নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা গারদ

ব্যাঙাচী

ভয় লাগে নাকি ভয় করে

ব্যাঙাচী › বিস্তারিত পোস্টঃ

অল্প কথায়!!!

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৭

আমার দেশে যারা এখনও ইসলাম বলতে জামায়াতে ইসলাম, ইসলামিক আন্দোলন বলতে জামায়াতে ইসলামের আন্দোলনকে বোঝেন বা বুঝান বা বুঝাতে চান, আপনারা আমার ধারণা স্পষ্টতই পথভ্রষ্ট হচ্ছেন, করছেন। সৃষ্টিকর্তা সবার ডাকই শোনেন। চোরও তার কাছে প্রার্থনা করে আর গৃহস্থও তার কাছে প্রার্থনা করেন। তাই আজ চোরের ডাকে সাড়া দিল বলেই চোর কি পীর হয়ে গেল, নাকি ইসলামের কান্ডারী হয়ে গেল? আপনার বিবেক খরচ করুন আর মস্তিষ্ক-র ব্যবহার করুন। প্রতিটি মানুষের মাঝেই সৃষ্টিকর্তার আবাস,তাই তো মন দিয়ে যাই করেন না কেন, তা থেকে ফলাফল পাওয়া যায়। এখন আপনি কি ভ্রান্ত পথে হাটবেন নাকি সঠিক পথে হাটবেন,তা কিন্তু আপনার নিজেকেই নির্ধারণ করতে হবে। কারণ, শেষ বিচারের সময় আপনি তো আর,"আমি অমুকের কথা শুনে এই কাজ করেছি"-এই কথা বলে পার পেয়ে যেতে পারবেন না।আর মনে রাখুন,একটি কথার নানা ধরনের অর্থ হতে পারে। যেমন-'নিউটনের মাথাতে মগজ ছিল আর আপনার মাথাতেও মগজ আছে'। এখন এই সামান্য কথাটি একেক জনের কাছে একেক রকম হয়ে ধরা দিবে। কেউ হয়ত কোন সূত্রের কথা ভাবা শুরু করতে পারে, কেউবা আপেল চাষের কথা ভাবতে পারে, কেউবা নিজেকে নিউটন ভাবতে পারে, কেউবা অধ্যাবসায়ের কথা ভাবতে পারে ইত্যাদি ইত্যাদি। আর এটা পুরোপুরি নির্ভর করে স্পেসিফিক ওই মানুষটির উপর। এখানে কথাটির কোন পক্ষ নেই। তাই কারো কথা না শুনে,নিজে নিজের কাজে সচেষ্ট হোন। ইসলামকে নিজে জানুন এবং নিজের ক্ষুদ্র মস্তিষ্কটাকে ব্যবহার করুন এবং সঠিকভাবে উপলব্ধি করুন। খেয়াল করুন, নিজের সন্তান কুৎসিত হলেও তাকে ভালবাসে না, এমন পিতামাতা নেই পৃথিবীতে। তাই নিজ হাতে তৈরী করুন নিজের বিশ্বাস। অন্যের দেখানো পথে হাটবেন না কারণ বর্তমানে এইধরনের নির্ভরযোগ্য মানুষের বড় অভাব, নেই বললেই চলে। অন্ধকারে চোখ থাকা বা না থাকায় কিছুই এসে যায় না। ভাল থাকবেন সবাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.