজনও নেই বললেই চলে । একটি সাধারণ পরিবারের চিত্র উপস্থাপন করা হয়েছে । যেখানে রাঘুভারান(ধানুষ) বেকার থাকে । তার ছোট ভাই চাকরি করে সংসারকে সাহায্য করে , রাঘুভারান তার ভাইয়ের কাছ থেকে মাঝে মাঝে অর্থ সাহায্য নেয় ।
চাকরির জন্য দাড়ে দাড়ে ঘুরেও যখন চাকরি পায় না । তখন পাশের বাড়িতে নতুন প্রতিবেশির আগমন ঘটে । যাদের একটা মেয়ে আছে এবং যার মাসিক বেতন তার বাবার থেকেও ২ গুণ বেশি । এই পরিস্থিতিতে বেকারের মনের কি অবস্থা হতে পারে তা বোঝা সম্ভব না ।
তবে প্রত্যকের জীবনেই একটা মুহূর্ত আসে যা সব কিছু পরিবর্তন করে দেয় । রাঘুভারানের জীবনেও আসে ।
পুরো চিত্রটা হাল্কা রসাত্মকভাবে তুলে ধরা হয়েছে না হলে হয়তো এতোটা ভালো লাগতো না ।
কিছু কিছু ত্রুটি আছে । মনে হয়েছে যথেষ্ট অভিজ্ঞ পরিচালক না + পর্যাপ্ত অর্থ ছিল না মুভি বানানোর জন্য ।
তাছাড়া সময় পার করার জন্য বেশ ভালো মুভি ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৫ সকাল ৯:০৩

বটের ফল বলেছেন: দেখতে হবে তাইলে।

০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

জাবের তুহিন বলেছেন: হুম , দেখে ফেলেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.