নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাবের তুহিন

আছি । আমি আছি ।

জাবের তুহিন › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ - চিড়িয়াখানা

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৯



মুভি - চিড়িয়াখানা
পরিচালক - সত্যজিৎ রায়
অভিনয় - উত্তম কুমার

শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এর গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী অবলম্বনে নির্মিত চলচ্চিত্র এটি । সেরা পরিচালক হিসেবে সত্যজিৎ রায় এবং অভিনেতা হিসেবে উত্তম কুমার জাতীয় পুরষ্কার ঘরে তুলেছিলেন ।

নিশিনাথ - একজন প্রাক্তন বিচারপতি । অনেক আসামীকেই তিনি ফাঁসির কাষ্টে ঝুলিয়ে মৃত্যুদন্ড দিয়েছেন । অবসরের পরে এই নিয়ে তার একধরনের অনুশোচনার সৃষ্টি হয় যার কারণে অপরাধীদের অনেকটা পুনর্বাসনের ব্যবস্থা স্বরূপ একটি জায়গা নির্মাণ করেন । হঠাৎ তার সন্দেহের উদ্রেক হয় এক বিষয়ে যার জন্যই মূলত তিনি ব্যোমকেশ বক্সী এর শরণাপন্ন হন ।

এরপর থেকে ঘটনাপ্রবাহ আরো ঘোলা হতে থাকে বিভিন্ন আকস্মিক ঘটনাপ্রবাহের মাধ্যমে ।

উত্তম কুমারের চেয়ে মনে হয় এই চরিত্র আর ভালোভাবে কেউ উপস্থাপন করতে পারবে না ।
ব্যোমকেশ বক্সী সিরিজের কাহিনীগুলোর গঠন একই ধরনের সম্ভবত । একটি কেস নিয়ে এগুতে থাকাকালে দেখা যায় যে কেউই সন্দেহের উপরে নয় । সবারই সেই কেসের ক্ষেত্রে গোপন ঘটনা রয়েছে । এবং শেষে মীমাংসার মাধ্যমে সমাপ্তি ।
পরিচালক হিসেবে সত্যজিৎ রায়ের ভুল ধরার সামর্থ্য কারো আছে কি না সন্দেহ । নিজের কাহিনী তিনি আরো ভালোভাবে উপস্থাপন করেন । এটিও করেছেন কিন্তু ঘটনা প্রবাহ পরিবর্তন করতে পারেন নি বলেই হয়তো সত্যজিৎ রায় লেভেলের মুভি হিসেবে এক ঠিক মানা যায় না ।

তবে যেখানে সত্যজিৎ রায় আর উত্তম কুমার আছে সেই মুভি মিস করা একটি বিশাল ভুল হবে । আশা করি মুভিটা উপভোগ করবেন :)

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

গেম চেঞ্জার বলেছেন: অনেক আসামীকেই চিনি ফাঁসির কাষ্টে ঝুলিয়ে মৃত্যুদন্ড দিয়েছেন ।

রিভিউটা আরো বিশদ আশা করেছিলাম । তবে ভাল রিভিউ হয়েছে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৬

জাবের তুহিন বলেছেন: ভুল ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ ।
আসলে নিশিনাথ যেই কেস নিয়ে ব্যোমকেশের কাছে গিয়েছিলেন সেই কাহিনী খুব ধীরে ধীরে প্রকাশিত হয়েছে পুরো ছবি জুড়ে । সেক্ষেত্রে স্পয়লার হয়ে যাবে । এইজন্য হালকার উপরে একটা ধারণা দেয়া ।
ধন্যবাদ ।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫০

আবুল হাসান নূরী বলেছেন: সত্যজিৎ রায় + উত্তম কুমার + শরদিন্দু বন্দ্যোপাধ্যায় = মাস্টারপিস

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৯

জাবের তুহিন বলেছেন: সত্য বচন ।
তবে মুভিটি ভালো কিন্তু মাস্টারপিস ঠিক বলা যায় না । সেই আমলের প্রেক্ষিতে হলেও এখনকার সাথে তুলনা এসে গেলে কিংবা এসে যায় বহু গোয়েন্দা মুভি দেখার কারণে । তখন উত্তম কুমারের অভিনয় আর উপস্থাপন ছাড়া কাহিনী সেইভাবে মোহনীয় না ।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

আবুল হাসান নূরী বলেছেন: সীমিত বাজেট এবং এখনকার তুলনায় অনেক পিছিয়ে থাকা প্রযুক্তি দিয়ে এর চেয়ে বেশি আর কীইবা আশা করা যায়। যেটুকু হয়েছে তা পরিচালক সত্যজিৎ রায় ও অভিনয় শিল্পীদের মেধার জোরেই সম্ভব হয়েছে।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৪৪

রহস্যময় ডিটেকটিভ ঈশান বলেছেন: রিভিওটা পড়ে মনে হল মুভিটা দেখার দরকার।না দেখে কিছু বলতে পারছিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.