নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা গারদ

ব্যাঙাচী

ভয় লাগে নাকি ভয় করে

ব্যাঙাচী › বিস্তারিত পোস্টঃ

ভুল স্বীকার করলাম

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২৭

কখনও একজন বন্ধু খুব ভাল শীক্ষক হতে পারে এবং কখনও একজন ভাল শিক্ষক হতে পারেন খুব ভাল বন্ধু। একবার আমাকে একজন বলেছিল, ‘খোঁজ যা তুমি জানো, তাহলেই তুমি আরও জানতে পারবে’। আমি দ্বিমত পোষণ করেছিলাম, উত্তরে তিনি আমাকে আমার আস্থায় চিরদিন অটল থাকতে বলেছিলেন। এতদিন পরে এসে উনার কথার আসল অর্থ বুঝতে পেরে খুব আফসোস হচ্ছে। যদি আরও আগে বুঝতে পারতাম, তাহলে হয়ত আজ অন্য কোথাও, অন্য কোন অবস্থায় থাকতাম। আবার এটা চিন্তা করে ভাল লাগছে যে দেরীতে হলেও অন্তত বুঝতে পারলাম।

তাই আমার পুরোন বন্ধুদের ওই একই কথা বলতে ইচ্ছা হচ্ছে, “Look for what you know and you will know more”.

দাবা খেলায় যা কিছুই চাল দেয়া হয় তা দাবার বোর্ডে থেকেই যায়, কিন্তু জীবনের ক্ষেত্রে থাকে শুধু বিশ্বাস। বিদায়ের ঘন্টা যখন বাজবে তখন হিসাবের খাতায় পড়ে থাকবে কেবল বিশ্বাস এবং তার ওপর দাঁড়িয়ে থাকবে আমাদের কর্ম। নিজের আস্থায় অটল থাকলে ভুল বিশ্বাস একদিন আপন গতিতেই ভেঙ্গে যাবে। এবার আপনি স্বীকার করুন আর নাই করুন।

আমার পরিচিতজনদের মাঝে অনেকেই ভুল বিশ্বাস নিয়ে দিনাতিপাত করছেন, তাদের জন্য হঠাত খারাপ লাগল তাই এই কথাগুলা বের হয়ে আসল। এখানে অন্য কোন উদ্দেশ্য নেই আর কখনও ছিলও না। সবাই ভাল থাকবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.