নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাবের তুহিন

আছি । আমি আছি ।

জাবের তুহিন › বিস্তারিত পোস্টঃ

বুক রিভিউ - কবি

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০০



বই - কবি
লেখক - তারাশংকর বন্দ্যোপাধ্যায়
==
কলেজে থাকতে বাংলার শিক্ষক বলে ছিলেন – বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ দু’টি উপন্যাসের মধ্যে “কবি” একটি । সেই থেকে এই বই পড়ার ইচ্ছা । কলেজের লাইব্রেরিতে থাকলেও তখন এই বই পড়ার সাহস এবং সময় করে উঠতে পারি নি । পরবর্তীতে একদিন দোকানে পেয়ে গেলাম এবং বগল দাবা করলাম ।
আমার একটি প্রশ্ন আছে – “ গোবরে পদ্মফুল ” এর উদ্ভাবন কি এই উপন্যাসের পরেই হয়েছে ? প্রশ্নটা মনে জাগার পিছনে যথেষ্ট কারণ আছে । চোর-ডাকাত বংশের ছেলে যখন কবি হয় তখন এমন প্রশ্ন জাগাই স্বাভাবিক – যার বয়স বাড়লে মা বলে বংশের কাজে হাত লাগাতে , মামা বোঝাতে আসে এই কাজই তাকে করতে হবে । তবুও সে নিজেকে সব থেকে আলাদা রাখে মদ থেকে দূরে , মিথ্যে থেকে দূরে , পরিবারের থেকেও দূরে সরে যায় ।
এই কবির নাম – নিতাই । কবিগানে – কবিয়াল হিসেবে আরেক কবির সাথে কবিতার যুদ্ধে নিজের নামের প্রসার করতে থাকে । তার পরম বন্ধু রেল স্টেশনের রাজা(রাজন) যে তার বাসস্থানের ব্যবস্থার সাথে পুঁজিরও ব্যবস্থা করে রেখেছে । কবি মানুষ প্রেমের উত্তাল সাগরে আত্মহুতি দিবে না তা কি হয় ? রাজনেরই ঠাকুরঝির প্রেমে পতিত হলো নিতাই । দিনগুলি ভালোই যাচ্ছিল । যতোদিন না ঝুমুর গানের দলকে তার বাড়িতে এনে রাজন উঠালো । এরপরে স্বাভাবিক জীবনের স্রোত পালটে গেলো । পুকুরেও যেন মহাসাগরের ঢেউ ।
পুরো বইয়ে হিন্দু ধর্মের বেশ কিছু জিনিস আছে যার সব বুঝি নি । সব চেয়ে ভালো লেগেছে কবিয়ালের নিতাইয়ের লিখা কিছু চরণ ।
ভালো লাগা কয়েকটি তুলে ধরলাম –
১ –
“ কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কাঁদ কেনে ?
কালো চুলে রাঙা কুসুম হেরেছ কি নয়নে ?”
২ –
“ এই খেদ আমার মনে –
ভালবেসে মিটল না সাধ , কুলাল না এ জীবনে!
হায় – জীবন এত ছোট কেনে ?
এ ভুবনে ?”
৩ –
“ চাঁদ তুমি আকাশে থাক – আমি তোমায় দেখব খালি ।
ছুঁতে তোমায় চাইনাকো হে – সোনার অঙ্গে লাগবে কালি ।”

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২৮

প্রামানিক বলেছেন: গত পরশু বইটি পড়ছি। খুব ভাল লাগল।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪

জাবের তুহিন বলেছেন: হুম , গল্পটি বেশ ভালো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.