নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাবের তুহিন

আছি । আমি আছি ।

জাবের তুহিন › বিস্তারিত পোস্টঃ

স্বরচিত কিছু কবিতা - ০২

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৯



০১ - আমি আর উঠবোই না
------------------------
দুপুরের কড়া রোদ চিড়ে
যখন আমার মৃত্য সংবাদ তোমার কাছে পৌঁছাবে
তখন কি দেখতে আসবে ?
নাকি তখনও ঘুমিয়ে থেকে রিক্সা না পাওয়ার
অজুহাত দাঁড় করাবে ?
চিরকুটে করে ক্ষমাপ্রার্থণা করলে
এবার আর ক্ষমা করার কেউ থাকবে না ,
সাথে যতোই থাকুক জগৎ সেরা লাল গোলাপ ।
এবার আমার পালা ,
ঘুম থেকে আর উঠবোই না ,
যতোই ডাকো আকুল কন্ঠে ,
হতে ধরে দিব্যি করো ,
আমি আর উঠবোই না ,
চূড়ান্ত সিধান্ত ।
০২ - বলে যাওয়ার ইচ্ছা ছিল
------------------------
কাউকে বলে যাওয়ার ইচ্ছা ছিল
চলে যাচ্ছি,
কাউকে বলে যাওয়ার ইচ্ছা ছিল
এ চলে যাওয়ার জন্য সেই দায়ী।
তবু অজানা অভিমানে কোন কিছুই
কাউকে বলা হয় নি।
তাই জানাও হয় নি তারও কিছু বলার ছিল,
দু'জনের অভিমানে দু'জনে চোখের জলে ভেসেছি।
০৩ - রবীন্দ্রনাথের নায়িকা
------------------------------
রবীন্দ্রনাথের কবিতার নায়িকা হতে চেয়েছিলে,
অথচ এখন আমার মতো ঠুনকো কবির কবিতার খোরাক যোগানদাতা তুমি।
যেভাবে শব্দের জালে নিজেকে দেখতে চেয়েছিলে,
কিংবা আমি যে নক্সায় ফোটাতে চেয়েছিলাম রহস্যমমণ্ডিত তোমাকে -
তা কি আমি পেরেছি?
ক্ষমা করো তোমার ইচ্ছার এমন মৃত্যুর কারণ হওয়ায়।
তবু বন্ধ করো না ঐ শব্দ লেনদেনের সম্পর্ক,
যদিও আমি থাকি দরজা খুলে দরজারই আড়ালে।
০৪ -পাষণ্ড মানুষ
---------------------
অনুভূতিগুলো সের দরে বেশ আগেই বেঁচে দিয়েছি,
খেলা করার আর কিছু বাকি নেই।
মানুষ পাষণ্ড জন্মের পরই বুঝেছি,
তাই আর কিছু বলার নেই,
শোনার নেই,
তবে জানার আছে।
কতটা পাষণ্ড হলে মানুষ
পুকুরে ঢিল মারার মতো নিজেরই মতো আরেকজনকে গুলি করে।
কতটা পাষণ্ড হলে মানুষ
মরুচারীর মতো খুব সহজে উটের বদলে
মানুষের গলা চিড়ে পিয়াস মেটায়।
কতটা পাষণ্ড হলে মানুষ
মুখ লুকোয় পাহাড়সম, ঝর্ণার পানির মতো পবিত্র ধর্মের আড়ালে।
বেঁচে আছি বেশ আছি - বলেই দীর্ঘশ্বাস,
যা পরবর্তী প্রজন্মের ঘাড়ে উত্তপ্ত বায়ু,
ধেয়ে আসা দাবানলের পূর্বাভাস ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.